ব্লগারে নিজের ডোমেইন/কাস্টম ডোমেইন যুক্ত করা টা যারা জানেন না তাদের জন্য একটু কঠিন। তাই আজকে একদম সুন্দর করে ভালো ভাবে বুঝিয়ে দিবো যে কিভাবে নিজের ডোমেইন যুক্ত করতে হয় ব্লগারে! তো চলুন শুরু করা যাক!
ডোমেইন যুক্ত করতে যা যা লাগবে!
ব্লগারে ডোমেইন যুক্ত করতে হলে Top লেভেলের ডোমেইন লাগবে। যেমন: com, net, xyz, tech, news ইত্যাদি। অবশ্যই ভালো Provider থেকে ডোমেইন নিবেন যাতে পরে কোনো সমস্যা না হয়।
ডোমেইনের জন্য সবথেকে জরুরি হলো CName record যা নিচে দেখাবো! এই ছবিটি দেখতে পারেন।

সম্পূর্ণ পোস্টটি এখন দেখুন!
কিভাবে ডোমেইন যুক্ত করবেন?
প্রথমে যে ওয়েবসাইটে ডোমেইন যুক্ত করবেন সে ওয়েবসাইটের ব্লগার ডাসবোর্ডে গিয়ে মেনু থেকে Setting এ ক্লিক করুন!

এখন Custom domain এ ক্লিক করুন!

এখন নিজের ডোমেইনের নাম দিন। অবশ্যই প্রথম www দিবেন। নিচের মতো! তারপর সেভ করুন!

এখন আপনাকে দুটি CName দিবে! সবথেকে জরুরি হলো এটা। এই দুটি কপি করুন!
আমি পেয়েছি:
এটা সেম থাকবেঃ
www ghs.google.com
এটা নিজের যেটা পাবেন সেটাঃ
এগুলো আলাদা হয় তাই নিজেই নিচের মতো করে পাবেন! এটা শুরু উদাহরণঃ
ej67fa2wr3lf
gv-zeaojlmwm4gtpl.dv.googlehosted.comghs.google.com
এখন আপনার ডোমেইনে CNAME গুলো যুক্ত করতে হবে। সবাই তো একখান থেকে ডোমেইন নেয় না তাই, আপনার ডোমেইন provider এর নাম দিয়ে Google এ সার্চ করে দেখে নিবেন যে কিভাবে CNAME যুক্ত করতে হয়। আর ডোমেইন কিনে থাকলে অবশ্যই জেনে থাকবেন।
তো আমি Namecheap থেকে নিয়েছি সেটা দেখাচ্ছে! যাতে আরো ভালো মতো বুঝতে পারেন!
এখন এটিতে ক্লিক করে দুটি Cname Record যুক্ত করবো!

এখন প্রথমে CNAME সিলেক্ট করলাম! এখন নাম টা Host এ দিলাম ej67fa2wr3lf এটা! এখন Target এ পরের কোডটি দিলাম gv-zeaojlmwm4gtpl.dv.googlehosted.com এটা! এখন Save করলাম!

এখন ভাবে আরেকটি CNAME record তৈরি করলাম! যেটা সব ডোমেইনই দিতে হবে হুবুহু!
www & ghs.google.com

এখন আবার ব্লগারের সেখানে এসে সাইট নাম দিয়ে Save এ ক্লিক করুন! সাথে সাথে না হতে পারে ১-২ মিনিট অপেক্ষা করবেন!

এই দেখুন যুক্ত হয়ে গেছে! আর এটিও চালু করে নিবেন।

এখন ডোমেইনে ওয়েবসাইট চালু হতে ১-৫ মিনিট সময় লাগতে পারে।
আশাকরি বুঝতে পেরেছেন!
The post কিভাবে Blogger এ Custom Domain যুক্ত করবেন? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/hzsKqPU
via IFTTT




No comments:
Post a Comment