• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Tuesday, April 12, 2022

    New

    আসসালাুমুআলাইকুম প্রিয় ট্রিকবিডি এর সকল

    মেম্বার এবং HSC পরীক্ষার্থী গণ ।

    কেমন আছেন সবাই।

    আশা করি সবাই ভালো আছেন।

    আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি।

    তাই আজকে আপনাদের সকলের কাছে আবার আরেকটি

    শিক্ষামূলক পোস্ট নিয়ে হাজির হলাম।

    এর আগে FLOW Chart

    করার জন্য চারটি স্টেপ শেয়ার করেছিলাম

    ভালো রেসপন্স পেয়েছি সবার।

    প্রায় সকলের কম বেশি আগ্রহ রয়েছে।

    তাই আজকে “ফ্লোচার্ট” এর বেসিক

    কয়েকটি রুলস সবার মধ্যে শেয়ার করব।

    যেসব রুল গুলো ফলো করলে ফ্লোচার্টে ভালো করা সম্ভব।

    প্রথমতঃ

    ফ্লোচার্টের প্রশ্নের একটি উত্তর দেয়া থাকে আমাদেরকে আরও পাঁচটি ফ্লোচার্ট

    Slove করতে হবে।

    অর্থাৎ ফ্লোচার্টের সংখ্যা হবে 6 টি।

    দ্বিতীয়তঃ

    প্রশ্নে যে FLOW Chart এর উত্তর করা থাকবে

    সেটি অবশ্যই খাতায় লিখতে হবে।

    তৃতীয়তঃ

    Flow chart এর answer অবশ্যই বক্স আকারে তৈরি করে লিখতে হবে।

    তাছাড়া শিক্ষক সেই ফ্লোচার্টের মার্ক যোগ করবেন না।

    চতুর্থতঃ

    প্রত্যেকটি ফ্লোচার্টের নাম্বার অবশ্যই

    বক্সের ভিতরে লিখতে হবে।

    বাইরে থেকে নাম্বার দিয়ে করা যাবে না।

    পঞ্চমতঃ

    প্রত্যেকটি FLOW Chart এর Answer অবশ্যই Cappital later

    দিয়ে শুরু করতে হবে।

    ষষ্ঠঃ

    Flow chart করার সময় কখনও ফুল স্টপ ( . ) ব্যাবহার করা যাবে না।

    সপ্তমঃ Flow chart অবশ্যই ধারাবাহিকভাবে বর্ণনা করতে হবে।

    আগের information আগে লিখতে হবে

    পরের information পরে লিখতে হবে।

    অষ্টমতঃ

    Flow chart যতটা সম্ভব সংক্ষিপ্ত করে লিখতে হবে।

    বেশি বড় করা যাবে না।

    নবমঃ

    প্রথম Flow chart যেই ফরমেট অনুযায়ী থাকবে

    সেভাবে লিখতে হবে,,

    পরিবর্তন করা যাবে না।

    দশমঃ

    Flow Chart অবশ্যই ১ পেজে লিখে আসতে হবে।

    ওপরের এইসব নিয়ম গুলো ফলো করলেই

    Flow chart এ ভালো করা সম্ভব।

    যদি কারো অন্যান্য কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে আমার সাথে

    পার্সোনালি ফেসবুকে যোগাযোগ করতে পারেন।

    অথবা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।

    আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে জ্ঞান দান করতে।

    সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

    এবং trickbd.com এর সঙ্গেই থাকুন।

    যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

    আমার ফেসবুক আইডি

    The post Flow chart করার ব্যাসিক রুলস!! পার্ট ২ Hsc English class appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/yInuEHf
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel