ঈদুল আযহা ও কুরবানী (কুরআন ও হাদিসের আলোকে)
আসসালামু আলাইকুম । আজ ৯ই জুলাই ২০২২,শনিবার । আগামীকাল রবিবার বাংলাদেশে ঈদুল আযহা বা কুরবানী ঈদ পালন করা হবে । এজন্য কুরবানি ও ঈদ সম্পকে কিছু লিখতে বসলাম । আশা করি সবাই ভালোভাবে পড়বেন ।
জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা পালন করা হয় । সাপ্তাহিক ঈদ হলো জুমুআর দিন এবং বাৎসরিক ঈদ দুটি । তা হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহা ।
ঈদুল আযহার দিনে কুরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাওয়া সুন্নাত । আমরা এটি মানার চেষ্টা করব ।
আমাদের দেশের অনেক জায়গাতে মধ্যপ্রাচ্যের দেশের সাথে মিল রেখে অনেক জায়গায় আগে আগে ঈদ পালন করা হয় । ফলে অনেক সংঘাতের সৃষ্টি হয় যা কঠিন হারাম ও অন্যায় । হাদিসের সুস্পষ্ট নিয়ম হলো পৃথিবীর একস্থানে চাঁদ দেখলেই ঈদ হবে না । রাষ্ট্রপক্ষের নিকট চাঁদ দেখা প্রমাণিত হতে হবে । এমনকি অধিকাংশ ফকিহগণ এ মত পেষণ করেছেন । রাষ্ট্রপ্রধান ও অধিকাংশ জনগণ যেদিন ঈদ করবে সেদিনই করতে হবে । এতে ভুল হলেও কোন মুমিনদের সমস্যা হবে না । সকলের কুরবানি আদায় হয়ে যাবে ।
|| সবসময় তাড়াতাড়ি কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে । যাতে অন্যদের মাঝে খুব দ্রুতই তা পৌঁছে দেওয়া যায় ।
রাসুল (স) ঈদুল আযহার নামায সূয উঠার ৩০ মিনিট অথবা ১ ঘন্টার ভিতরে আদায় করে ফেলতেন এবং ঈদুল ফিতরের নামায ১ থেকে দেড় ঘন্টার মধ্যে আদায় করে ফেলতেন । আমরাও চেষ্টা করব । তবে দেরি করলে সমস্যা নেই । খেয়াল রাখতে হবে যেন গোশত বন্টনের জন্য যথেষ্ট সময় থাকে ||
~~রাসুল (স) বলেছেন, “যার সাধ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না,সে যেন আমার ঈদগাহে না আসে ।”
(হাকিম ও যাহাবী হাদিসটিকে সহিহ বলেছেন)
তাই যাদের সামথ আছে তারা যেন অবশ্যয় কুরবানি দেয় ।
কুরবানি দিতে হলে নিধারিত ৬টি পশুর যে কোন একটি দেওয়া যেতে পারে । এগুলো হলো : উট, মহিষ,গরু, ছাগল, ভেড়া ও দুম্বা । এর মধ্যে উট, মহিষ ও গরুকে সাত ভাগে ভাগ করা যাবে । চাইলে সাত ভাগের মধ্যে আকিকার ভাগসমূহও রাখা যাবে । একাধিক লোকজন ভাগিদার হলে আমাদেরকে অবশ্যয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো ৭জনের মধ্যে প্রত্যেকে যেন হালাল ইনকামি হয় । একজনও যদি হারাম পথে ইনকাম করে আর সে যদি কোন অংশের ভাগিদার হয় তবে সকলের কুরবানি বরবাদ হয়ে যেতে পারে ।
রাসুল (স) সুস্থ পশুদের কুরবানি করতে বলেছেন এবং রোগা পশুদের কুরবানি করতে নিষেধ করেছেন ।
** কুরবানিকারী হজে না যেয়েও হজের পূণ সওয়াবের অধিকারী হতে পারেন । তাই কুরবানিকারীর উচিত কুরবানির নিয়ত গ্রহণের পর সে যেন আর চুল ও নখ না কাটে । এটি মহানবি (স) এর আদেশ ।
আজ থেকে প্রায় ৪হাজার বছর আগে ইব্রাহিম (আ) তাঁর নিজপুত্র ঈসমাইল (আ) কে কুরবানি করেন । আর তারপর থেকেই কুরবানির প্রচলন । আমরা ঘটনাটি শুনে থাকি । তাই আর উল্লেখ করলাম না । নিজ এলাকার ইমামদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য অনুরোধ রইল ।
কুরবানির রক্ত ও মাংস কোন কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না । পৌঁছায় অন্তরের তাকওয়া । আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করব । এটাই মূল নিয়ত । অন্য কোন নিয়তে কুরবানি করলে কুরবানি সহিহ হবে না ।
আমরা অনেক সময় বলে থাকি অমুকের নামে কুরবানি দিচ্ছে । এটা সম্পূণ ভুল । বলতে হবে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেওয়া হচ্ছে । এরুপ নিয়ত ব্যাতীত কুরবানি করলে কুরবানি সহিহ হবে না ।
কুরবানির গোশত মহানবি (স) তিনভাগে ভাগ করতেন । একভাগ নিজের জন্য, অন্যান্য দুই ভাগের একভাগ আত্মীয় স্বজন ও অন্য ভাগ গরীবদের ভিতরে যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দিতেন । এটাই সহিহ পদ্ধতি ।
তবে কুরবানির গোশত সম্পূণটাও রাখা যাবে একটি ক্ষেত্রে । যদি আপনার পরিবারের লোকসংখ্যা অধিক হয় এবং আপনার যতটুকু গোশত হয়েছে তা সম্পূণ প্রয়োজন হয় সেক্ষেত্রে রাখা যাবে । তবে তাকওয়া ঠিক রাখতে হবে । বাংলাদেশে যৌথ পরিবারের সংখ্যা নেই বললেই চলে । তাই এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে না ।
আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক । যারা কুরবানি দিতে পারছে না তাদেরকে পরবতীতে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক । এমনকি আমাদের পরিবারেরও এ বছর সামথ হয় নি । আল্লাহ সকলের কুরবানিকে কবুল করুক । সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি ।
The post ঈদুল আযহা ও কুরবানি সম্পকে সংক্ষিপ্ত আলোচনা appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/IcgV9h2
via IFTTT
No comments:
Post a Comment