• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, May 25, 2022

    New

    বতমানের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। যেখানে সবচেয়ে বেশি লোক নিজের সময় দেয়।
    তা আমরা সকলেই জানি। আজ বলব কিভাবে নিজের পরিচয় গোপন রেখে ফেক আইডি খুলতে হয়।
    তার আগে বলব

    কেন ফেসবুকে ফেক আইডি খুলব।

    মূলত আপনি যদি কোন আপনার পরিচয় গোপন রেখে কারো কাছ থেকে কিছু জানতে অথবা মজা করার জন্য ও খুলতে পারেন। তবে আমি বলব বিনা প্রয়োজনে না খোলাই ভালো। যদিও এভাবে ফেক আইডি খুললে কেউ কখনো আপনাকে চিনতে পারবেন।
    ধরুন, আপনি ফেক আইডি খুলবেন। খুলতে আপনার যে ইমেইল বা নম্বার লাগবে সেটা দিয়েই আপনার পরিচয়। কেউ যদি কোন অনৈতিক কাজ করে তাকে চিনতে তার জিমেইল বা মোবাইল নম্বার যথেস্ট।
    এখন যদি আপনি ভাবেন যে আমি সেই কাজটা অন্যের জিমেইল আইডি বা ফোন দিয়ে করব। সেখানে আপনি যাহার জিমেইল বা ফোন নম্বার দিয়ে খুলেছেন সে ফেসবুক কতৃপক্ষের কাছে ধরা থাকবে।
    আর এভাবেই ফেসবুক তাদের কাজ চালিয়ে আসতেছে। যে আইডি দিয়ে খারাপ কাজ করে প্রথমত সে আইডি ব্লক করে। তা না হলে তার চেয়ে মারাক্তক অপরাধ হলে অপরাধীকে ধরতে ফোন নম্বার বা জিমেইল যথেষ্ট।আমি এখন এমন পদ্ধতির কথা বলব যে পদ্ধতিতে আপনি কখনোই আইডি খুলেন নাই।চলুন তাহলে দেখি কিভাবে ফেক আইডি খুলতে হয়?
    ১. প্রথম আপনার ফোন থেকে জিমেইলে যান। তারপর ফেক জিমেইল লিখে সাচ করুন। সাচ করার পর প্রথম লিংকে ক্লিক করুন।
    অথবা লিঙ্কে ক্লিক যান।

    তারপর যে পেজটি ওপেন হবে সেখানে একটি জিমেইল কোড দেখতে পাবেন।
    ২.তারপর জিমেইলটা কপি করুন। এবার পেজটাকে একপাশে রেখেদিন।
    মনে রাখবেন, আপনি যদি সেই পেজটি ডিলিট করে ফেলেন আর কোনো ভাবেই আপনি সেই পেজে পাওয়া সেই ইমেইলটি আর পাবেন না। সেজন্য আপনার করতে ইমেইলটি পাওয়ার পরে মোবাইলের নিচের মাঝের অপশনে ক্লিক করে কেটে দিবেন।
    এবার নতুন করে ফেসবুক ওপেনকরেন। Created account এ যান। আপনার নাম লিখুন তার পর আপনার পদবি লিখুন। যেহেতু আপনি ফেক একাউন্ট খুলছেন তাই নিজের কিছুই দিবেন না। মোট কথা যেভাবে আপনি সাধারন ভাবে আইডি খুলেন ঠিক সেভাবেই কন্টিনিউ করুন।
    .যেখানে আপনার জিমেইল বা ফোন নম্বার চাইবে সেখানে কপি করা ইমেইলটি বসিয়ে দিন। এবং কন্টিনিউ আইডি খুলে ফেলুন

    এবার আসুন ভেরিফাই করবেন কিভাবে। এখন আপনার মোবাইলের পাশে থাকা ফেক ইমেইলটির পেজে যান।


    . রিফ্রেশ করুন। দেখুন একটা ৬ সংখ্যার কোড এসেছে।.কোডটি কপি করে রাখুন। এবার আবার ফেসবুক ওপেন করুন। দেখুন আপনার তৈরি করা ফেক একাউন্টে ৬ সংখ্যার কোড চাইবে।

    এবার কপি করা করা লিংকটি এখানে বসান। এবং ওকে দিয়ে। খুলে ফেলুন। আপনার ফেক একাউন্ট।

    শেষ কথা দয়া করে কেউ খারাপ উদ্দেষ্যে ফেক একাউন্ট খুলবেন না।কোথাও না বুঝলে বলবেন।

    The post কিভাবে জিমেইল ছাড়া আনলিমিটেড ফেইক আইডি তৈরী করব? appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/AEMHOzT
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel