হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তায়ালার রহমতে সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন।
আবারো নতুন আরেকটি আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে হাজির হলাম।
আজকের আলোচনার মূল বিষয় কি সেটা এতক্ষণে আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন।
আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে PixelLabঅ্যাপের মাধ্যমে যে কোনো ধরণের লগো বা লেটার লগো ডিজাইন করবেন।
তো এর জন্য প্রথমে প্লে স্টুর থেকে PixelLab অ্যাপ ডাউনলোড করে ওপেন করে নিন।
তারপর Text অপশনে ক্লিক করে আপনার লেটার লিখে নিন।
লেখা হয়ে গেলে এবার Font এ ক্লিক করে আপনার পছন্দের ফন্ট বাছাই করে নিন।
এবার Padding টা একটু করে বাড়িয়ে নিন।
তারপর লেখাটিতে কালো স্ট্রোক দিয়ে দিন।
ট্রো দেওয়ার পরে প্লাস আইকনে চাপ দিয়ে Shape থেকে একটা শেপ নিন এবং ক্যাপাসিটি জিরো করে স্ট্রোক ইচ্ছামত দিয়ে দিন।
তারপর লেয়ার অপশনে চাপ দিয়ে টেক্সট & শেপ মার্জ করে নিন।
এবার Erase অপশনে চাপ দিয়ে টেক্সটের White background রিমুভ করে দিন।
মার্জ করার পর Texture এ চাপ দিয়ে ইচ্ছামত একটা ছবি দিয়ে দিন।
এবার Emboss এ চাপ দিয়ে সেটিকে এনাবল করে দিন। এবং প্রয়োজন মতো সেটিং কমিয়ে বাড়িয়ে নিন।
এবার Shadow তে ক্লিক করে সেটা এনাবল করে ইচ্ছামত সেটিং করে নিন।
তারপর From Gallery থেকে ইচ্ছামত পিছনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন।
তাহলেই ব্যাস আমাদের লেটার লগোটি তৈরি হয়ে গেলো।
পোস্টে যদি বুঝতে অসুবিধা হয়, পুরোপুরি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন।
ভিডিও:
এরকম প্রয়োজন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
YouTube: Technology HelpLine BD
ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচের লিঙ্কে চাপ দিন।
Facebook: M Tazul IslaM
The post PixelLab দিয়ে ১মিনিটেই বানিয়ে ফেলুন আপনাদের পছন্দের Letter এর লগো appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/LmaVusx
via IFTTT
No comments:
Post a Comment