• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, May 8, 2024

    New

    আসসালামু আলাইকুম

    আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।

    আজকে দেখাবো কিভাবে আপনি নিজের সার্চ ইঞ্জিন ফ্রিতে host করতে পারেন।

    নিচের স্টেপ গুলো ভালোভাবে ফলো করুন।

    ১. প্রথমে এই লিঙ্কে https://dashboard.render.com/register গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন।

    ২. তারপর এই পেইজ ওপেন হবে। এখানে উপরে ডান পাশে New তে সিলেক্ট করে তারপর Web Service এ ক্লিক করুন।

    ৩. পরে এই পেইজে ২য় অপশনটি সিলেক্ট করুন।

    ৪. এই পেইজে image url অপশনে “searxng/searxng” লেখাটি পেস্ট করে নেক্সট বাটন এ ক্লিক করুন।

    ৫. এই পেইজে Region অপশনে Singapore সিলেক্ট করুন ও Instance Type এ Free অপশন সিলেক্ট করুন, পরে নিচে স্ক্রল করে Create Web Service এ ক্লিক করুন।

    ৬. এই পেইজে এসে অপরে Live লেখা আসা অব্দি অপেক্ষা করুন। Live হউয়ার পর উপরের লিঙ্ক এ প্রবেশ করে নিজের আপনি আপনার search engine ব্যবহার করতে পারবেন।

    ৭. Service টি সবসময় active রাখার জন্য আরও কিছু কাজ করতে হবে। এই লিঙ্কে https://console.cron-job.org/signup গিয়ে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করে নিন।

    ৮. তারপর উপরের ডান পাশে Create Cronjob এ ক্লিক করুন।

    ৯. এখানে Title এ যেকোনো নাম দিন ও URL এর জাগায় সার্চ ইঞ্জিন এর যে লিঙ্ক জেনারেট হয়েছে সেটা দিন, পরে Execution schedule অপশনে Every তে সিলেক্ট করে ড্রপডাউঁন মেনু থেকে 10 মিনিট সিলেক্ট করুন।

    ১০. পরে স্ক্রল করে Create বাটন এ ক্লিক করুন।

    এখন আপনি নিজের host করা সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। Searxng এর advance ফিচারস ও অপশন নিয়ে পরবর্তী পোস্ট এ লেখা হবে।

    The post Searxng খুব সহজেই নিজের বাক্তিগত advance সার্চ ইঞ্জিন বানিয়ে নিন host করুন একদম ফ্রিতে। (Better than Google) appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/c1sxlwA
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel