আসসালমুআলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আজকের পোস্ট এর মত আগেও পোস্ট করা হয়েছে । এমনকি Microsoft এর অফিসিয়াল পেজ এ ও পোস্ট আছে । আগে যারা পোস্ট করেছে তাদেরটা অনেকে বলছে কাজ করছে না । তাই আমি Microsoft এর অফিসিয়াল নিয়ম অনুযায়ী সহজভাবে উপস্থাপনের চেষ্টা করলাম।
বিঃদ্রঃ প্রতি 6 মাস অন্তর কোড expire হয়ে যাবে। তাই 6 মাস পর পর এই কমান্ড দিয়ে এক্টিভ করতে হবে। আর অ্যাক্টিভেশন হবে OEM key activation। এটার ডিজিটাল licence ও হয় না।
Step1:
প্রথমেই আপনার প্রয়োজনীয় key টি কপি করে রাখুন । নিচে অফিসিয়াল Microsoft এর page এর লিংক দেয়া আছে ।
Step2:
CMD administrator mode এ run করুন।
তারপর নিচের মত কাজ করুন —
First Deploy This Code:
slmgr /ipk {product key}
Example for win10/11 pro:
slmgr /ipk W269N-WFGWX-YVC9B-4J6C9-T83GX
1.
2. Deploy করা শেষ হলে এরকম মেসেজ আসবে।
তারপর নিচের কাজ টি করবেন ।
****কোনো প্রকার Edit করবেন না। ***
Then Deploy:
****কোনো প্রকার Edit করবেন না। ****
slmgr /skms kms9.MSGuides.com
1.
2. কাজ শেষ হলে এরকম মেসেজ আসবে।
এখন আপনার অ্যাক্টিভেশন স্ট্যাটাস চেক করলে দেখবেন এক্টিভ হয়ে গেছে।
That’s all।
সবাইকে ধন্যবাদ । রিপোস্ট পোস্ট এর কারণে কেউ আজে বাজে কমেন্ট করবেন না। আমি অবশ্যই কপি পোস্ট করিনি । বিষয়টা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। তাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
The post কোন প্রকার KMS auto ছাড়া বা এই জাতীয় ম্যালওয়ার ছাড়া শুধু Command Promt এর মাধ্যমে Windows Active করার পদ্ধতি । মাত্র 2 টি ব্যাবহার করে, OEM Key । appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/g9QoeiY
via IFTTT
No comments:
Post a Comment