• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, November 24, 2023

    New

    হেলো ট্রিকবিডি বন্ধুরা,
    কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালোই আছেন। বেশ অনেকদিন পর একটা পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। বিশেষ করে যাদের পিসি আছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ।

    পোস্টের আলোচ্য বিষয়:

    আজকের পোস্ট এ আমরা দেখবো, পিসিতে কিভাবে ইউটিউব এডব্লকার ডিটেকশন বাইপাস করা যায়। হ্যাঁ অবশ্যই আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো বিভিন্ন ভাবে ইউটিউব এডব্লকার ডিটেকশন বাইপাস করে ফেলেছে। কিন্তু বেশীরভাগই আছে যারা এখনো এই বিষয়টি নিয়ে চিন্তায় আছে, আর ইদানীং ইউটিউব এ এতো অ্যাড যে অ্যাড ব্লকার ছাড়া দেখতে গেলে বিরক্তকর বিষয় হয়ে দাঁড়ায়।

    পোস্ট টা কাদের জন্য?:

    পোস্ট টা মূলত যারা পিসি ব্যবহার করে তাদের জন্য, কারণ মোবাইলের জন্য অনেক মোডেড অ্যাপ আছে, কিন্তু পিসিতে অ্যাড ব্লকার ডিটেকশন এটা চালু করা হয়েছে কিছুদিন হলো। পোস্ট এ সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করি তাই যাদের সমস্যা হচ্ছে তারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

    চলুন কাজে নেমে পড়ি, How to bypass YouTube ads blocker detection in PC browser :

    প্রথমেই আপনাদের দেখিয়ে ফেলি, অ্যাড ব্লকার লাগিয়ে ইউটিউব এ ঢুকলে কেমন দেখাচ্ছে:

    তো দেখলেন, অ্যাড ব্লকার এর জন্য ইউটিউব এ ঢুকতে দিচ্ছে না। আসুন এখন এটা বাইপাস করি।

    ১.প্রথমে আপনি আপনার আগের অ্যাড ব্লকার ব্রাউজার থেকে রিমুভ করে দেন বা ডিসেবল করে ফেলুন।

    ২. এবার এই লিনক এ ঢুকে uBlock Origin এক্সটেনশন টা ডাউনলোড করে নিন:

    ৩.দেখুন আমি ডাউনলোড করে ফেলেছি:

    ৪. এইবার uBlock origin এর এক্সটেনশন অপশন এ ক্লিক দিয়ে uBlock Origin এর ড্যাশবোর্ড মেন্যু ওপেন করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন:

     

    ৫.এখান থেকে Filter lists এ ক্লিক করে Purge all caches এ ক্লিক করুন:

    ৬.এইবার Update Now এ ক্লিক করুন:

    তারপর কিছুক্ষণ সময় নিবে! দেখুন আপডেট হয়ে গেছে :

    ব্যাস আপনার কাজ শেষ এতটুকু করতে পারলেই। এখন ইউটিউব এ ঢুকে দেখুন আপনার ইউটিউব এর অ্যাড ব্লক হবে এবং কোনো অ্যাড ব্লকার এর ওয়ার্নিং ও দিবে না।
    দেখুন আমি স্ক্রিনশট দিচ্ছি: সেম পেজ রিলোড করিয়ে দেখালাম,

    আশাকরি আপনারা সবাই ভালোই ভাবে বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট এ জানাতে পারেন।

    পোস্ট এ সকল কিছু বোঝানো হয়েছে তাই পোস্ট পুরো না পড়ে ভুলভাল কমেন্ট না করার অনুরোধ থাকলো।

    সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

    The post (For PC) PC তে ইউটিউব এড ব্লকার ডিটেকশন বাইপাস করুন খুব সহজে appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/4uQFygV
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel