• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, January 17, 2024

    New

    আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডিবাসী।
    আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলই ভালো আছেন।
    আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

    আপনারা অবগত আছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে।

    তবুও নিচে ঘটনা প্রবাহগুলো একজনর দেখে নিন-

    আবেদনপত্র গ্রহণ শুরু:
    ১৪ জানুয়ারি ২০২৪ সকাল ১০:০০ টা

    আবেদনপত্র গ্রহণ শেষ:
    ৩১ জানুয়ারি ২০২৪ রাত ১১:৫৯ মিনিট

    প্রবেশপত্র ডাউনলোড শুরু:
    ১৭ ফেব্রুয়ারি ২০২৪

    ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ:
    ২২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪

    এবার আলোচনা করব কিভাবে আবেদন শুরু করবেন-
    আসুন পর্যায়ক্রমে স্ক্রিনশটসহ সবগুলো ধাপ শিখি:

    (১) Google এ সার্চ করুন JU Admission এবং নিচের স্ক্রিনশটে দেখানো লিংকে ক্লিক করুন:
    বি:দ্র: ব্রাউজার অবশ্যই ডেক্সটপ মোড অন রাখবেন।

    (২)নিচেন মতো ইন্টারফেজ আসবে…
    মার্ক করা অংশে ক্লিক করুন:


    (৩)যাবতীয় তথ্য দিন:


    (৪)এর পরবর্তী ধাপটি হচ্ছে ফোন নম্বর ভেরিফাই করার,১১ ডিজিটের ফোন নম্বরটি (শিক্ষার্থীর) দিন এবং সেটাতে একটা পাসওয়ার্ড প্রেরণ করবে এসএমএস এর মাধ্যমে,পাসওয়ার্ডটি ওয়েবসাইটে নির্ধারিত স্থানে দিন, এবং সেটি সংরক্ষণ করে রাখুন।


    (৫) ফোন নম্বর ভেরিফাই হয়ে গেলে নিচের দেখানো পদ্ধতি অনুসারে (300×300) সাইজের পাসপোর্ট সাইজের ছবি ও (300×80) সাইজের স্বাক্ষরের স্ক্যানকৃত ছবি jpg/jpeg ফরমেটে আপলোড করুন।



    (৬)এর পর নির্ধারিত ইউনিট এর পাশে পে করার অপশন পাবেন,নিচের স্ক্রিনশট ফলো করে পেমেন্ট সম্পন্ন করুন:


    (৭)বিকাশ বা রকেট বা নগদ সেলেক্ট করুন:

    (৮)পে করে দিন:


    এরপরে একটা পেমেন্ট স্লিপ পাবেন সেটা ডাউনলোড করে নিন।

    শেষ আপনার আবেদন প্রক্রিয়া,নির্ধারিত সময়ে পাসওয়ার্ড এবং ফোন নম্বর ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

    ভুলত্রুটিগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
    ভালো থাকুন।
    আল্লাহ হাফিজ।
    -আহমাদ তাজনুর হাবীব


    ফেসবুকে আমি
    টেলিগ্রামে আমি

    The post জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আবেদন শুরু হয়েছে,ভর্তি বিজ্ঞপ্তি সহ ঘরে বসে ফোনের সাহায্যে আবেদন করার প্রক্রিয়া জেনে নিন। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/GY43IW9
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel