• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, January 15, 2024

    New

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

    আশা করছি আল্লাহর রহমতে আপনার সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। বরাবরের মত আজকেও আপনাদের জন্য সুন্দর একটি ট্রিক নিয়ে হাজির হলাম।

    আমি গত কয়েক দিন আগে Autofill নিয়ে আমার প্রথম পর্ব দিয়েছিলাম। যারা আগের পর্ব দেখেননি তারা পর্বটি দেখতে পারেন। যদি না দেখেন তাহলে ২য় পর্ব বুঝতে পারবেন না।

    মনে করুন আপনি প্রথম পর্ব দেখেছেন এবং আমার দেখানো পদ্ধতিতে আপনি একটি ফরম করে সেটি সেভ করে রেখেছেন। চাচ্ছে নতুন একটি ফরম পূরণ করবেন। এখন আপনি যেই ফরম পূরন করতে চাচ্ছেন সেই ফরমে চলে যান। একদম মূল ফরমের ভিতরে যাবেন। নিচে যেই রকম দেখতে পাচ্ছেন। এখন উপরে থাকা লিংকটি কপি করুন।

    তারপর আপনার Chrome Browser টি ওপেন করুন এবং মাউসের রাইট বাটন ক্লিক করুন। Autofill থেকে Options লিখাতে ক্লিক করুন।

    Options এ ক্লিক করার পর নিচে দেওয়া স্ক্রিনশটটির মত আসবে। নিচের দিকে দেখুন আগে যেই ফরমটি পূরণ করেছিলেন সেটা লিংক দেখতে পাবেন। এখন এই লিংক এর জায়গায় আপনি যেই নতুন ফরমটি পূরন করবেন সেটার লিংক পেস্ট করুন। পেস্ট করার পর আপনার নতুন লিংকে সব তথ্য সেভ হয়ে যাবে।

    এখন যেই নতুন ফরমটি নিয়েছেন পূরণ করার জন্য সেটাতে যান এবং ফরমটি পূরণরায় রিলোড করুন। এখন দেখুন আগের সব তথ্য নতুন ফরমে চলে এসেছে। নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন।

    এভাবে যত ইচ্ছা ফরম পূরণ করতে পারবেন।

    [বিঃদ্রঃ যদি এই নিয়মে ফরম গুলো পূরণ করতে চান তাহলে ফরম গুলো একই ধরনের হলে সব তথ্য পাবেন যদি ফরম ভিন্ন রকম হয় তাহলে তথ্য কিছু বাদ পরতে পারে]

    আপনাদের শিখানোর উদ্দেশ্য অনেক পরিশ্রম করতে হয়। আশা রাখি কষ্টের কথা ভেবে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ

     

    Join Our Telegram for Any Questions

    The post Autofill ব্যবহার করে নিজের কাজ সহজ করুন Chrome Extension [Hidden Tricks] পর্ব ২ appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/ZACnj6O
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel