• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, May 14, 2022

    New

    প্রিয়, আশা করছি বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নিয়ে ভেতর থেকে সুস্থ আছেন।
    আপনাকে সুস্বাগত জানায় আজকের টিউটোরিয়ালে, টেকনোলজি প্রেমিকদের মনে টেকনোলজির ক্ষুদা আরও বাড়ুক এবং ট্রিকবিডির মতো আমরাও বিশ্বাস করি জ্ঞান ভাগাভাগি করলে কমে না বরং বৃদ্ধি পাই।
    আজকে আমরা আলোচনা করবো কীভাবে Android এর মাধ্যমে পিএইচপি কোড লেখা যায় বা রান করা যায়।

    ওয়েবের এর দুনিয়াতে পিএইচপি একটা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। আমাদের সবার প্রিয় টেক ফোরাম ট্রিকবিডিও পিএইচপির মাধ্যমেই চলছে, যদিও যতোদিন যাচ্ছে নতুন নতুন টেকনোলজি বাড়ছে।
    তবুও আজও পিএইচপি তার জায়গা ধরে রাখতে সক্ষম কারণ প্রতিটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজরই একটা বিশেষ দিক থাকে।
    পিএইচপি মূলত তৈরিই করা হয়েছিলো ওয়েবের উদ্দেশ্যে ধরে নেওয়া যায় একটা ওয়েন অ্যাপলিকেশনে পিএইচপি প্রাণ দিতে সক্ষম, আমাদের বাংলাদেশেও পিএইচপির ডেভেলপার অগণিত রয়েছে।

    অনলাইন মার্কেটপ্লেস গুলোতে যদি দেখা যায় তবে পিএইচপি আজও মার্কেটে খুব চলে, আমরা অনেকেই পিএইচপি শিখতে চাইলেও শিখতে পারী না হয়তো অনেকের ডেক্সটপ বা ল্যাপটপ না থাকার কারণে।
    আজকে আমি দেখাবো আপনি কীভাবে Android এর মাধ্যমে PHP Code Run করাবেন। সবার আগে ডাউনলোড করে নিন Penguin কে, Download Link এ ক্লিক করে ডাউনলোড এবং ইন্সটল করে নিন, তারপর অ্যাপটি ওপেন করলে নিচের স্ক্রিনশটের মতো দেখতে পাবেন, এবং স্ক্রিনশট চিহ্নিত জায়গাতে ক্লিক করুন।

    এখন নিচের স্ক্রিনশট দেখুন Server Running হয়ে গিয়েছে।

    এখন আপনার Device এর Internal Storage টা Check করলে নিচের স্ক্রিনশটের মতো একটা Folder দেখতে পাবেন যার নাম

    www


    এখন এই

    www

    Folder এর ভেতর index.php নামের একটা File Create করে নিন নিচের স্ক্রিনশটের মতো।

    এখন এই index.php ফাইলটা আপনার পছন্দের কোনো Code Editor এ ওপেন করুন এবং আপনার কোড লিখুন, আমি উদাহরণ দেখানোর জন্য

    Hello World

    echo করছি।

    এখন আপনার Browser এ http://localhost:8080 লিখে রান করালে নিচের স্ক্রিনশটের মতো আপনার কোডেরও আউটপুট পাবেন।

    আশা করি PHP Program কীভাবে Android Device এ রান করাবেন তা সহজ ভাবে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি, ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকনোলজির সাথেই থাকুন।

    আপনি চাইলে আমাকে গিটহাবে ফলো করতে পারেন, আমি সেখানে সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর টুলস বানিয়ে শেয়ার করে থাকি।

    The post দেখুন কীভাবে PHP Program Android Device এ রান করাবেন খুব সহজেই। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/n6H8UzI
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel