• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, November 7, 2022

    New

    “বিনিময়” বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমে নতুন সংযোজন যার সাহায্যে ব্যাংকিং লেনদেন হবে আরো সহজে।
    ইতিমধ্যেই অনেক প্রতিষ্ঠান তাদের মোবাইল এপ্লিকেশন ‘বিনিময়’ সেবা টি চালু করে দিয়েছে।

    বিনিময় কি


    ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের (ইউপিআই) আদলেই হচ্ছে দেশের ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি), যা বিনিময় নামে পরিচিত।

    বিকাশ থেকে রকেটে, টাকা যাবে নিমেষে। এমন দিন শিগগির আসছে। শুধু বিকাশ-রকেটের মতো মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) নয়, যেকোনো ব্যাংক থেকে এমএফএসে বা এমএফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তরের সুযোগ চালু হচ্ছে।

    বিনিময় এর এপ্লিকেশন বা ওয়েবসাইট আছে?


    আপাতত বিনিময় এর কোনো এপ্লিকেশন বা ওয়েবসাইট নেই, নির্দিষ্ট ব্যাংকের এপ্লিকেশনে এই সেবা টি পাবেন। তবে ভবিষ্যতে বিনিময় এর সেবা বাড়বে এবং ওয়েবসাইট ও এপ্লিকেশন আসবে, এমনটাই সংবাদমাধ্যম জানিয়েছে।

    বর্তমানে বিনিময় সেবা কারা দিবে?


    এখনই সব ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ‘বিনিময়ে’ যুক্ত হচ্ছে না। আপাতত সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ও ডাচ্‌–বাংলা ব্যাংক এ সেবায় যুক্ত হচ্ছে। এ ছাড়া এমএফএসে হিসেবে থাকছে বিকাশ ও রকেট। এ ছাড়া পিএসপি হিসেবে যুক্ত হচ্ছে প্রগতি সিস্টেমের টালিপে। ধীরে ধীরে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস ও পিএসপি এই সেবায় যুক্ত হবে।

    বিনিময় কিভাবে কাজ করবে?


    বিনিময় ব্যবহার করার জন্যে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট একাউন্টের এপ্লিকেশন থেকে একটি বিনিময় একাউন্ট খুলতে হবে, অর্থাৎ বিকাশ থেকে রকেটে টাকা সেন্ড করতে হলে দুটি বিনিময় একাউন্ট লাগবে, একটি বিনিময় একাউন্ট খুলতে হবে বিকাশে, অন্যটি রকেটে। তারপর আপনি বিনিময় আইডি ব্যবহার করে টাকা সেন্ড করতে পারবেন।

    চার্জ কত কাটবে?

    যদিও সংবাদমাধ্যমে বলা হয়েছে, এখন বিনিময়ে কোনো চার্জ কাটবেনা, আমি পরীক্ষামূলক ভাবে বিকাশ থেকে ইসলামি ব্যাংক এ সেন্ড করে দেখলাম ১% চার্জ কাটতেছে। এখন সত্যিই চার্জ ছাড়া হবে কিনা আমার জানা নাই।

    টাকা সেন্ড করার নিয়ম


    এই পোস্টে আমি বিকাশ থেকে কিভাবে ইসলামি ব্যাংকে “বিনিময়” এর মাধ্যমে কিভাবে টাকা পাঠিয়েছি তা দেখাবো।

    (১) প্রথমে বিকাশ এপ্লিকেশন অপেন করুন, এবং নিচে স্ক্রল করে অন্যান্য সেবায় চলে যান ওখানে বিনিময় অপশন দেখতে পারবেন।

    (২) ওখানে ভেতরে ঢুকে একটি একাউন্ট ক্রিয়েট করে নিন যাবতীয় তথ্য দিয়ে। আমার ই-টিন নাম্বার ছিল না তাই সব গুলো ১ দিয়েছিলাম, কাজ হয়ে গেছে 😶😶😶

    (৩) একটি ৬ডিজিটের পিন দিন।

    (৪) ব্যস এখন আপনার বিনিময় ইউজার আইডি খোলা শেষ, মনে রাখবেন প্রতিটা MFS অথবা ব্যাংক একাউন্ট এর জন্যে আলাদা আলাদা বিনিময় আইডি খুলতে হবে।

    (৫) সেলফিনে ঢুকে ফান্ড ট্রান্সফার অপশন থেকে ইসলামি ব্যাংকের জন্যে একটি বিনিময় একাউন্ট খুলে নিন। যেহেতু এটা সহজ তাই স্ক্রিনশট দিলাম না। আর আমি একাউন্ট খোলার সময় স্ক্রিনশট নিতে ভূলে গেছিলাম।

    (৬) এবার বিকাশে আবার বিনিময় অপশনে ঢুকেন।

    (৭) Direct Pay তে ক্লিক করুন টাকা সেন্ড করার জন্যে।

    (৮) এবার এমাউন্ট, রেফারেন্স, এবং যে একাউন্টে সেন্ড করবেন সেই বিনিময় আইডি দিয়ে, পিন দিয়ে কনফার্ম করুন।

    (৯) দেখুন আমার সফল লেনদেনের প্রমাণ।

    তো এই ছিল বিনিময় এর প্রসেস। আশা করি সামনে আরো আপডেট আসবে বিনিময় নিয়ে এবং সব ধরনের ব্যাংক এর আওতায় আসবে।
    আল্লাহ হাফেজ।

    আরও পড়ুন,

    Adobe Photoshop CS4 ইন্সটল করুন আপনার Android ফোনে [Exagear Gold]

    সেইভ করার ঝামেলা ছাড়া যেকোনো Whatsapp নাম্বারে চ্যাট করুন

    PDF এর খুটিনাটি এর জন্যে আমার দেখা সেরা দুটি ওয়েবসাইট রিভিউ

    আপনার স্মার্টফোন এর লুক পুরাতন নোকিয়ার লুক দিয়ে চমকে দিন সবাইকে

    Bluetooth Speaker কে বানিয়ে ফেলুন Sound Amplifier [App Review ]

    ইংরেজি ২য় পত্রের সিভি লেখা নিয়ে আর নয় চিন্তা [শিক্ষার্থীদের জন্যে]

    দৈনন্দিনের হিসাব রাখার দারুণ একটি App [একের ভেতর অনেক]

    মেডিসিন সম্পর্কে জানুন এবং অর্ডার করুন [App Review]

    দ্বীনি ভাই-বোনদের জন্যে প্রয়োজনীয় পাচঁটি এপ্লিকেশন

    The post ‘বিনিময়’ – বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমে নতুন সেবা [MFS to MFS, Bank & Vice Versa] appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/ObfQEng
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel