• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, June 12, 2025

    New

    আসসালামু আলাইকুম

    প্রিয় ট্রিকবিডিবাসী সবাই কেমন আছেন?

    অনেকদিন পরে আপনাদের কাছে ফিরলাম।

    আগের মতো এখন আর তেমন লেখার সুযোগ হয়না বা হয়ে উঠে না। তাই হঠাৎ হঠাৎ দেখা হয় সবার সাথে।

    আজকের এই টিউটোরিয়াল এ আমরা জানবো কিভাবে সকল AI Pro Version একদম ফ্রী তে ব্যবহার করা যাবে সেই বিষয়টি। একটা মাত্র ওয়েবসাইট থেকে ChatGPT Pro,Qwelm,Copilot,Gemini Pro,Meta Ai pro ইত্যাদি ইত্যাদি সকল Ai এর Pro এবং Latest ভার্সন ফ্রী ব্যবহার করার নিয়ম নিয়ে বিস্তারিত দেখানো হবে।

    বর্তমান বিশ্ব প্রযুক্তির অভূতপূর্ব অগ্রযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। আজ আমরা অনেকেই ChatGPT, MidJourney, DALL·E, Adobe Firefly, Jasper.ai, Copy.ai এবং অন্যান্য AI টুলসের Pro ভার্সন ব্যবহার করতে চাই কারণ এতে থাকে প্রিমিয়াম ফিচার, দ্রুত ও নিখুঁত ফলাফল এবং উন্নত কাস্টমাইজেশন ব্যবস্থা। তবে অনেকেই জানেন না এসব Pro ভার্সন সঠিকভাবে কীভাবে ব্যবহার করবেন। এই লেখায় আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো, কীভাবে আপনি সকল AI Pro Version ব্যবহারে সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন।

    Ai Pro Version কেন ব্যবহারের প্রয়োজন?

    AI টুলস-এর Free ভার্সনে সাধারণত সীমিত সুবিধা থাকে—যেমন ডাটা লিমিট, কম পারফরমেন্স, এবং সীমিত কাস্টমাইজেশন। কিন্তু Pro ভার্সন গুলোতে আপনি পাবেন:

    •  দ্রুত এবং নির্ভুল আউটপুট
    •  বেশি টোকেন / কমান্ড ব্যবহারের সুযোগ
    • কাস্টম মডেল ও ট্রেনিং সুবিধা
    •  API অ্যাক্সেস
    • Priority সাপোর্ট
    • Branding, Ads Writing, Design-মতো উচ্চমানের প্রোডাকশন

    সকল Ai Pro Version ব্যবহার করবেন কিভাবে?

    সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইট লিংক হলো : beta.lmarena.ai

    beta.lmarena.ai কী?

    https://beta.lmarena.ai হলো একটি জনপ্রিয় বাংলাদেশী ভিত্তিক অল-ইন-ওয়ান AI প্ল্যাটফর্ম, যেখানে অনেকগুলো প্রিমিয়াম ও প্রফেশনাল AI টুলস এক জায়গায় ব্যবহার করা যায়।

    এখানে আপনি বিভিন্ন ধরনের AI Tools – যেমন লেখালেখি, ডিজাইন, কোডিং, ইমেজ জেনারেশন, ভয়েস ও ভিডিও রিলেটেড AI ইত্যাদি ব্যবহার করতে পারবেন—একটি মাত্র সাইট থেকে।

    🔍 beta.lmarena.ai-তে যেসব জনপ্রিয় AI টুলস রয়েছে:

    নীচে কিছু উল্লেখযোগ্য টুল/AI সেবা লিস্ট করা হলো

    •  ChatGPT 4 / Turbo Version
    •  Claude (Anthropic)
    •  Gemini Pro (Google Bard)
    •  LLaMA AI (Meta’s LLMs)
    •  Mistral AI
    •  Bing AI
    •  Phind AI (কোডিং সহায়ক AI)
    •  YouChat
    •  Perplexity AI

    বিশেষ সুবিধাসমূহ :

    •  একখানে ৫০+ AI টুলস
    •  কোন ইন্সটল বা আলাদা সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই
    •  User-friendly Dashboard
    •  বাংলা ও ইংরেজিতে কাস্টম প্রম্পট সাপোর্ট

    উপরিউক্ত ওয়েবসাইটে যাওয়ার পর কোন ধরনের লগিন না করেই আমরা যেসকল AI Premium Version ব্যবহার করতে পারবো তা হলো :

    • Meta Ai 
    • ChatGPT 4.0,4.1
    • Gemini
    • Qwelm
    • Amazon
    • Deepseek

    সহ ইত্যাদি ইত্যাদি AI গুলোর সব ভার্সন ওখানে পাবেন।

    সবগুলোর নাম লিখতে গেলে অনেক সময় লাগবে তাই আর লিখলাম না।

     

    ওয়েবসাইটে যাওয়ার পর ক্লিক করতে হবে একদম উপরের Battle লিখা আইকনে। [ স্কিনশট খেয়াল করুন  ]

     

    এবার সিলেক্ট করুন Direct Chat অপশন [ স্কিনশট দেখুন  ]

     

    এবার সার্চ বক্সে আপনার কাঙ্ক্ষিত AI সিলেক্ট করে নিন বা সার্চ করুন নাম লিখে [ Follow Screenshots  ]

     

    এবার ব্যবহার করুন কোন ধরনের লিমিটেশন ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা Pro Version।

    এইটার মাধ্যমে আপনি সকল কাজ করতে পারবেন এবং ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে কোডিং, এমনকি ছবি তৈরি, স্ক্রিপ্ট তৈরি সহ সকল কিছু।

    আজকের দিনে AI Pro Version ব্যবহার করা মানে শুধুমাত্র স্মার্ট না, বরং প্রোডাক্টিভ হওয়ার একটি চাবিকাঠি। আপনি যদি লেখক, ডিজাইনার, প্রোগ্রামার কিংবা মার্কেটার হন—AI Pro টুলস আপনার দক্ষতা ও আয়ের দ্বিগুণ করতে পারে। তাই আজ থেকেই পরিকল্পনা করুন আর AI এর সাহায্যে আপনার ভবিষ্যত গড়ুন আরও গতিময় ভাবে।আপনার যদি এই বিষয়ে আরও জানার ইচ্ছা থাকে, নিচে কমেন্ট করুন বা আপনার প্রিয় AI টুল সম্পর্কে জানাতে ভুলবেন না

    পোস্টটি ভালো লাগলে আমার শিক্ষামূলক ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন : Academicschoolbd.com  এবং Writtenpart.com

    ধন্যবাদ সবাইকে।

    The post সকল Ai Pro Version ব্যবহার করবেন যেভাবে appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/JwjU6uS
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel