তো চলে এাম আরো একটি ব্লগারের নতুন টুল নিয়ে। টুলটি হলো Txt File Generator টুল। এটি সম্পূর্ণ আমার তৈরি করা তাই সুন্দর ডিজাইন এর সাথে সুন্দর সিস্টেম তো থাকবেই।
তো আগে চলুন টুলসটির সম্পর্কে জেনে নেওয়া যাক।
Txt File Generator টুল কি?
এই টুলটি হলো যে, আপনি লেখা খিলবেন বা পেস্ট করবেন সেটি (.txt) File এ করে ডাউনলোড হয়ে যাবে।
- আর আমি এই টুলের সাথে কিছু আলাদা ফিচার যুক্ত করেছি!
- সুন্দর ডিজাইন
- লেখা কাউন্টার করার জন্য একটি কাউন্টার
- নিজের মতো করে ফাইল নাম দিতে পারবেন
- টোয়েস্ট নোটিফিকেশন সিস্টেম!
টুলটির বিস্তারিত:
এটি সম্পূর্ণ নিরাপদ টুল। আপনার ওয়েবসাইটের কোনো সমস্যা করবে না। এই টুলটি Html Css & Jquery তৈরি করেছি তাই অনেক ফাস্ট। এই টুলটি ব্যবহার করলে ভালো কিছু ভিজিটর পাবেন এবং নিজের কোনো কাজেও লাগবে এটি।
লাইভ ডেমোঃ
কিভাবে টুলটি ব্লগারে যুক্ত করবেন?
টুল তৈরি জন্য অবশ্যই পেজ তৈরি করা লাগে।
তো প্রথমে ব্লগার ডাসবোর্ডে যান।
এখন নিচের কোডটি কপি করুন! তারপর Txt File Generator নাম এবং কোডগুলো বসিয়ে পেজ পাবলিশ করুন।
এখন পেজে ভিসিট করুন!
The post কিভাবে ব্লগারে Txt File Generator টুল তৈরি করবেন? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/9yMDON7
via IFTTT
No comments:
Post a Comment