• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, July 4, 2022

    New

    আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

    আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে termux দিয়ে স্পিড টেস্ট করা যায়। আজও কি সত্যি না মিথ্যা আর যদি করা যায় কতটা সঠিক দেখায় তা আপনার জানাবো।

    Downloading speed এবং uploading speed কি ?

    যখন internet কতটা fast কাজ করছে সেটা জানতে চাইবেন তখন আপনাকে internet এর download speed এবং upload speed দুটোই দেখানো হবে।

    তাই, ইন্টারনেটের ডাউনলোড এবং আপলোড দুটো আলাদা আলাদা স্পিড দেখে আপনি হয়তো বিভ্রান্ত হয়ে যাবেন এবং আসল ইন্টারনেট স্পিড কোনটি সেটা বুঝতে আপনার অসুবিধা হবে।

    দেখুন, ইন্টারনেটের স্পিড বা দ্রুততা বলতে download speed এবং upload speed দুটোকেই বুঝানো হবে।

    আপনাকে কেবল এটাই বুঝে নিতে হবে যে এই আপলোড এবং ডাউনলোড স্পিড এর মধ্যে পার্থক্য কি।

    Internet download speed কি ?

    সোজা ভাবে বললে, ডাউনলোড স্পিড ইন্টারনেটের সেই দ্রুততার পরিমান কে বুঝায় যেই দ্রুততার সাথে একটি ইন্টারনেট কানেকশন ডাটা (data) গুলোকে সংগ্রহ করে থাকে।

    ধরুন, আপনি ইন্টারনেট থেকে একটি ভিডিও ডাউনলোড করতে চাইছেন।

    ভিডিওটি হলো একটি media file বা এক ধরণের data যেটাকে অনলাইনে একটি server এর মধ্যে রাখা হয়েছে।

    এখন যেহেতু আপনি সেই ভিডিও টিকে তার অনলাইন সার্ভার থেকে বা সার্ভার এর সাথে সংযুক্ত ওয়েবসাইট থেকে নিজের মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করতে চাইছেন,

    এক্ষেত্রে, যতটা অধিক দ্রুততার সাথে আপনার ইন্টারনেট কানেকশন সেই ভিডিও ফাইলটি / ডাটা (data) ডাউনলোড করতে পারবেন সেই দ্রুততার পরিমান টিকে বলা হবে internet download speed.

    যদি ভিডিওটির সাইজ প্রায় 500mb এবং আপনার ইন্টারনেট এর ডাউনলোড স্পিড 10Mbps, এর মানে হলো প্রত্যেক সেকেন্ডে 10Mb করে ডাটা ডাউনলোড হবে।

    আর তাই, 500mb ভিডিও ডাউনলোড করতে প্রায় ৫০ সেকেন্ড বা ১ মিনিট সময় লাগবে।

    তাই, ইন্টারনেট থেকে যেকোনো ফাইল বা ডাটা ডাউনলোড করার ক্ষেত্রে কতটা ইন্টারনেট স্পিড পাবেন সেটা দেখার জন্য আপনাকে “Download speed” এর ওপরে নজর দিতে হবে।

    তাহলে বুঝলেন তো, ইন্টারনেট ডাউনলোড স্পিড কি বা কাকে বলে ?

    Internet upload speed কি ?

    এখন, যখন আমরা ইন্টারনেট এর স্পিড টেস্ট করার কথা বলছি, তখন আমাদের upload speed এর বিষয়েও জেনে রাখা দরকার।

    Upload speed মানে হলো সেই দ্রুততার পরিমান যেই পরিমানের সাথে আপনার ইন্টারনেট কানেকশন আপনার device (computer, mobile, tablet etc.) থেকে ডাটা (data) গুলোকে ইন্টারনেটে পাঠাবে বা সেন্ট (sent) করবে।

    ধরুন, আপনি একটি ভিডিও নিজের Youtube চ্যানেলে আপলোড করতে চলেছেন,

    এক্ষেত্রে, যখন আপনি ভিডিওটি আপলোড করছেন তখন আপনার মোবাইল থেকে video file / data পাঠানো হচ্ছে ইন্টারনেটে সক্রিয় থাকা YouTube এর সার্ভার এর মধ্যে।

    এভাবে, যেকোনো ছবি (image), video, graphics, documents ইত্যাদি file গুলো data হিসেবে যখন ইন্টারনেটে আপলোড করা হয়, তখন যেই দ্রুততার সাথে আমরা ফাইল গুলোকে ইন্টারনেটে আপলোড করে থাকি সেই দ্রুততার পরিমান টিকেই বলা হয় “internet upload speed“.

    আশা করছি, ইন্টারনেট আপলোড স্পিড কি বা কাকে বলে বুঝতেই পেরেছেন।

    এখন আমরা termux দিয়ে কিভাবে টেস্ট করতে হয় সেটা দেখবো। তো চলুন শুরু করা যাক।

    প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।

    pkg update -y

    এখন আমরা termux আপগ্রেড করে নিবো।

    pkg upgrade -y

    অবশ্যই আপনারা pip request টি ইনস্টল করে নিবেন।

    pip install requests

     

    এখন আমরা speed test er pip package টি ডাউনলোড করবো।

    pip install speedtest-cli

    এখন আমরা স্পিড টেস্ট এর হেপ্লে যাবো।

    speedtest -h

    এখন আমরা স্পিড টেস্ট করবো আসলে কি সঠিক স্পিড শো করে কিনা সেটা চেক করবো।

    স্পিড টেস্ট করার জন্য আমরা নিচের কমান্ডটি রান করবো।

    speedtest

    দেখতে পাচ্ছেন কত স্পিড দেখাচ্ছে। এখন আমরা website এর স্পিড দেখবো।

     

    দেখতে পাচ্ছে সেম স্পিড দিচ্ছে। তার মানে আমরা যেই টুলসটি রান করলাম সেটা সঠিক স্পিড দেখাচ্ছে।

    যদি পরবর্তীতে স্পিড চেক করতে চান তখন শুধু  speedtest লিখলেই চলে আসবে। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

     

    The post [Termux] দিয়ে কি স্পিডটেস্ট (speedtest) করা যায়। আর যদি করা যায় সেটা কতটা সঠিক স্পিড দেয় চলুন দেখে আশা যাক। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/S29oarT
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel