• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, October 4, 2023

    New

    Sketchbook Mod Tutorial – যেভাবে Sketchbook App টি মুড করবেন।

    আসসালামু আলাইকুম। 

    আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছে। 

    আজকে আমরা দেখবো কীভাবে Sketchbook App টি খুব সহজেই মাত্র ২ মিনিটের মধ্যে মুড করতে পারি। পোস্টে দেখে প্রসেসটা বড় মনে হতে পারে কিন্তু অনেক ছোট্ট একটি প্রসেস। চলুন শুরু করি৷

    মুড করার জন্য যে যে app গুলো লাগবে সেগুলো পোস্টের নিচে দেওয়া থাকবে। 

    প্রথমেই প্লেস্টোর থেকে Sketchbook ইন্সটল করে নিবো। তারপর MT Manager ওপেন করে বাম দিকের মেনু বাটনে ক্লিক করবো৷

    তারপর Extract APK বাটনে ক্লিক করবো।

    এখন App টি সিলেক্ট করবো। তারপর EXTRACT APK বাটনে ক্লিক করবো।

    কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর LOCATE বাটনে ক্লিক করবো।

    আপনাদের ফোনে যদি App টা ওপেন না হয় তাহলে কিল সিগনেচার ভেরিফিকেশন করে নিবেন। 

    এখানে Sketchbook Apk ফাইলে পাবো। আপনাদের যদি apks ফরমেটে আসে তাহলে apk বানাই নিবেন। তারপর ফাইলটির উপর ক্লিক করে View বাটনে ক্লিক করবো।

    তারপর Classes.dex ফাইলে ক্লিক করবো।

    তারপর Dex Editor Plus অপশনটিয়ে ক্লিক করবো।

    এখন ডান কোনার STRINGS বাটনে ক্লিক করবো।

    এখন Filter বাটনে ক্লিক করবো।

    এখানে সার্চ বক্সে Premium লিখে OK বাটনে ক্লিক করবো।

    এখানে premium_bundle_purchase অপশনটিতে ক্লিক করবো।

    তারপর Search বাটনে ক্লিক করবো।

    এখানে v1 লিখা ২য় অপশনটিতে ক্লিক করবো।

    এখানে premium_bundle_purchase এর নিচের লাইনে। একটা কোড দেখতে পাবো।

    এই কোডের শেষে যেই 0 আছে ঐটার জায়গায় 1 লিখবো।

    তারপর Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো।

    এখন ডান কোনার মেনু বাটনে ক্লিক করবো।

    তারপর Exit বাটনে ক্লিক করবো।

    তারপর SAVE & EXIT বাটনে ক্লিক করবো।

    তারপর Auto Sign বাটনে টিক মার্ক রেখে OK বাটনে ক্লিক করবো।

    এখন App টি ইন্সটল করলে দেখবো প্রিমিয়াম ফিচার গুলো আনলক হয়ে গেছে।



    যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন। 

    The post Sketchbook Mod Tutorial – যেভাবে Sketchbook App টি মুড করবেন। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/milDvpJ
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel