• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, May 24, 2024

    New

    অসাধারণ সব Features নিয়ে চলে আসলো ChatGPT এর নতুন ভার্সন ChatGPT 4o

    আমরা প্রতিদিনই বিভিন্ন কাজে এখন ChatGPT ব্যবহার করে থাকি।তবে এতদিন আমরা 3.5 এবং 4 ভার্সন ব্যবহার করেছিলাম।তবে এবার নতুন চমক নিয়ে চলে আসলো ChatGPT 4o যা আপনার জীবনকে করে দিবে আরও সহজ।ChatGPT এর এই নতুন ভার্সনে আপনি পাবেন আরো fast এবং accurate response এবং এটি এখন আগের থেকে সস্তা।এর সবথেকে ভালো বিষয় হলো এটি আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।তবে অবশ্যই এখানে কিছু সীমাবদ্ধতা আছে।যেটি হলো আপনি প্রতি ৩ঘন্টায় একটি নির্দিষ্ট সংখ্যক চ্যাট করতে পারবেন।আর chatGPT এর এই নতুন ভার্সনে আপনি response গুলোর voice শুনতে পারবেন।চলুন ChatGPT 3.5 এর সাথে এর কিছু Comparison দেখা যাক।

     

    প্রথমে একটি Math Problem দিয়ে এটি পরীক্ষা করবো।আমি এখানে এমন একটি সমীকরণ দিবো যার উত্তর হবে একটি অবাস্তব সংখ্যা।

    এখানে ChatGPT 3.5 এটি সঠিকভাবে সমাধান করতে পারেনি।এবার ChatGPT 4 দিয়ে দেখা যাক।

    এখানে দেখতেই পাচ্ছেন ChatGPT 4o এটিকে সঠিকভাবে সমাধান করতে পেরেছে।

    এবার অনুবাদের কাজে এর ব্যবহার দেখা যাক।

    আমরা অনুবাদের জন্য সাধারনত Google Translate ব্যবহার করে থাকি।তবে এমন অনেক বাক্য আছে যা Google Translate সঠিকভাবে অনুবাদ করতে পারে না।যেমন একটি প্রবাদ বাক্য “মানুষ মাত্রই ভুল” যার ইংরেজি “To err is human” কিন্তু Google Translate ব্যবহার করলে কী হয় দেখুন:-

    এখন আমরা ChatGPT দিয়ে এটা অনুবাদ করবো

    ChatGPT এটার সঠিকভাবে অনুবাদ করতে পেরেছে।

    এবার আরো কিছু features দেখে নেয়া যাক।এখন আমরা Attachment uploading এবং web Browsing সম্পর্কে জানবো।এই ফিচারগুলো ChatGPT-4 এ আগে থেকে থাকলেও ফ্রি user রা এগুলো ব্যবহার করতে পারতাম না।এখন আপনি ফ্রিতেই এগুলো ব্যবহার করতে পারবেন।

    এখন আমরা একটি পাখির ছবি দিয়ে দেখবো এটি বলতে পারে কি না আমরা কোন পাখির ছবি পাঠয়েছি।

    এখানে আপনি ছবি ছাড়াও বিভিন্ন ডকুমেন্ট পাঠাতে পারবেন এবং চাইলে সেগুলো summarize করতে পারবেন।

    এবার এর web browsing ফিচারটি দেখে নেয়া যাক।এই ফিচারটির মাধ্যমে chatgpt বিভিন্ন website search করে আপনাকে তথ্য দিতে পারবে।যার কারণে এখন আপনি realtime data পেয়ে যাবেন chatgpt থেকে।এখন আমি chatgpt থেকে আজকের আবহাওয়া জানার চেষ্টা করবো।

    দেখুন এটি আজকের আবহাওয়ার তথ্য দিতেও সক্ষম।এমনকি এই ফিচার ব্যবহার করে আপনি যেকোনো ব্লগ পোস্টকেও summarize করে পড়তে পারবেন।

    এগুলো ছাড়াও এর অনেক ফিচার রয়েছে।তো আজ এই পর্যন্তই

     

    বিভিন্ন Tips and tricks পেতে join করুন: t.me/techztricks

     

    The post চলে আসলো ChatGPT 4o | ব্যবহার করতে পারবেন ফ্রিতেই appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/ItcJLbY
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel