আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম।আপনাদের জানানুর জন্য আজকের পোস্ট, UCC আয়োজিত ১২ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং পুরস্কার।
তুমি কি নিজের মেধা যাচাই করতে চাও তুমি কি সেরাদের সেরা হতে চাও??
HSC পরীক্ষা এবং University Admission এর জন্য তোমার প্রস্তুতি কেমন তা যাচাই করতে চাও?
সেরাদের সেরা হওয়ার সুযোগ এবার তোমার হাতেই চলে এসেছে।এইএসসি/আলিম ২০২৩ ব্যাচের ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও পুরস্কার 2023.
২০২৩ সালের hsc পরীক্ষার্থীদের (সব বিভাগের) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনুরূপ ১০০ নম্বরের ১টি মেধাবৃত্তি পরীক্ষা দেশব্যাপী UCC-র সকল শাখায় সরাসরি পরীক্ষা অনুষ্ঠিত হবে।মেধাবৃত্তি পরীক্ষায় যারা ভালো করবে তাদের জন্য রয়েছে ১২ লক্ষ টাকার মেধাবৃত্তি ও নানান পুরস্কার।
মেধাবৃত্তি ও পুরস্কারঃ- ১,৫০,০০০ টাকার প্রথম পুরস্কারসহ ১২ লক্ষ টাকার মেধাবৃত্তি।
মেধাবৃত্তি ২০২৩
১ম পুরস্কার: ১,৫০,০০০টাকা
বিজ্ঞান( ১জন): ৫০,০০০ টাকা (৩০,০০০ টাকা নগদ +২০,০০০ টাকার UCC সার্ভিস)
মানবিক ( ১জন): ৫০,০০০টাকা (৩০,০০০ টাকা নগদ +
২০,০০০ টাকার UCC সার্ভিস)
ব্যবসায় শিক্ষা ( ১জন):৫০,০০০ টাকা (৩০,০০০ টাকা
নগদ + ২০,০০০ টাকার UCC সার্ভিস)।
এখানে ৫ ম পুরষ্কার পর্যন্ত দেওয়া হবে।আর সেটা মোট ১০০ জনকে দেওয়া হবে। বিস্তারিত তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে জানতে পারবেন।
নিয়মাবলী:
মেধাবৃত্তি পরীক্ষায়
অংশগ্রহণকারীকে অবশ্যই এইচএসসি /আলিম ২০২৩
ব্যাচের শিক্ষার্থী হতে
হবে।
মেধাবৃত্তি পরীক্ষায়
অংশগ্রহণ করার করতে হলে,অনলাইনে /UCC হেড অফিসসহ
যেকোন শাখা অফিসে
সরাসরি এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষার অনুরূপ MCQ পরীক্ষায় অংশগ্রহণ করতে
হবে।তবে শুধুই প্রতিযোগিতায় সরাসরি
পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মানবন্টনঃ-
বিজ্ঞান বিভাগ:- পদার্থবিজ্ঞান – ২৫ নম্বর (২৫
টি MCQ প্রশ্ন), রসায়ন- ২৫ নম্বর (২৫ টি MCQ
প্রশ্ন), জীববিজ্ঞান/বাংলা/ইংরেজি- ২৫ নম্বর (২৫ টি
MCQ প্রশ্ন), গণিত /বাংলা/ইংরেজি-
২৫ নম্বর (২৫ টি MCQ প্রশ্ন)
পরীক্ষার ধরন :MCQ
ও পরীক্ষার সময় : ৬০ মিনিট।
প্রশ্ন প্যাটার্ন :ঢাকা
বিশ্ববিদ্যালয় ভর্তি
পরীক্ষার অনুরুপ,
সিলেবাসঃ- এইচএসসি শর্ট
সিলেবাস
পরীক্ষার প্লাটফর্ম- শুধুই
অফলাইন।
Negative Marking – না।
পাস মার্ক: ৫০( ৫০% নম্বর
না পেলে পুরস্কার অযোগ্য
বলে বিবেচিত হবে)
রেজিস্ট্রেশন:-
অনলাইনে নিচের লিংকে
ক্লিক করে /UCC হেড
অফিসসহ দেশব্যাপী সকল
শাখা অফিসে ফ্রি
রেজিষ্ট্রেশন চলছে..
অনলাইনে আবেদন করুন
অফলাইন রেজিষ্ট্রেশন- UCC হেড অফিসসহ দেশব্যাপী
যেকোন শাখা অফিসে
সরাসরি এসে রেজিষ্ট্রেশন
করা যাবে।
রেজিস্ট্রেশনের শেষ
তারিখ: ২০ জুলাই ২০২৩ইং
এবং পরীক্ষার তারিখ: ২২
জুলাই, ২০২৩,তবে সময় পরবর্তীতে
জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্র কোথায় হবেঃ-
UCC হেড অফিসসহ দেশব্যাপী সকল শাখা অফিস।
The post UCC প্রতিযোগিতা ২০২৩ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/jqVJe1E
via IFTTT
No comments:
Post a Comment