• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, April 1, 2022

    New

    আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসী।

    কেমন আছেন সকলে ,

    আশা করি ভাল আছেন।

    কিন্তু আজকে আমি ভালো নেই,

    আজকে একটি প্রতিবাদ মূলক পোষ্ট করছি আপনাদের মাঝে।

    Trickbd.com ওয়েবসাইটটি অনেক পুরাতন,,

    মূলত এখানে আমরা সকলেই আমাদের সকল জ্ঞান এর প্রকাশ করতে আসি।

    নিজে যতটুকু জানি সেই জ্ঞানটুকু সকলের মাঝে প্রকাশ করতে আসি।

    কিন্তু দেখা যায় অনেকেই নতুন আছে যারা,

    ট্রিকবিডিতে পোস্ট করতে আসেন।

    যেহেতু তারা নতুন মানুষ তাদের অনেক ক্ষেত্রে,,,

    কাজের ভূল-ত্রূটি থাকে।

    আপনাদের উচিত সেই সব ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিয়ে,,

    তাকে নতুন উদ্যোমে উৎসাহ দিতে।

    কিন্তু আমি লক্ষ্য করেছি ট্রিকবিডি এর অনেক অথর এবং

    কন্ট্রিবিউটর যারা রয়েছেন তারা

    যারা নতুন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন।

    তাদেরকে এটা বোঝানো উচিত ছিল,,

    পোষ্ট গুলোকে আরেকটু উন্নত করার জন্য উপদেশ দেওয়া।

    কিন্তু রীতিমতো তারা সেটি না করে,,

    তাদেরকে বিভিন্ন রকম কথা বলেন।

    হোক সেটা কমেন্ট বক্সে বা ফেসবুক ইনবক্সে।

    এগুলো কথা যখন কোন নতুন অথর্ শুনে,

    তখন তার অনেকটাই খারাপ লাগে,

    যেটা বলে বোঝানোর মত না।

    এর ফলে পোস্ট করার আগ্রহ টুকু হারিয়ে ফেলে অথর।

    আপনাদের কাছে এগুলো কখনোই নতুন অথর

    যারা রয়েছে এগুলো তারা কখনো আশা করে না।

    ঠিক আছে মানলাম নতুন মানুষ ভুল হতেই পারে।

    আপনাদের উচিত গঠনমূলক কথা বলা।

    কিন্তু যখন আপনারা সরাসরি অশ্রাব্য ভাষায় গালাগালি করেন।

    অথবা কষ্ট পাওয়া যায় এমন কথাবার্তা বলেন, তখন অনেকটাই খারাপ লাগে।

    তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে,,

    কখনোই কাউকে ছোট করে দেখবেন না।

    যদি আপনি এতটাই ইউনিক পোস্ট করতে পারেন বা এতটাই ভাল জানেন,,

    তাহলে আপনি নিজে পোস্ট করবেন।

    কমেন্ট করতে বা ফেসবুকে গালাগালি করতে তো আর গায়ে বাঁধে না।

    তাহলে আপনারা যেহেতু এত জানেন নিজেরাই পোস্ট করবেন।

    অহেতুক অন্যকে গালাগালি বা অশ্রাব্য কথা বলার কি দরকার।

    কারণ কেউ ধোয়া তুলসী পাতা না।

    সবার মধ্যেই কিছু না কিছু ভুলত্রুটি থাকেই।

    সে গুলোকে মানিয়ে নিতে শিখতে হবে।

    আর ভুল ত্রুটি হলে অবশ্যই গঠনমূলক কথা বলতে হবে।

    যাতে পরবর্তী সময়ে সেই ভুলটি যেন কেউ না করে।

    আমার বলার মতো এইগুলোই ছিল।

    আল্লাহ তাআলার কাছে দোয়া করি।

    সকলে ভালো থাকবেন।

    সুস্থ থাকবেন।

    আল্লাহ্ হাফেজ।

    The post প্রতিবাদ মূলক পোষ্ট!! Trickbd appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/GwftCXx
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel