• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, May 14, 2022

    New

    আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে ভালোই আছেন।

    আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ স্টোরের (উইন্ডোজ ১০ ওএস-এ) এক বা একাধিক অ্যাপ কোনক্রমেই ওপেন না হলে বা বারবার ওপেন হওয়ার পর ক্রাশড হয়ে গেলে কিভাবে এটা সলভ করবেন।

    তো, চলুন শুরু করা যাক!

    ১. কীবোর্ডের Windows Key + Q চাপুন; অথবা, “সার্চবক্সে” যান।

    ২. টাইপ করুন ”powershell” এবং সার্চ রেজাল্ট থেকে “Windows PowerShell” –এ রাইট ক্লিক করে “Run as administrator” নির্বাচন করুন।

    [জেনে রাখা ভালো, পাওয়ারশেল হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য ডিজাইন করা একটি কমান্ড লাইন বেইজড শেল।  উইন্ডোজ পাওয়ারশেলে একটি ইন্টারঅ্যাক্টিভ প্রম্পট এবং স্ক্রিপটিং ইনভাইরনমেন্ট রয়েছে; যেগুলো একত্রে কাজ করতে পারে এবং পৃথক পৃথক ভাবেও কাজ করে।  উইন্ডোজ পাওয়ারশেল অ্যাপটি মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক এবং এরই আওতাভূক্ত কমন ল্যাঙ্গুয়েজ রানটাইমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

    উইন্ডোজের সিএমডি বা কমান্ড প্রম্পটের অনেক কমান্ডই পাওয়ারশেলে রান হয়। ]

    ৩. প্রোগ্রামটি পুরোপুরি চালু হতে ৫-৬ সেকেন্ড সময় লাগতে পারে।  (Windows PowerShell. Copyright (C) Microsoft Corporation. All rights reserved. PS C:\WINDOWS\system32> লেখা আসতে আসতে!) ততক্ষণ কষ্ট করে একটু অপেক্ষা করুন। (!)

    ৪. পাওয়ারশেল-এর উইন্ডো ওপেন হলে নিচের কমান্ডটি কপি করে পেস্ট করে দিন এবং কীবোর্ডে “Enter” চাপুন।

    Get-AppXPackage | Foreach {Add-AppxPackage -DisableDevelopmentMode -Register “$($_.InstallLocation)\AppXManifest.xml”}

    ৫. কমান্ডটি রান হওয়ার জন্য কিছু সময় লাগতে পারে।  ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করে ধৈর্যধারণ করুন! কমান্ডটি পরিপূর্ণভাবে এক্সিকিউটেড হওয়ার পর পাওয়ারশেল উইন্ডো-টি ক্লোজ করে দিন।

    ৬. এবার আপনার পিসি রিস্টার্ট দিন এবং উইন্ডোজ স্টোর অ্যাপ-টি ওপেন করে দেখুন- ইনশাআল্লাহ্‌ আর ক্রাশড হবে না!

    [পোস্ট বোনাস হিসেবে উইন্ডোজ ১০ -এর লেটেস্ট ভার্সনের ডিস্ক ইমেজ ফাইলের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলো!]

    Download Windows 10 Latest Disk Image File : Click Here!

    Windows 10 Professional Product Key : W269N-WFGWX-YVC9B-4J6C9-T83GX

    Windows Activator : KMSPico 11 [Final] :: Download Link

    [বি.দ্রঃ উইন্ডোজ স্ট্যান্ডার্ড ইন্সটলেশনের সময় উপরে প্রদত্ত প্রো-ভার্সনের প্রোডাক্ট কী-টি ইউজ করতে পারেন এবং উইন্ডোজ অ্যাক্টিভেট করতে কেএমএস পিকো অ্যাপটি কাজে লাগাতে পারেন!]

    ফেসবুকে আমিঃ http://www.facebook.com/aalfaruque1

    আমার ওয়েবসাইটঃ http://www.onusahitya.tk/

    মহান আল্লাহ্‌ পাক সবাইকে ভালো রাখুন।।

    মা’আসসালাম।

     

    The post উইন্ডোজ স্টোর অ্যাপ ওপেন করার পর ক্রাশ করলে যেভাবে ফিক্স করবেন appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/YrneZuz
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel