আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।
কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।
এটা হচ্ছে 5 টি Best Adventure Games এর ৪র্থ পর্ব। এর আগের ১ম পর্ব, ২য় পর্ব ও ৩য় পর্ব আপলোড করা হয়েছে এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে অনেকগুলো গেমিং রিলেটেড পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।
এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।
যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই পোস্টটি অবশ্যই যারা Adventure Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept আলাদা আলাদা। ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।
বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে।
প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece।
শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন আশা করছি।
তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।
5) Game Name : Nood Climbers
Game Developer : Noodlecake
Game Size : 106 MB
Required OS : 5.0+
Game Type : Offline
Game Released Date : October 8, 2019
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
Noodlecake একটি অসাধারন গেম ডেভেলপমেন্ট কোম্পানি। তারা অনেক সুন্দর সুন্দর গেম বানায়। তারা সহজের চেয়ে কঠিন গেমগুলো বেশি বানায়।
তাদের প্রত্যেকটি গেমের গ্রাফিক্সই খুব ভালো। তবে এই গেমটি গ্রাফিক্স এর দিক থেকে সেরা না হলেও Gameplay ও Difficulty এর দিক থেকে অনেক গেমকেই টক্কর দিতে সক্ষম।
এটি আমার খেলা one of the most hardest brain game। গেমটি খেলে প্রচন্ড মজা পেয়েছি। আসলে গেমটিতে আপনি একটি ক্যারেক্টার পাবেন আর সাথে কিছু বড় বড় dot পাবেন।
ক্যারেক্টারের দুই হাত ও দুই পা আপনাকে সেই ডট গুলোর সাথে লাগিয়ে উপরে বা আশে পাশে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কালো ডটের মধ্যে দেখিয়ে দেওয়া পজিশনে রাখতে হবে।
যারা getting over it গেমটি খেলেছেন তারা গেমটি কতটা hard & frustrating। একই স্টুডিও এই গেমটিকেও তৈরি করেছে। তারা সহজের চেয়ে কঠিন গেম তৈরি করতে বেশি পছন্দ করে।
এই পোস্টে আমি আরো কঠিন গেম দিবো। যদি আপনাদের এই ধরনের কঠিন গেমস খেলতে ভালো লাগে তবে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পরের পোস্টে এমন গেমস দিতে।
যাই হোক, এই গেমটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ব্রেইনকে ট্রেইন করানো। এই গেমটি আপনাকে নতুন করে চিন্তা করতে শিখাবে। তার সাথে আপনার ব্রেইনকে মাল্টিটাস্কিং এ সহায়তা করবে।
আপনি যখন নিজেই গেমটি খেলতে থাকবেন তখনই আস্তে আস্তে বুঝে যাবেন। প্লে-স্টোরে গেমটি ৫০ হাজার বারের মতো ডাউনলোড করা হয়েছে।
গেমটির কিছু ফিচারের কথা নিচে উল্লেখ করা হলোঃ
• Charmingly simple and funny visual style!
• A climbing mechanic that’s both silly and satisfying
• Collect over 200 risqué accessories and customizations
• Easily share your silliest outfits and poses with friends
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
4) Game Name : Swordigo
Game Developer : Touch Foo
Game Size : 52 MB
Required OS : 4.1+
Game Type : Offline
Game Released Date : February 27, 2014
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
Adventure Games এর কথা বলছি আর Swordigo এর কথা বলবো না তা কি করে হয়। প্লে-স্টোরের খুবই জনপ্রিয় একটি গেম এটি।
হয়তোবা অনেকেই এই গেমটি সম্পর্কে জানেন। আবার অনেকেই হয়তোবা জানেন না। যারা জানেন না তারা জেনে নিন। কারন এত কম সাইজের ভিতরে এত সুন্দর গেম খুব কমই পাবেন।
এটি একটি Action + Adventure + Casual Type Offline Game যেখানে আপনি Storymode এর সাথে Sword Fighting, Magic ইত্যাদি দেখতে পাবেন।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ মিলিয়ন বা ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৬৩ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।
তবে কিছুদিন আগেও এর রেটিং 4.7 ★ ছিলো। হয়তোবা কোনো নতুন আপডেটের কারনে গেমটির রেটিং কমে যায়। তবে চিন্তার কোনো কারন নেই। প্লে-স্টোরে রেটিং হাফ ডাউন করেই। এটা নতুন কিছু না।
যাই হোক, গেমটিতে আপনি শুরুতেই একটি স্টোরিমোড দেখতে পারবেন। আর সেই স্টোরিমোডেই নানা ধরনের মিশন পাবেন গেমটিতে এগিয়ে যাওয়ার মতো।
একের পর এক সেই সব Mission Complete করে আপনাকে গেমটিতে এগিয়ে যেতে হবে। এটি একটি Open world 2D Game যেখানে আপনি যেখানে ইচ্ছা যেতে পারবেন। একের অধিক Mission নিয়ে একসাথে খেলতে পারবেন।
আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটির Mod version download করে খেলার জন্যে। তা না হলে মজা পাবেন না। কারন গেমটিতে প্রচুর Upgrades রয়েছে।
পদে পদেই আপনি বিভিন্ন ধরনের Health, Attack, Heal, Magic ইত্যাদি বিভিন্ন ধরনের Upgrades এর সম্মূখীন হবেন এবং সেগুলো আপনার বাধ্যতামূলক লাগবেই।
আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। নিচে গেমটির কিছু ফিচারের কথা উল্লেখ করা হলোঃ
A GREAT ADVENTURE :
• Explore a magical realm of dungeons, towns, treasures and devious monsters.
• Gain experience and level up your character.
MAGIC AND SWORDS :
• Find powerful weapons, items and spells to defeat your enemies.
• Venture into gloomy caves and dungeons to discover powerful hidden swords.
SIDE-SCROLLER PLATFORMER GAME :
• Fluid and challenging platforming gameplay designed specifically for mobile devices.
• Precise touch controls optimized for smartphones and tablets.
• Customize the controls to your preference.
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
3) Game Name : Super Starfish
Game Developer : Protostar
Game Size : 116 MB
Required OS : 5.1+
Game Type : Offline
Game Released Date : July 24, 2018
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
এটি একটি Simple কিন্তু অনেক সুন্দর একটি গেম। গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Starfish, Galaxy, Planets, Black Hole, Milkyway ইত্যাদি এগুলো দেখতে পারবেন।
গেমটির গ্রাফিক্স খুবই সুন্দর। আপনাকে Starfish এর Character Play করতে হবে। আপনাকে বিভিন্ন ছোট-বড় Planet কে এড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে। তা না হলে যদি কোনো Planet এর সাথে সংঘর্ষ হয় তবে Game Over হয়ে যাবে।
গেমটিতে আপনি ৩০টির মতো Colourful Starfish পেয়ে যাবেন। যেগুলোর Colour আলাদা আলাদা রকমের এবং গেমটির Animation + Graphics এর সাথে অনেক মিল খায়।
তাই দেখতে অনেক সুন্দর লাগে। গেমটিতে অনেক Relaxing আর Pleasing Sound Effects + Music ব্যবহার করা হয়েছে।
গেমটির আরো কিছু ফিচারের কথা নিচে উল্লেখ করা হলোঃ
• Simple, intuitive gameplay for everyone. Try it now!
• Explore the cosmos and discover mesmerising new zones!
• Master your swimming style and score huge combos!
• Customize and grow your very own aquarium in space!
• Over 30 colourful Starfish to collect and add to your aquarium. Can you find a super rare Starfish?
• Compete with your friends and share your discoveries!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
2) Game Name : Alto’s Adventure
Game Developer : Noodlecake
Game Size : 75 MB
Required OS : 5.0+
Game Type : Offline
Game Released Date : February 10, 2016
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
যারা Alto’s Odyssey গেমটি খেলেছেন তারা হয়তোবা এই গেমটিকে চিনে থাকবেন। এই গেমটি Alto’s Odyssey গেমটির দুই বছর আগে Release করা হয়।
এই গেমটির বিপুল পরিমানের Success এর পর Alto’s Odyssey গেমটিকে তৈরি করে লঞ্চ করা হয় প্লে-স্টোরে। আর দুটি গেমই প্লেয়ারদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।
তাই তো গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ করা হয়েছে ৬ লক্ষ ৩৫ হাজার বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।
গেমটি অনেকগুলো Awards + Achievement অর্জন করতে পেরেছে। যেমনঃ
“A piece of interactive art”
– WIRED
“One of the best mobile games”
– The Verge
“Alto’s Adventure demands your attention”
– IGN
“Best Looking Video Games of 2015”
– TIME
বুঝতেই পারছেন গেমটি কতটা ভালো। এই গেমের গ্রাফিক্স এতটাই সুন্দর ও স্মুথ যে বেশিরভাগ মানুষই এই গেমের গ্রাফিক্স এর অনেক বড় ফ্যান।
এই গেমে আপনি সকাল, বিকাল, সন্ধ্যা, রাত সবধরনের Scenery ই দেখতে পারবেন। সেগুলো এমন Smoothly Change হবে যে আপনি বুঝতেই পারবেন না।
আর গেমটির সাউন্ড এফেক্টস + মিউজিক নিয়ে তো কোনো কথাই হবে না। Absolutely One Of The Best। খুবই Calming & Relaxing Sound Effects + Music পাবেন গেমটিতে।
হাল্কা মিউজিক + সাউন্ড এফেক্টসের কারনে গেমটি অনেক মানুষের কাছেই অনেক পছন্দের। নিচে গেমটির আরো কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ
• Fluid, graceful and exhilarating physics-based gameplay
• Procedurally generated terrain based on real-world snowboarding
• Fully dynamic lighting and weather effects, including thunderstorms, blizzards, fog, rainbows, shooting stars, and more
• Easy to learn, difficult to master one button trick system
• Chain together combos to maximize points and speed
• Test your skills with 180 handcrafted goals
• Discover six unique snowboarders, each with their own special attributes and abilities
• Challenge your friends. Compete for best high score, best distance, and best trick combo!
• Acquire the wingsuit from Izel’s workshop for an entirely new gameplay dynamic
• Beautifully minimalist and evocative visual design
• Original music and handcrafted audio for an ambient and immersive experience (headphones recommended!)
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
1) Game Name : Oddmar
Game Developer : Mobge L.t.d.
Game Size : 503 MB
Required OS : 4.1+
Game Type : Offline
Game Released Date : January 16, 2019
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
এটি আমার দেখা One Of The Best High Graphics Adventure Game যেখানে অনেক সুন্দর Storyline এর সাথে আছে অসাধারন Gameplay + Control।
গেমটি প্লে-স্টোরে রিলিজ এর পর থেকেই অনেক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে Mobile Gamers দের কাছে।
গেমটি এখন পর্যন্ত প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ করা হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার+। সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।
গেমটির গ্রাফিক্স অনেক ভালো। এত সুন্দর গ্রাফিক্স তবুও কি ৫০০ Mb এর ভিতরে আজকাল অনেক Rare হয়ে গিয়েছে । কেননা এখন একটি 2D Game এর পিছনেই 1-2 GB Data + Space খরচ করতে হয়।
সেখানে এই গেমটি 500 MB এর ভিতরে যা যা offer করছে তা আপনি গেমটি খেললেই বুঝতে পারবেন।
গেমটির সাউন্ড এফেক্টস আরো সুন্দর। অনেক Calming + Relaxing Sound Effects + Music ব্যবহার করা হয়েছে গেমটিতে।
এখানে প্রচুর Missions এর সাথে প্রতিটি লেভেলের জন্যেই আলাদা আলাদা লোকেশন পেয়ে যাবেন। সেগুলোতে Graphics + Gameplay সত্যিই অসাধারন। গেমটি খেললে খেলতেই মনে চাইবে।
আমার অনেক পছন্দের একটি গেম। রিলিজের পর থেকেই গেমটি আমি খেলে এসেছি। আমাকে এই গেমের গ্রাফিক্স, কন্ট্রোল, গেমপ্লে কোনো কিছুই নিরাশ করেনি। আশা করছি আপনাদের কাছেও গেমটি ভালো লাগবে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।
পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।
আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।
যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।
তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।
আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?
আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।
তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..
The post Android এর 5 টি মজার Adventure Games (Part-4) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/qVLMH0w
via IFTTT
No comments:
Post a Comment