• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, May 7, 2022

    New

    আসসালামু আলাইকুম,

    কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

    গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

    চিন্তা করে দেখলাম অনেক দিন ধরেই ভিন্ন Category এর কিছু গেমস একসাথে দিয়ে কোনো পোস্ট করা হয়না। একটি Category এর উপরই শুধু পোস্ট দিয়ে আসছি গত কয়েকদিন ধরে।

    তাই ভাবলাম কয়েকটা আলাদা আলাদা Category এর পোস্ট একসাথে করে দেই। যদি এই রিলেটেড আরো পর্ব চান তবে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আরো পোস্ট করতে।

    এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে অনেকগুলো গেমিং রিলেটেড পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।

    এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

    যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

    সবগুলো গেমের Concept আলাদা আলাদা। ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।

    বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে।

    প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece।

    শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন আশা করছি।

    তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

     

    5) Game Name : Jetpack Joyride

    Game Developer : Halfbrick Studios

    Game Size : 139 MB

    Required OS : 4.4+

    Game Type : Offline

    Game Released Date : September 27, 2012

    Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

     

    অনেকেই হয়তোবা এই গেমটি সম্পর্কে জানেন। অনেক পুরোনো গেম। প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১০০ মিলিয়ন+ বা ১০ কোটিবারেরও বেশিবার।

    গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা রয়েছে ৪০ লক্ষাধিকেরও বেশি আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

    2D Action Game হিসেবে Google Playstore এ One of the best 2d action & adventure games এর জায়গা দখল করে আছে সেই ২০১২ সাল থেকেই।

    গেমটি রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোটি কোটি মানুষের কাছে ভালো লাগার একটি গেম হয়ে দাড়িয়েছে। গেমটি এত জনপ্রিয় হওয়ার কারনও আছে।

    সেই ২০১২ সাল থেকে এখন পর্যন্ত গেমটি অসংখ্যবার আপডেট করা হয়। আর প্রতিবারই গেমটিতে নতুন নতুন অনেক কিছুই যোগ করা হয়।

    যারা Action + Adventure দুটিই পছন্দ করেন তারা এই গেমটি খেলে দেখতে পারেন। সাইজে কম হলেও গেমে explore করার মতো অনেক কিছুই পেয়ে যাবেন। এখানে Giant Robot থেকে শুরু করে Rocket সহ অনেক কিছুই দেখতে পাবেন।

    গেমটির অবশ্যই Mod Version Download করে খেলবেন। তাহলে আপনি Unlimited Money, Coins ইত্যাদি পেয়ে যাবেন। আর যা ইচ্ছা কিনে নিতে পারবেন।

    এই গেমে প্রচুর পরিমানে Upgrades দেখতে পারবেন। Costumes, Suites, Jetpacks, vehicle upgrades, gadgets, powerups সহ অনেক কিছুই Upgrade করার Options এখানে পেয়ে যাবেন।

    গেমের Basic Concept হচ্ছে এখানে আপনি একটি Jetpack নিয়ে running অবস্থায় বিভিন্ন obstacles বা বাধার সম্মূখিন হবেন। আপনাকে সেই বাধাগুলোকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে।

    এটি একটি Endless Running Game। তাই এখানে আপনি যত বেশি এগিয়ে যাবেন তত বেশি Score করতে পারবেন।

    আর যতই এগিয়ে যাবেন ততই নতুন নতুন অনেক কিছুই দেখতে পারবেন। যারা এতটা গেমস খেলেন না তারা এই গেমটি অবসর সময়ে একটু আধটু time pass করার জন্যে নিজের মোবাইলে রেখে দিতে পারেন।

    এই গেমটি খেলার জন্যে আপনাকে তেমন কোনো ভালো মোবাইলের প্রয়োজন পড়বে না। যেকোনো মোবাইলেই অনায়াসেই গেমটি খেলতে পারবেন।

    গেমে আরো যা থাকছেঃ

    ⚡Fly cool jetpacks through the lab

    ⚡Surf the wave-rider in all its glory

    ⚡Complete daring missions to boost your rank

    ⚡Customise your look with ridiculous outfits

    ⚡Dodge lasers, zappers, and guided missiles

    ⚡Collect coins and make millions of dollars

    ⚡Storm the lab in giant mechs and crazy vehicles

    ⚡Equip high-tech gadgets and power-ups

    ⚡Earn achievements and battle it out against friends

    ⚡Test your reflexes with simple one-touch controls

    ⚡New free game modes in special events

    নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

    4) Game Name : Stack

    Game Developer : Ketchapp

    Game Size : 57 MB

    Required OS : 5.0+

    Game Type : Offline

    Game Released Date : February 17, 2016

    Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

    এটি আমার পছন্দের একটি গেম। এখানে বলার মতো তেমন কিছুই না থাকলেও গেমটির Concept টা একটু বুঝিয়ে দিই।

    এখানে আপনি বিভিন্ন রঙের Colourful Blocks পাবেন। সেগুলো একটার উপর আরেকটা ভালোভাবে বসাতে হবে। ভালোভাবে বসাতে না পারলে যতটুকু বসবে না বা এক্সট্রা থেকে যাবে ততটা কাটা পড়ে যাবে।

    এভাবেই সেই Block গুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে। আর আপনি যখন একটা Block ও বসাতে পারবেন না ঠিকমতো তখনই গেমটি Over হয়ে যাবে।

    তবে যখন Game Over হয়ে যায় তখন একটার উপর আরেকটা থাকা block গুলো দেখতে অনেক সুন্দর দেখায়। Rainbow এর মতো দেখায়। কারন প্রতিটি Block এরই Colour আলাদা আলাদা রকমের।

    অনেক Simple একটি গেম। এই গেমটিও যারা এতটা গেমস খেলেন না তারা ইন্সটল করে রেখে দিতে পারেন অবসর সময়ে time pass করার মতো। গেমটি অবশ্য Addictive ও আছে।

    কেননা আপনি যতই খেলবেন ততই মনে চাইবে গেমটি আরো খেলি। যার কারনে গেমটি অনেক জনপ্রিয়। প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

    Simple এর ভিতরেও গেমটির Graphics অনেক সুন্দর। দেখতে Aesthetic Vibe দেয় গেমটি। আশা করছি আপনাদের ভালো লাগবে গেমটি।

     

    নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

    3) Game Name : Orbia Tap And Relax

    Game Developer : JOX Development LLC

    Game Size : 37 MB

    Required OS : 4.4+

    Game Type : Offline

    Game Released Date : April 11, 2018

    Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

    এটিও একটি Simple Game। তবে গেমটি আপনি যতই খেলবেন এবং সামনের লেভেলে এগিয়ে যাবেন ততই গেমটি কঠিন হতে থাকবে।

    এই গেমটির Sound Effects, Environmental Graphics সবকিছুই আপনার মনকে শান্ত করে দিবে। কারন নামের মতোই খুবই Relaxing একটি গেম এটি।

    আপনাকে শুধু Tap করে করে সামনের লেভেলে এগিয়ে যেতে হবে।
    গেমটিতে আপনি প্রচুর লেভেল পাবেন। এই তো কিছুদিন আগেও ৬০০ টি নতুন লেভেল যোগ করা হয়েছে Mountains World, Pyramids World, Wasteland World এ।

    গেমটির গ্রাফিক্স সত্যিই অনেক সুন্দর। আপনাকে মুগ্ধ করবেই। আমিও গেমটি অনেক দিন ধরেই খেলবো খেলবো করে খেলিনি। কিন্তু যখন Install করে খেলা শুরু করলাম তখন দেখি আমাকে কেউই থামাতে পারছে না।

    আমি আমার মতো এগিয়ে যাচ্ছি। মানে গেমটি অনেক Addictive। তাই তো প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই সাথে গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২ লক্ষ ১৬ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5 ★।

    গেমটি সত্যিই খুবই ভালো। গেমটি Award ও জিতেছেঃ ◆ Google Play Awards: Most Casual 2018 ◆

    গেমটির Features গুলোর Overview নিচে দেওয়া হলোঃ

    GAMEPLAY :
    Designed as an easy pick-up-and-play for all to enjoy. Improve your skills in increasingly complex levels. Collect bonuses and use them to your advantage. Chain together combos to maximize your reward.

    ART :
    Minimalistic, colorful, high-end graphics. A breathtakingly beautiful visual experience.

    SOUND :
    Be accompanied through the game by well-polished sounds and incredible soundtracks.

    CONTENT MADNESS :
    Play hundreds of levels in different worlds.

    CHARACTERS :
    Every world has its own hero with their own unique style. Unlock and find tons of unique skins, each with its own set of abilities!

     

    নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

    2) Game Name : Sonic Forces

    Game Developer : SEGA

    Game Size : 145 MB

    Required OS : 4.4+

    Game Type : Offline

    Game Released Date : November 15, 2017

    Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

    Sonic Character টিকে কে না চিনে? SEGA এর Sonic Animation Cartoon থেকে শুরু করে Real Life VFX Movie ও আছে। আর তাদের Games এর তো জনপ্রিয়তা সারা বিশ্ব জুড়েই।

    Sonic ছোটবেলা থেকেই আমার প্রিয় একটি Cartoon Character। Sonic এর Animation Cartoon থেকে শুরু করে প্রচুর Games খেলেছি ছোটবেলায়।

    বর্তমানে Sonic এর প্রচুর Games রয়েছে Android Market এ। 2D + 3D প্রচুর গেমস আপনি পেয়ে যাবেন একটু খোজাখোজি করলেই।

    এই পোস্টে আমি Sonic এর একটি মজাদার গেমকে পরিচিত করিয়ে দিবো। এটি একটি 3D Game যেখানে আপনি Storymode ও পাবেন।

    সাথে Sonic Classic এর সকল Characters গুলো এখানে দেখতে পারবেন। গেমটির Graphics Mind Blowing। কেননা এখানে 3D Graphics কে এত সুন্দরভাবে ডেভেলপ করে তৈরি করা হয়েছে যেন মনে হয় আসলেই 3D তেই খেলছি।

    এখানে আপনি Multiplayer Mode ও পেয়ে যাবেন। এখানে Sonic, Amy, Tails, Knuckles, Shadow ইত্যাদি আরো প্রচুর Characters দেখতে পাবেন।

    যেহেতু এটি একটি Running Type Game তাই এখানে মূল Concept হচ্ছে দৌড়ানো আর Coins, Powerups, Upgrades ইত্যাদি Collect করা।

    Simple Concept এর উপর ভিত্তি করে Extraordinary কিছু তৈরি করা হয়েছে। আপনি যখন গেমটি নিজে খেলতে যাবেন তখনই বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি।

    গেমটির আরো কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ

    RUN, RACE AND WIN MULTIPLAYER GAMES! :

    – Run fast to win in epic casual multiplayer adventure battles and races!

    – Spin, jump and slide as your race your way to multiplayer racing victory with Sonic!

    – Complete multiplayer races to win trophies to unlock a variety of new and challenging tracks to run, race and play on

    – Join epic running and racing games with Sonic and his friends, dash to victory!

    PLAY RACING GAMES WITH SONIC & FRIENDS :

    – Race as Sonic, Amy, Tails, Knuckles, Shadow, and more awesome Sonic heroes

    – Battle for Rings in every race to upgrade your runners and improve their racing skills

    – Run & race to the top of the PvP multiplayer racing leaderboards and become the best racer on the multiplayer leaderboard!

    নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

    1) Game Name : Knife Hit

    Game Developer : Ketchapp

    Game Size : 61 MB

    Required OS : 4.4+

    Game Type : Offline

    Game Released Date : January 20, 2018

    Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

    অন্যান্য গেমগুলো থেকে এই গেমটি সবচেয়ে বেশি Addictive। Simple এর ভিতরে এতটা মজার ও Addictive Game আপনি খুব কমই পাবেন।

    Game টির নামের মতোই এই গেমটির Concept। এখানে আপনাকে ছুরি দিয়ে কাঠের Log এ এক এক করে Hit করে সেগুলো ভাঙতে হবে।

    এখানে আকর্ষনীয় বিষয়টি হলো কাঠের Log টি চারিদিকে ঘুরবে আর আপনাকে একের পর ছুরি দিয়ে Hit করেই যেতে হবে। আপনি যদি Already Hit করা ছুরিটির উপর আরো একটি ছুরি দিয়ে Hit করেন তবেই Game Over হয়ে যাবে।

    আর যদি তা না করেন তবে আপনি কাঠের Log টি ভাঙতে পারবেন। আর এর ফলে আপনি পরের লেভেলে যেতে পারবেন। কয়টা ছুরি দিয়ে সাজিয়ে ভাঙতে হবে সেটাও গেমের লেভেলেই দেওয়া থাকবে।

    অবশ্যই গেমটির Mod Version টি ডাউনলোড করে খেলবেন। তা না হলে বিভিন্ন রকমের ছুরি কিনতে পারবেন না। এখানে প্রচুর আলাদা আলাদা Style এর ছুরি আছে যেগুলো গেমে ব্যবহার করতে পারবেন।

    সেগুলো যখন এক এক করে Log এ Hit করে সাজাবেন আর সেগুলো ঘুরতে থাকবে তখন আপনি আলাদা এক রকমের সৌন্দর্য্য দেখতে পাবেন।

    প্রচুর মজার ও Addictive একটি গেম। তাই তো গেমটি এই পর্যন্ত ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে আর সেই সাথে গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১০ লাখেরও বেশি। আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

    তবে আমি মনে করি গেমটি 4.5 বা 4.6 ★ at least পাওয়ার যোগ্য। কারন এখানে যে knife বা ছুরির choppy sound effects গুলো আছে সেগুলো oddly satisfying।

    গেমটির graphics, control, gameplay সবকিছুই এক কথায় অসাধারন। must try this game। আপনার সময় এবং ডেটা কোনো কিছুই বৃথা যাবে না।

     

    নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

    অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

    পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

    আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।

    যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।

    তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।

    আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

    আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

    আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

    তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

    আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
    ভালো থাকবেন।
    ধন্যবাদ।
    This is 4HS4N
    Logging Out…..

    The post Android এর ৫ টি ভিন্ন Category এর Simple ও মজাদার কিছু Games (Part-3) appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/4Hf7MxO
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel