আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ ওয়া বারাকাতুহ্।
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রাহমাতে ভালো আছেন।
আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম দারুণ একটি অ্যান্ডয়েড ফোন সিকিউরিটি অ্যাপ। অ্যাপটির নাম হলো Phone Anti-Theft Alarm. এখানে প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিন।
ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। অ্যাপটি লোডিং হওয়ার পর পরের পেজে I agree তে চাপ দিয়ে অ্যাপে প্রবেশ করুন।
এবার কমপক্ষে চার সংখ্যার একটা পাসওয়ার্ড টাইপ করে ওকে দিন।
এবার ওপরে ডানদিকে থ্রি ডট এ ক্লিক করে অ্যাপ সেটিংস এ চলে যান।
সেটিংসে Alert Tones থেকে যেকোনো একটা টোন নির্বাচন করে দিন।
কেউ যদি আপনার প্যাকেট বা ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি করার চেষ্টা করে; অ্যালার্ম আপনাকে সতর্ক করে দেবে। এর আগে নিশ্চিত করুন যে, আপনার ফোনটি ফ্লিপ কভারের সাথে আবৃত হয়েছে কিনা।
Anti-Pickpocket এ চাপ দিয়ে অ্যাক্টিভেট করে দিন।
পাবলিক প্লেসে মোবাইল চার্জে দিয়েছেন, এটা সেট করে রাখুন। কেউ যখন আপনার মোবাইল ফোন থেকে চার্জার বিচ্ছিন্ন করবে; উচ্চ শব্দ আপনাকে সচকিত করে দেবে। Charger Removal Alert অ্যাক্টিভেট করে দিন।
কেউ আপনার মোবাইল নড়াচড়া বা স্পর্শ করলে, সাথে সাথে আপনাকে সতর্ক করে দেবে। Anti-Motion এ চাপ দিয়ে অ্যাক্টিভেট করে দিন।
আপনার পরিবারের কেউ মোবাইলের লক খোলার চেষ্টা করছে, লক ভুল করলেই আপনার ফোন তার ছবি তুলে নেবে। Indruder Alert অ্যাক্টিভেট করে দিন। নিচে আপনার ইমেইল টাইপ করুন। ঘর দুটিতে টিক চিহ্ন দিন। নিচে কতবার ভুল ড্রয়িং করলে আপনাকে অ্যালার্ট সহ তার ছবি তুলে নেবে; নির্ধারণ করে দিন। আপনি Show Intruders এ চাপ দিয়ে কে আপনার ফোন আনলক করতে চেষ্টা করেছে, তার ছবি দেখতে পারবেন অথবা আপনার ইমেইলে একটা মেসেজ চলে যাবে।
অ্যাপটি ইনস্টল করার পর যে পাসওয়ার্ড দিয়েছেন, সেটা ছাড়া মোবাইলের অ্যালার্ম বন্ধ করতে পারবেন না। আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সেটিংসে গিয়ে।
বিঃ দ্রঃ অ্যাপটি কোনোদিন আনইন্সটল করলে তার আগে এটা অফ করে দেবেন।
এছাড়াও নিচের দিকে আরো একটা অ্যাপ পাবেন। আপনার মোবাইল সাইলেন্ট করা অবস্থায় খুঁজে না পেলে হাতে তালি দিয়ে অ্যালার্ম বাজাতে পারবেন।
প্লে স্টোর থেকে অ্যাপ টা ইনস্টল করে সেটিংস এ গিয়ে স্টার্ট করে দিন।
আমি ট্রিকবিডি তে নতুন, তাই ভুলত্রুটি হলে শুধরে দেবেন আশা করি।
The post অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তার জন্য এই অ্যাপটি আপনার অবশ্যই দেখা দরকার। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3xzNkEM
via IFTTT
No comments:
Post a Comment