• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Sunday, April 10, 2022

    New

    সালামু লাকু

     কে ছে বা? 
     আশা করি সবাই ভালোই আছেন
    …………………….…………..…….…………………….………..…..…..…………………….…………..…….…………………….………..…..…..
     প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
    নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
    পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
    আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
    থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
    জানাতে পাবেন। ……….………..…………….……………….…………………….……….…………………………..………………………………………….…….………………………………..………………..………………….……….…..
    যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ আসুন জেনে নেই ওয়ার্ডপ্রেস কি এবং কেন ব্যবহার করবেন ।

    তো চলুন বিস্তারিত পোস্টে চলে
    যায়।
    বিস্তারিত পোস্টঃ 

    বিস্তারিত পোস্টঃ

    আজকে কথা বলব ওয়ার্ডপ্রেস নিয়ে , আপনারা অনেকেই
    জানেন আমাদের সবার প্রিয় ট্রিকবিডি ডট কম সেই ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি । আমরা অনেকেই জানি না।
    ওয়ার্ডপ্রেস কি , কিভাবে ব্যবহার করতে হয় , মূলত তাদের জন্যই
    এই পোষ্ট ।
    আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেস এর ব্যাসিক কিছু
    বিষয় নিয়ে , ওয়ার্ডপ্রেস কি ? ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার
    করবেন ।

    ওয়ার্ডপ্রেস কিঃ

    ওয়ার্ডপ্রেস (ইংরেজি: WordPress) : ওয়ার্ডপ্রেস হচ্ছে
    বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস
    এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা
    পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স
    ব্লগিং সফটওয়্যার । ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি
    ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি
    করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে
    ব্যবহারের সুবিধা দিতে শুরু করে ।
    ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল
    বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের
    ওয়েবসাইট তৈরি করা সম্ভব । ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের
    ২৭শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন । জানুয়ারি ২০১২
    পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.৪ সংস্করণ ৩ কোটিরও বেশিবার
    ডাউনলোড হয়েছিল । বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট
    ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) এবং বিশ্বের প্রথম সারির
    ১০,০০,০০০টি ওয়েবসাইটের ১২% এটি ব্যবহার করে ।
    তাহলে বুঝতেই পারছেন , আপনি কোন প্রকার কোডিং ছাড়াই
    নিমিষেই একটি সাইট তৈরি করে ফেলতে পারবেন তাও আবার
    মাউসের মাত্র কয়েকটি ক্লিকেই ।
    বিষয়টা খুবই মজার, তাইনা ? আমরা ধীরে ধীরে ওয়ার্ডপ্রেস এর
    ব্যবহার করা দেখব ।

    ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করবেন :

    ওয়ার্ডপ্রেস এর মত আরোও অনেক সফটওয়্যার রয়েছে কিন্তু
    আপনি কেন ওয়ার্ডপ্রেসই ব্যবহার করবেন , চলুন জেনে নেই
    বিস্তারিত কারণ সমূহ ।
    • সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায় ।
    • ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার PHP এবং HTML জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি করা সম্ভব ।
    • ফ্রী প্লাগইন ইনস্টল করে ওয়েবসাইটকে আরো সয়ংক্রিয় করে তোলা যায় ।
    • ব্লগ পোস্ট ও স্ট্যাটিক পৃষ্ঠা সুবিধা ।
    • সমবায়িত ব্লগিং সুবিধা (community blog)
    • এছাড়াও বিনামূল্যে থিম, প্লাগইন্স পাওয়া যায় ।
    • কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হবার ফলে যেকোন তথ্য সহজেই পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা যায় । অর্থাৎ আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন ।
    • ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব এবং এর ব্যবহার প্রণালী খুবই সহজ, 
    • সার্চ ইঞ্জিন অফটিমাইজেশেন পদ্ধতি ব্যবহার ইত্যাদি ।
    • সার্চ ইঞ্জিন বান্ধব ।
    আপনি হয়ত এত সময়ে বুঝে গেছেন ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার
    করবেন , এত সুযোগ সুভিধা থাকার পরও কেনই বা আমরা এটা
    ব্যবহার করব না । 😀
    আজকে আর বেশী কিছু বলব না , এমনিতেই অনেক কথা বলেছি । 😀
    আপনারা যদি আরো বিস্তারিত ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে
    চান , কিভাবে ওয়েব সাইট বানাবেন , কিভাবে ব্যবহার করবেন ।
    একটি পুর্ণাঙ্গ ওয়েব লিখিত টিউটোরিয়াল পর্ব করে দেওয়ার
    চেষ্টা করব । যদি আপনারা আগ্রহি হন , তবে অবশ্যই কমেন্টে
    জানাবেন । 😊
    ……..….………….…….…………………….………………..…….……………….…………………..…….………………..…...……….………….…………………….…………..…….…………………….………..…..…..

    তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

    ন্যবা



    The post আসুন জেনে নেই ওয়ার্ডপ্রেস কি এবং কেন ব্যবহার করবেন । appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/kqOfHy7
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel