কাজে ব্যস্ত থাকার সময় কোনো ই-মেইল এলে আমরা সাধারণত সেটি দ্রুত পড়ে থাকি। খুব বেশি প্রয়োজন না হলে ই-মেইলের খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করি না। পরে অবসর সময়ে পড়ার ইচ্ছে থাকলেও ই-মেইলগুলো ইনবক্সের নিচে চলে যাওয়ায় তা আর পড়া হয়ে ওঠে না। জিমেইল ব্যবহারকারীরা চাইলেই স্নুজ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ে ই-মেইলগুলো ইনবক্সের ওপরে দেখতে পারবেন।
জিমেইলে স্নুজ সুবিধা ব্যবহারের জন্য আপনি যে ই-মেইলটি পরে পড়তে চান, সেটি নির্বাচন করে ওপরে থাকা ঘড়ির আইকনে ক্লিক করতে হবে। Snooze until মেনু থেকে প্রয়োজনমতো সময় নির্বাচন করলেই ই-মেইলটি মুছে যাবে এবং নির্দিষ্ট সময়ে ইনবক্সের ওপরে প্রদর্শন করবে। Snooze মেনুর Pick date & time অপশন থেকে ইচ্ছামতো সময়ও নির্ধারণ করা যাবে। আপনি চাইলে একাধিক ই-মেইলকে একই সময়ে স্নুজ করতে পারবেন। পরবর্তী সময় স্নুজ করা সব ই-মেইলের তালিকা দেখতে চাইলে বাঁ পাশের ওপরে থাকা মেইল মেনু থেকে Snoozed অপশন নির্বাচন করতে হবে।
The post যেভাবে জিমেইলে নির্দিষ্ট সময়ে নির্বাচিত ই-মেইল পড়বেন (Short Hacks) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/AgIevDk
via IFTTT
No comments:
Post a Comment