• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, October 14, 2023

    New


    আসসালামু আলাইকুম,
    সকলে কেমন আছেন…??
    আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেভাবে আপনারা ফেসবুক আইডি বা ফেসবুক পেজে স্টিকারসহ পোস্ট করবেন। এর আগে কিন্তু ফেসবুকে স্টিকারসহ পোস্ট সহজেই করা যেত কিন্তু বর্তমানে ফেসবুক আপডেট আসার পর তারা সে অফশনটি বন্ধ করে দিয়েছে ফলে চাইলেও আপনারা স্টিকারসহ পোস্ট করতে পারেন না। তো কিভাবে আগের মতো পুনরায় স্টিকারসহ পোস্ট করবেন চলুন শুরু করা যাক।
    প্রথমে দেখায় আইডিতে কিভাবে স্টিকারসহ পোস্ট করবেন,তো এর জন্য অবশ্যই আইডিটা প্রফেশনাল আইডি হতে হবে তো যাদের প্রফেশনাল সেটিংসটা আগে থেকে করা আছে তাদের কিছু করতে হবেনা আর যাদের করা নেই কিভাবে করবেন লক্ষ্য করুন।
    প্রথমে ফেসবুক প্রোফাইল চলে এসে ৩ ডট অফশনে ক্লিক করুন

    Turn On Professional Mode ক্লিক করুন

    Turn on ক্লিক করুন

    এবার done করুন। তাহলে প্রফেশনাল মুড চালু হয়ে যাবে।

    এবার আপনার ফোনের প্লে-স্টোর আসুন এবং জিমেইল আইকনে ক্লিক করুন

    এবার সেটিংস ক্লিক করুন

    Network Preference ক্লিক

    Auto Update App

    Don’t Auto Update App করেদিন

    এবার আপনাদের পুরাতন ভার্সনের Page Manager অ্যাপটি ডাউনলোড করতে হবে।
    আর এখান ক্লিক করে ডাউনলোড করেনিন
    Download Now
    ডাউনলোড শেষে ইনস্টল করে প্রবেশ করুন।

    এখানে আপনার ফোনে লগইন থাকা একটা আইডি অটোমেটিক নিয়ে নিবে তো Continue ক্লিক করতে পারেন বা অন্য আইডি লগইন করতে Not You ক্লিক করে সেখান থেকে লগইন করেনিন

    ৩ টা দাগে ক্লিক করুন

    আইডি থেকে পোস্ট করতে আইডি সিলেক্ট করুন বা পেজ থেকে পোস্ট করতে পেজ সিলেক্ট করুন।

    এবার Post এ ক্লিক করুন

    Felling/Activity ক্লিক করুন

    স্টিকার এ যান

    আপনার পছন্দের স্টিকার সিলেক্ট করুন

    পছন্দের স্টিকার সিলেক্ট করুন

    চাইলে পোস্টে কিছু লিখতে পারেন

    লিখে Next করুন

    পাবলিশ ক্লিক করুন

    দেখুন আইডি এসে পোস্ট হয়ে গেছে

    আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

    “প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

    ★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
    Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

    বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
    ★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
    সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

    The post ফেসবুকে স্টিকার দিয়ে পোস্ট করুন পেজ বা আইডিতে appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/7bPEiph
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel