আসসালামু আলাইকুম।
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. …………………………………..………………..………………….……….…..
যায়।
বিস্তারিত পোস্টঃ
বিস্তারিত পোস্টঃ
ডাটা না হারিয়ে কিভাবে টিকটক পার্মানেন্টলি রিমুভ করা যায়
টিকটক ডিলেট করলে যা যা হবে
- ১. একবার অ্যাকাউন্ট রিমুভ করে দিলে পরবর্তীতে আপনি আর কখনো ওই অ্যাকাউন্ট দিয়ে টিকটকে প্রবেশ করতে পারবেন না।
- ২. আপনি যত ভিডিও আপলোড করেছেন সেসবগুলোই হারিয়ে যাবে চিরতরে।
- ৩. টিকটকে আপনার কেনা কোনো সার্ভিস বা পণ্যের কোনো রিফান্ড পাবেন না।
- ৪. আপনার অ্যাকাউন্টে স্টোর করা নেই এমন ইনফরম্যাশন (যেমন: চ্যাট) পাবলিকলি ভিজিবল থাকবে।
আমি টিকটক থেকে কেবল সাময়িক বিরতি নিতে চাই
আপনার টিকটক ডাটা ডাউনলোড করে নিন
- ১. প্রথমে অ্যাপে প্রবেশ করে নীচে ডানদিকের কর্নারে প্রোফাইল ট্যাবে যান।
- ২. পরবর্তী পেইজের উপরে ডানদিকের থ্রি ডট আইকনে প্রেস করুন।
- ৩. এবার Privacy and Safety অপশনে যান।
- ৪. অতঃপর, Personalization and Data তে ক্লিক করুন।
- ৫. এরপর ট্যাপ করুন Download Your Data অপশনে।
- ৬. পরিশেষে, পরবর্তী পেইজে Request Data File এ ক্লিক করুন।
আপনার রিকুয়েস্ট করা টিকটক ডাটা রেডি হয়ে গেলে অ্যাপ আপনাকে এলার্ট করবে এবং তখন ঠিক এখানে ফিরে এসেই আপনি সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন।
মনে রাখবেন, ডাউনলোড ফাইল রেডি হবার চারদিনের মধ্যে টিকটক থেকে এটি নামিয়ে নেবেন, নাহয় টিকটক থেকে তা রিমুভ করে দেয়া হবে।
পার্মানেন্টলি ডিলেট করুন টিকটক
সব জানাশোনা শেষ। এবার খাস বাংলায় টিকটক পুরোপুরি মুছে দেয়ার উপায় জেনে নেয়া যাক!
- ১. টিকটকে প্রবেশ করুন এবং নিচের দিকে ডানে থাকা প্রোফাইল ট্যাবে প্রবেশ করুন।
- ২. স্ক্রিনের উপরেরদিকে থাকা থ্রি ডট মেন্যুতে যান।
- ৩. এরপর Manage my account এ ট্যাপ করুন।
- ৪. অতঃপর নিচেরদিকে থাকা Delete account অপশনে ট্যাপ করুন।
- ৫. এরপর আপনাকে ভ্যারিফাই করতে হবে যে আপনিই ডিলেট করতে চাইছেন, অন্য কেউ অসদুপায়ে ডিলেট করছে না।
- ৬. পরবর্তী পেইজে টিকটক অ্যাকাউন্ট ডিলেট সংশ্লিষ্ট সমস্ত তথ্য দেখাবে, সেগুলো পড়ে নিয়ে Delete account প্রেস করুন।
- ৭. পরিশেষে, আবারও Delete চেপে অ্যাকাউন্টের ডিলেট হয়ে যাওয়া নিশ্চিত করে দিন।
টিকটক অ্যাকাউন্ট মুছে দিন একদম সহজেই
এছাড়াও রিমুভ করলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে তাও জেনে নিলাম, ফলে সাময়িকভাবে ডিয়েক্টিভেট করতে চাইলে আমরা সেটিও করতে পারি।
আশা করছি আজকের আর্টিকেলটি টিকটক ইউজারদের জন্য হেল্পফুল হবে। টিকটক ডিলেট করা সম্পর্কিত যেকোনো মতামত জানাতে পারেন এই লেখার কমেন্টে, আর অন্যান্য ইউজারদেরকে টিকটক ডিলেটের উপায় সম্বলিত সহজ এই আর্টিকেলটি সম্বন্ধে জানাতে লেখাটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন; এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি।
তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।
ধন্যবাদ।
The post টিকটক ডিলিট করবেন কিভাবে? টিকটক অ্যাকাউন্ট মুছে দিন একদম সহজেই। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/QYIKhds
via IFTTT
No comments:
Post a Comment