• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, November 3, 2022

    New

    হ্যালো ট্রিকবাসী৷ কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। লেখা শুরু করার আগে একটা কথা বলে রাখি। আজকের এই পোস্টটি শুধু মাত্র নতুন ব্লগারদের জন্য লেখা। সুতারাং যারা ব্লগার এক্সপার্ট আছেন কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

    আমি নাসিম পারভেজ ওয়েবসাইট এবং এডসেন্স নিয়ে কাজ করি ২০১৯ সাল থেকে। ব্লগিং শুরুর দিকে খুব সহজেই গুগল এডসেন্স এপ্রুভ পাওয়া যেতো। তবে দিন যত বেশি সামনে এগিয়ে যাচ্ছে গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। বেশির ভাগ ব্লগে শুধু মাত্র লো ভ্যালু কনটেন্ট দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে।

    কিভাবে গুগল এডসেন্স এর লো ভ্যালু সমস্যার সমাধান করবেন এবং ১০০% এডসেন্স এপ্রুভ করাবেন তা নিয়েই আজকের লেখতে বসা।

    গুগল কিছুদিন আগে একটা আপডেট নিয়ে এসেছে সেই আপডেটের পর যেন গুগল আরও বেশি কঠিন হয়ে পড়েছে নতুন ব্লগারদের উপর।

    গুগল এডসেন্স লো ভ্যালু সমস্যার সমাধান যেভাবে করবেন

    আমার নতুন একটি ওয়েবসাইটে গুগল এডসেন্স এর জন্য আবেদন করলে লো ভ্যালু কনটেন্ট দেখিয়ে রিজেক্ট করে দেয়। কেন গুগল আমার ওয়েবসাইটকে লো ভ্যালু সমস্যার জন্য রিজেক্ট করলো চলুন দেখে নিই—

    ১. আমার ওয়েবসাইট এর যে থিম বা টেমপ্লেট টি ছিলো ওটা মোবাইল ফ্রেন্ডলি না।

    ২. গুগল Search Consol থেকে যেটা বুজতে পারি গত ২ সপ্তাহে কোন ইম্পেশন & ক্লিক নাই।

    ৩. প্রশ্ন উত্তর ওয়েবসাইট হওয়াতে কনটেন্ট গুলো ছিলো খুবই ছোট।

    ৪. কোন ব্যাকলিংক ছিলো না।

    ৫. ভিজিটর এর সংখ্যা ছিলো খুবই কম & বাউন্সরেট ছিলো তুলনা মূলক অধিক বেশি।

    উপরে যে ৫ টি কারন উল্লেখ করেছি মূলত এই ৫ টি কারনের জন্যই লো ভ্যালু সমস্যা দেখিয়ে গুগল রিজেক্ট করে।.

    কিভাবে এগুলো সমাধান করবেন——

    ১. ব্লগে বা ওয়েবসাইটে যে থিমটি রাখবেন অবশ্যই যেন মোবাইল ফ্রেন্ডলি & এডসেন্স ফ্রেন্ডলি হয়। Gpl বা ক্রাক থিম হলেও এডসেন্স পাবেন। শর্ত ইউজার ফ্রেন্ডলি & হালকা হতে হবে। গুগল সব সময় সাদা মাটা থিম পছন্দ করে।

    ২. কিওয়ার্ড রিসার্চ করে পোস্ট করতে হবে। অর্গানিক ভিজিটর না থাকলেও এডসেন্স পাবেন। কিন্তু গুগল এডসেন্স দেয় এমন কিওয়ার্ড নিয়ে কনটেন্ট লিখতে হবে।

    ৩. পোস্ট ছোট হোক বা বড় হোক অবশ্যই সঠিক ইনফরমেশন থাকতে হবে। তবে চেষ্টা করবেন ৩০০ শব্দের উপরে ব্যবহার করার জন্য & ইনফরমেশন এর কথা তো আগেই বললাম।

    ৪. ব্যাকলিংক আপনার ওয়েবসাইটকে যেমন রেংক করাতে সাহায্য করে তেমনই এডসেন্স এপ্রুভাল পেতেও অনেক বড় ভূমিকা রাখে। তবে এমন কিছু সাইট থেকে ব্যাকলিংক নিতে হবে যাতে করে সেই সাইটের অথরিটি ভালো থাকে এবং আপনার একই নিশের হয়।

    ৫. বাউন্স রেট বেড়ে যাওয়ার মূল কারন হলো আপনার সাইটে ভিজিটর কোন পোস্ট না পড়ে আসে & চলে যাই। এজন্য আপনাকে এমন কোন আর্টিকেল লিখতে হবে যাতে করে ভিজিটর গণ আপনার লেখা গুলো পড়ে।

    আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন। আর সময় পেলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসুন।

    আমার ওয়েবসাইট লিংক – https://seotoolskit.xyz

    The post গুগল এডসেন্স লো ভ্যালু সমস্যার সমাধান যেভাবে করবেন || ১০০% এডসেন্স এপ্রুভ হবে appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/ZKDpQyR
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel