• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, July 28, 2023

    New

    আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম তোলা হয়ছে, বর্তমানে এটা জানা খুবই জরুরি। কেননা সম্প্রতি বিটিআরসি (BTRC) এর তথ্য অনুসারে একজন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র দ্বারা সর্বোচ্চ ১৫ টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা যাবে।

    তাই যত দ্রুত সম্ভব এটা চেক করে নিন আপনার NID Card দিয়ে মোট কয়টি SIM রেজিস্ট্রেশন করা হয়েছে।

    এছাড়া, আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম যদি আপনার কাছে না থাকে তাহলে যত দ্রুত সম্ভব ওই সিম কার্ডটি বন্ধ করে দিতে হবে।

    কেননা, আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র দিয়ে যদি অনেকগুলো সিম রেজিস্ট্রেশন করা থাকে যে সিমগুলো আপনি ব্যবহার করেন না, এক্ষেত্রে ওইসব সিম দিয়ে যদি কোন অপরাধমূলক কাজ করা হয় তাহলে বাংলাদেশ প্রশাসন আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

    তাহলে চলুন জেনে নেওয়া যাক সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম –

    আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্টার্ড কিভাবে জানবেন

    এজন্য প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে যেতে হবে। এরপর *16001# লিখে ডায়াল করতে হবে।

    তারপর আপনার এনআইডি নম্বরের Last 4 digit লিখে send করতে হবে।

    তারপর Ok বাটনে ক্লিক করবেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি SMS চলে আসবে।

    এসএমএসটিতে আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সব কয়টি সিম দেখতে পাবেন।

    আমার আইডি কার্ড দিয়ে তিনটি সিম রেজিস্টার্ড, তাই এখানে তিনটি সিমের নম্বর অপারেটর সহ দেখিয়ে দিয়েছে।

    রেজিস্ট্রেশন করা সিমগুলোর মধ্যবর্তী কয়েকটি ডিজিট গোপন রাখা হবে, এসএমএসে দেওয়ার নাম্বারগুলো 0186****90 এই ফরমেটে থাকবে।

    এই পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশের সকল সিম অপারেটর (টেলিটক, বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি) এর মাধ্যমে এসএমএস পাঠিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে পারবেন।

    মনে রাখবেন, এই প্রক্রিয়ায় আপনি যে আইডি কার্ডের সিম রেজিস্ট্রেশন তথ্য যাচাই করতে চাচ্ছেন, সেই আইডি কার্ড দিয়ে রেজিস্টার করা একটি সিম দিয়ে *16001# কোডটি ডায়াল করতে হবে।

    এছাড়াও আপনারা মাই রবি অথবা মাই জিপি অ্যাপ দিয়ে আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারবেন।

    এনআইডি কার্ড রিলেটেড এরকম বিভিন্ন তথ্য পেতে ভিজিট করুন NID Service Bangladesh – Online NID Resources ব্লগ।

    The post আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার্ড যাচাই করুন appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/BNCAJ7x
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel