• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, September 11, 2024

    New

    প্রথমেই সবাইকে জানাই সালাম।
    আসসালামু আলাইকুম।

    আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন।

    শুরুতেই বলি পোস্ট টা যেহেতু একদম সম্পূর্ণ বিস্তারিত বিষয়ে করবো তাই পোস্ট টা বড় হবে।

    সাপোর্ট টীম আমি সকল নিয়ম, শর্ত মেনে পোস্ট করেছি।
    কোনো একশন নেয়ার আগে আমার পোস্ট সম্পূর্ণ পড়ার / চেক করার বিনিত অনুরোধ করছি।

    বর্তমানে প্রায় কম বেশি সবাই অবগত আছি যে, টেলিগ্রাম বোট (miniapp) থেকে একটা ভালো এমাউন্ট সবাই সহজেই আয় করতে পারছেন। ট্রিকবিডির বেশির ভাগ ইউজার স্টুডেন্ট। পড়াশুনার পাশাপাশি হাত খরচের কিছু টাকা সহজে আয় করতে পারলে আমাদের ছাত্র সমাজের উপকার হয় খুব।

    সর্বশেষ আমি আপনাদের সাথে এখানে Dogs এয়ারড্রপ শেয়ার করেছিলাম। যারা যয়েন করেছিলেন তারা আলহামদুলিল্লাহ ভালো একটা এমাউন্ট আয় করেছেন। যদিও আমার পোস্ট টা ২ ঘন্টার ভিতর ট্রিকবিডি সাপোর্ট টীম ডিলিট করে দিয়েছিলেন। এবং সেই সাথে আমার ট্রেইনার পদ টাও চলে গিয়েছিলো। পরে আমি মেইল করে আমার ট্রেইনার পদ ফিরিয়ে এনেছি।
    যাই হোক হয়তো আমার ভুল ছিলো কোথাও তাই ডিলিট করা হয়েছিলো পোস্টটা।

    ট্রিকবিডি সাপোর্ট টীমের উদ্যেশ্য কিছু কথা: বর্তমানে ফ্রি আর্নিং এর ৯৯% কাজ করা শেষ হলে তারপর পেমেন্ট দেয়, সুতরাং সেই সকল এয়ারড্রোপ শেয়ার করার সময় আমরা চাইলেও পেমেন্ট প্রুফ সহ পোস্ট করতে পারবো না। এই একটা শর্ত এর কারণে অসংখ্য এয়ারড্রোপ থেকে ট্রিকবিডির ইউজার বঞ্চিত হচ্ছেন। বড় কোম্পানি যদি পার্টনারশিপে থাকে, ইনভেস্ট করে তবে সেই সকল প্রজেক্ট পেমেন্ট ১০০% করে, যা আমরা প্রায় সবাই জানি। তাই এই শর্তটা কিছুটা শিথিল করার বিনিত অনুরোধ রইলো। আশা করি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

    আমি নিজে dogs থেকে ৩৬০ ডলার পেমেন্ট পেয়েছি। যা ১২৫ টাকা প্রতি ডলার রেটে ৪৫০০০ টাকায় সেল করেছি আমি। আলহামদুলিল্লাহ।

    আজকে আপনাদের সাথে শেয়ার করবো বর্তমানে ট্রেন ডিং এ থাকা প্রজেক্ট blum নিয়ে। অনেকেই আলরেডি যয়েন করেছেন ব্লুমে। কিন্তু যারা এখনো যানেন না পোস্ট টা তাদের জন্যে।

    বিন্যান্স ব্লুমে ইনভেস্ট করেছে। যা আজকে ব্লুম শেয়ার করেছে।
    বিন্যান্স ইনভেস্টেট প্রজেক্ট গুলো সব সময় বিগ এমাউন্ট পেমেন্ট করে যা আমরা অনলাইনে কাজ করি তারা জানি।

    তো ব্লুমের কাজের বিস্তারিত শুরু থেকে শেষ জানাচ্ছি।

    প্রথমে নিচের লিংকে ক্লিক করুন।
    রেফার লিংক ছাড়া যয়েন করুন

    আমার রেফার লিংকে যয়েন করুন

    লিংকে ক্লিক করলে আপনার সামনে নিচের মতো পেজ আসবে।
    “start” এ ক্লিক করুন।

    এবার আপনি দেখতে পাবেন প্রতিদিন লগিন বোনাস।
    যা আজকে প্রথমবার লগিন করার জন্যে আপনি পেলেন।
    প্রতিদিন একবার blum bot ওপেন করলে প্রতিদিন বোনাস পাবেন। একটানা লগিন করলে বোনাস বেশি পাবেন। চেষ্টা করবেন যেনো একটা দিনও মিস না যায়, একদিন মিস গেলেই তা রিসেট হয়ে রেওয়ার্ড কমে যাবে।

    এবার নিচের দেখানো “continue” এ ক্লিক করুন।

    এবার নিচের দেখানো “start farming” এ ক্লিক করুন, ৮ ঘন্টায় ৬৪ ব্লুম পয়েন্ট আর্ন হয়ে অটোমেটিক। ৮ ঘন্টা পর আবারও “start farming” এ একবার ক্লিক করতে হবে প্রতিবার।

    এবার আপনি কি ভাবে টাস্ক কমপ্লিট করে বেশি ব্লুম পয়েন্ট আর্ন করতে পারবেন তা বিস্তারিত দেখাচ্ছি।
    প্রথমে নিচের দেখানো “earn” এ ক্লিক করুন।

    দেখুন আর্ন অপশনে নতুন তিনটা টাস্ক দেখাচ্ছে।
    টাস্ক কমপ্লিট করতে চিহ্নিত “start” এ ক্লিক করুন।

    ইউটিউবে নিয়ে গেলে ১০ সেকেন্ড এর মতো ভিডিও দেখে কেটে দিয়ে ব্লুমে আসলে নিচের মতো “claim” অপশন দেখতে পাবেন।
    ক্লাইমে ক্লিক করুন।

    নিচের মতো “you got +250 blum points!” দেখালে আপনি টাস্ক সফল ভাবে কমপ্লিট করেছেন।

    এবার উপরের দেখানো “Socials” এ ক্লিক করে টাস্ক কমপ্লিট করুন। আর হ্যাঁ আপনি টুইটার, ইনস্টাগ্রাম, ফেইসবুকে ফলো করতে না চাইলে ফলো করতে হবে না। শুধু লিংকে ক্লিক করে কয়েক সেকেন্ড পর ব্যাক এসে পয়েন্ট ক্লাইম করে নিতে পারবেন সমস্যা নাই।

    এবার উপরের “Academy” তে ক্লিক করে এখানের টাস্ক গুলোও কমপ্লিট করুন এক এক করে সব গুলো।

    এবার আসি কিভাবে ওয়ালেট কানেক্টেড করবেন সেই বিষয়ে।
    প্রথমে নিচের দেখানো “wallet” অপশনে ক্লিক করুন।

    এবার “connect wallet” এ ক্লিক করুন।

    আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেট, টনকিপার সহ যেকোনো একটা ওয়ালেট কানেক্টেড করতে পারেন। আমি টনকিপার কানেক্টেড করে দেখাচ্ছি। টনকিপার এ কানেক্টেড করতে নিচে থেকে টনকিপার সিলেক্ট করতে হবে।

    এবার যাদের টনকিপারে ওয়ালেট খোলা আছে তারা আমার মতো অপশন দেখতে পারবেন। যাদের নাই তারা খুলে নিবেন।
    এবার নিচের মতো “connect wallet” এ ক্লিক করুন।

    আপনি ঠিক ভাবে ওয়ালেট কানেক্টেড করলে নিচের মতো দেখতে পারবেন।

    এবার কিভাবে আপনি আপনার বন্ধুবান্ধবদের রেফার করবেন তা দেখুন। প্রথমে নিচের “frens” অপশনে ক্লিক করুন।

    দেখুন আপনি যদি কাউকে রেফার করেন তাহলে আপনি পাবেন:
    ১: প্লে কার্ড যা দিয়ে গেম খেলে পয়েন্ট আর্ন করতে পারবেন।
    ২: যখন আপনার বন্ধু ব্লুমে যয়েন করে farming শুরু করবে তখন আপনি তার আর্ন করা পয়েন্টের ১০ পার্সেন্ট পাবেন, সেই সাথে আপনার বন্ধু যদি তার অন্য কোনো বন্ধুকে রেফার করে তাহলে আপনি পাবেন ২.৫ পার্সেন্ট।

    আপনার রেফার লিংক বের করতে নিচের “invite a fren” এ ক্লিক করুন।

    এবার আপনি চাইলে সরাসরি টেলিগ্রামে আপনার বন্ধুকে লিংক দিতে পারেন “send” এ ক্লিক করুন, অথবা রেফার লিংক কপি করে সেন্ড করুন।

    আর হ্যাঁ কিভাবে গেম খেলে পয়েন্ট আর্ন করবেন তা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি।

    ভিডিও লিংক

    তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুন এই কামনা রইলো।

    আল্লাহ হাফেজ।

    The post Blum থেকে আর্ন করতে পারেন আপনিও। কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া কিছু টাস্ক এর মাধ্যমে। A to Z বিস্তারিত সহ। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/vBJeaf0
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel