• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, August 2, 2023

    New

    Howdy,

    আজকে আপনাদের সামনে হাজির হলাম কিভাবে android ফোনে কালি লিনাক্স ইনস্টল করবেন।

    কালি লিনাক্স কি?

    আমার নিজের ভাষায় বলছি , কালি লিনাক্স হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটা মূলত যারা হ্যাকার তারা ব্যবহার করে থাকে। আমার মতে 99% হ্যাকার কালি লিনাক্স ব্যবহার করে থাকেন। শুধু যে হ্যাকরা ব্যবহার করেন এমন না যারা নিজের তথ্য বা ডাটা খুব সিকিউরিটি দিয়ে রাখতে চান তারা ও কালি ব্যবহার করেন।  অন্য অন্য অপারেটিং সিস্টেম থেকে কালি লিনাক্স একটু তুলনামূলক বেশি সিকিউর।

    কালি লিনাক্স কি android ফোনে ইনস্টল করা যায়?

    হ্যাঁ, বর্তমান সময়ে পিসির সাথে android ফোনে third party অ্যাপসের সাহায্যে ব্যবহার করা যায়। আমরা ৫০% মানুষ জানি না কালি ফোনে ইনস্টল করা যায়। যারা জানে তাদের ভিতরে 70% মানুষ সেটা ইনস্টল করতে পারে না।

    তো তাদের জন্য এই পোস্ট করা কিভাবে খুব সহজে আমরা ফোনে কালি লিনাক্স ইনস্টল করতে পারি সেটা দেখবো,  তো চলুন শুরু করা যাক।

    প্রথমে আমরা termux চলে এবং আপডেট করে নিবো।

    pkg update -y

    এরপর আপগ্রেড করে নিবো।

    pkg upgrade -y

    এখন একটি প্যাকেজ লাগবে সেটা ইনস্টল করে দিবো।

    pkg install wget

    এখন wget থেকে কালির ফোল্ডারটে ডাউনলোড দিবো ।

    wget -O install-nethunter-termux https://offs.ec/2MceZWr

    আমরা যে ফাইলটি ডাউনলোড দিলাম তাকে পারমিশন দিবো।

    chmod +x install-nethunter-termux

    এখন আমরা টুলসটি রান করবো এবং কালি লিনাক্সের ফাইলটি ডাউনলোড করবো।

    ./install-nethunter-termux

    এই রকম আসলে আমরা ১ দিয়ে ইন্টার দিবো। আমার requirements থাকবে full ভার্সন টা ইনস্টল করার জন্য।

    দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে,  কিন্তু আমরা termux দিয়ে ডাউনলোড করতে অনেক সময় লাগবে তাই অন্য কোন ব্রাউজার দিয়ে ডাউনলোড দিবো।

    এখন আমরা হচ্ছে সেটা বন্ধ করে দিবো তার জন্য CTRL+C দিয়ে অফ হয়ে যাবে।

    ডাউনলোড অফ হলে এই রকম একটা লিংক পাবেন সেটা কপি করবেন যেমন,  https//………বাকি যা সব।

    যেকোন ব্রাউজারে গিয়ে পেস্ট করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

    ডাউনলোড হলে আমরা ফোন মেমোরিতে কোন ফোল্ডারে রাখবো না সরাসরি নিচে রেখে দিবো।

    এখন termux এ যাবো এবং ls দিবো।

    আমরা একটু আগে যে কালি ডাউনলোড দিতে গিয়েছিলাম এবং সেটাকে বন্ধ করে দিলাম সেই ফাইলটি দেখতে পাচ্ছেন।

    এখন আমরা সেই ফাইলটি রিমুভ করে দিবো ।

    rm -rf (ফাইল নাম)

    আমরা একটু আগে যে কালির ফাইলটি ফোন মেমোরিতে রেখেছি সেটা কপি করে termux এ নিয়ে আসবো।

    cp /sdcard/(file name)  /$HOME

    দেখতে পাচ্ছেন আমদের ফাইলটি termux এ চলে আচ্ছে।

    এখন আমরা আবার টুলসটি রান করবো।

    ./install-nethunter-termux

    এই রকম আসবে আমরা n দিয়ে ইন্টার দিবো।

    এখন ফাইলটি extract হবে , কিছু সময় লাগবে ।

    এই রকম আসলে আমরা y দিয়ে ইন্টার দিবো।

    দেখতে পাচ্ছেন আমার কালি ফুল ইনস্টল হয়ে গেছে।

    আমরা nethunter রান করে কালিতে প্রবেশ করতে পারি আবার nh রান করলেও কালিতে প্রবেশ করতে পারি।

    দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালির পাস সেটআপ করতে পারতাছি কোন ধরনের সমস্যা নাই।

    তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

    Facebook

    Facebook(page)

    YouTube

     

     

    The post কালি লিনাক্স ইনস্টল করুন এখন আপনার ফোনে without রুট কোন ধরনের ঝামেলা ছাড়া। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/5QHnzSY
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel