আসসালামুয়ালাইকুম Everyone । কেমন আছেন আপনারা সবাই। আশাকরি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামীন আমাকে ও ভালো রেখেছেন।
আজকে আপনাদের দেখাব কিভাবে পাইথনের মাত্র কয়েক লাইন কোড দিয়ে একটা url shortener বানিয়ে নিবেন।
তাহলে চলুন শুরু করা যাক-
প্রথমে এই এই সাইট থেকে Source Code গুলো কপি করে নিবেন ।
- Url Shortener – Source Code
- Pydroid 3 – Download Link
Source Code গুলো কপি করে নেওয়ার পর আপনার Pydroid 3 এপসে প্রবেশ করবেন।
তারপর থ্রি বারে ক্লিক করবেন –
এবার pip নামে একটা ফাংশন পাবেন সেটায় ক্লিক করুন –
এবার এখানে “pyshorteners” লিখে install এ ক্লিক করুন-
Install হয়ে গেলে এরকম “complete” লেখা আসবে –
এবার এখান থেকে বাহির হয়ে আগের জায়গায়, মানে কোড এডিটরে আসুন।
তারপর উপরে দেওয়া সাইট থেকে কপি করা সোর্স কোড গুলো পেস্ট করুন। এবং রান বাটনে ক্লিক করুন-
এবার আপনার সামনে এরকম ইন্টারফেস Show হবে-
যে লিংক টি সর্ট করতে চান আপনার সেই লিংক টি Inter Your Url এ পেস্ট করুন।
লিংক টি পেস্ট করা হয়ে গেলে ইন্টার দেন, দেখবেন আপনার কাংখিত লিংক টি এইরকম ভাবে সর্ট হয়ে গেছে।
এবার চাপ দিয়ে ধরে আপনার url shortener দিয়ে সর্ট করা লিংক টি কপি করে নেন।
আশাকরি আজকের আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগেছে । আমি যতটুকু সম্ভব বুঝানোর চেষ্টা করেছি । যদি না বুঝে থাকেন তাহলে আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ।
ভালো থাকুন সুস্থ থাকুন এবং TrickBd পাশে থাকুন।
আল্লাহ হাফেজ ………..
The post Url Shortener বানান পাইথন দিয়ে । appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/4hO7yYg
via IFTTT
No comments:
Post a Comment