• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Tuesday, November 1, 2022

    New

    আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন?
    কোনো রকম ভূমিকা ছাড়ায় শুরু করছি।

    যারা Exagear Windows Emulator নিয়ে করা আমার আগের পোস্ট টি পড়েননি, তারা আগেওটা পড়ে নিন, তাহলে এই পোস্ট বুঝতে সুবিধা হবে।

    আগের পোস্ট লিংক Click Here

    Installation Process

    1. প্রথমেই Photoshop CS4 exe ফাইল টি ডাউনলোড করে নিন। Download Link

    2. ডাউনলোড করা ফাইল টি অবশ্যই আপনার ফোনের Internal Storage এর Download Folder এ রাখতে হবে।

    3. এবার Exagear Gold Application টি ওপেন করুন।
    ওপেন করে মেনুতে ক্লিক করে নতুন একটি Containers ক্রিয়েট করে নিন। না বুঝলে স্ক্রিনশট ফলো করুন।





    4. Container ক্রিয়েট হয়ে গেলে, এবার Containers টি Explorer এ রান করুন।

    5. রান করার পর স্ক্রিনে Photoshop CS4 এর ফাইলটি দুবার ক্লিক করুন। অতঃপর স্ক্রিনশট অনুযায়ী কাজ করে ইন্সটল করে নিন।






    6. ইন্সটল হয়ে গেলে Program থেকে Photoshop রান করুন,ব্যস কাজ শেষ।


    কিভাবে যেকোনো Photo ওপেন করবেন?

    1. প্রথমেই যে ছবিটি এডিট করবেন, সেটা আপনার ডাউনলোড ফোল্ডারে কপি করে নিন।

    2. অতঃপর Photoshop রান করে, স্ক্রিন এ দুবার ক্লিক করুন, তাহলে ফটো সিলেক্ট করার অপশন এ চলে আসবে।

    3. এখন ডাউনলোড ফোল্ডারে যাওতার জন্যে প্রথমে স্ক্রিনশট এর আইকনে ক্লিক করুন।

    4. My Computer নামক ফোল্ডার দেখতে পাবেন, ওটাতে ক্লিক করুন। এরপর ‘D’ নামক ফোল্ডারে গেলেই ডাউনলোড ফোল্ডার পেয়ে যাবেন। যেখানে রাখা ছবিটিতে ক্লিক করে Open করলেই হয়ে যাবে।





    আমি এডিট করে ট্রাই করেছি, কোনো প্রকার ল্যাগ পাইনি, সবকাজে পারফেক্টলি হচ্ছিল।
    আপনার এক্সটার্নাল কিবোর্ড মাউস থাকলে একদম পারফেক্ট লি কাজ করতে পারবেন।

    আর না থাকলে কম্পিউটার লে-আউট কিবোর্ড ডাউনলোড করে নিন এখান থেকে

    আজ এই পর্যন্তই, পোস্টটি ভালো লাগলে একটি মন্তব্য করে জানাবেন।
    আল্লাহ হাফেজ

    The post Adobe Photoshop CS4 ইন্সটল করুন আপনার Android ফোনে [Exagear Gold] appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/UdT5O1q
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel