• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, July 8, 2021

    New

    আসসালামু আলাইকুম।
    আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন।
    আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

    বিকাশ রকেট,নগদ সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা প্রায় সময়ই লেনদেন করে থাকি। সেক্ষেত্রে আমরা কেউ বাটন ফোন ব্যবহার করি আবার কেউ স্মার্টফোন ব্যবহার করি। এক্ষেত্রে কিছু-কিছু সময় স্মার্টফোন ব্যবহারকারীগণ বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, কেননা অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর জন্য এপ ব্যবহার করেন, এপ ব্যবহার করার বেশ কিছু কারণ রয়েছে

     

    তারমধ্যে উল্লেখযোগ্য হলো :


    • ১. সহজে অপারেট করা যায়।
    • ২. বিভিন্ন অফার এবং ডিসকাউন্ট পাওয়া যায়।


      এপ এ এত সুবিধা থাকার পরও আমরা এপ ব্যবহার করে এপ এর সুবিধাগুলো নিতে পারি না, এর প্রধান কারণ হচ্ছে আমরা যেই স্মার্টফোন এ এপ ব্যবহার করতে চাই সেই মোবাইল এর সিম এ বিকাশ, রকেট বা নগদ একাউন্ট করা নাই বা যেটাতে করা আছে সেটা অন্য কোনো বাটন ফোনে লাগানো আছে।

      আজকে আমি আপনাদেরকে দেখাব বিকাশ একাউন্ট খোলা আছে এমন সিম যদি বাটন ফোন এ ও লাগানো থাকে তারপরও ঐ একাউন্ট আপনার স্মার্টফোন এর বিকাশ এপ এ ব্যবহার করতে পারবেন।(এ পদ্ধতি অবলম্বন করে রকেট এবং নগদ এপ ও চালাতে পারবেন)

      এখন মূল আলোচনায় আসা যাক

      • প্রথমে বিকাশ এপ ওপেন করুন।
      • এরপর রেজিষ্ট্রেশন/লগইন এ ক্লিক করুন।
      • তারপর আপনার বিকাশ নাম্বার দিন।(যেটাতে আগেই একাউন্ট খোলা আছে)
      • এখন অপনার সিমটি কোন অপারেটর এর তা সিলেক্ট করুন।
      • এখন আপনার সিম এ একটি মেসেজ চলে যাবে এবং(৩০ সেকেন্ড) কাউন ডাউন শুরু হবে

        এখন আপনাকে এই ৩০ সেকেন্ড এর মধ্যে মেসেজটি আপনার স্মার্টফোন এ থাকা সিম এ পাঠাতে হবে।

        (যে মোবাইল দিয়ে বিকাশ এপ এ ধুকছেন ঐ মোবাইল এর সিম এ)
        ঠিক-ঠাক মতো করতে পারলে অটোমেটিক কোড বসে যাবে।তারপর নিচে কনফার্ম করুন এ ক্লিক করতে হবে।বিঃদ্রঃ উপরের কাজটুকু খুব দ্রুত করতে হবে তা না হলে যদি কাউন ডাউন শেষ হয়ে যায় তাহলে হবে না।
      • এরপর আপনাকে পিন নাম্বার দিতে বলবে, আপনি পিন নাম্বার দিয়ে পরবর্তীতে➡ক্লিক করুন।
      • এখন কাজ শেষ, এবার পএ পর সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।


        এখন ঘরে বসেই বিকাশ, রকেট এবং নগদ একাউন্ট খোলা যায় যদি কেউ বিকাশ একাউন্ট খুলতে চান তাহলে নিচের লিংক এ ক্লিক করে এপ ডাউনলোড করে একাউন্ট খুলে নিতে পারেন।


        এখান থেকে ডাউনলোড করুন, ⬇⬇এখানে রেফার লিংক দেওয়া হয়েছে তাই ডাউনলোড করে একাউন্ট করলেই ২০ টাকা অতিরিক্ত বোনাস পাবেন

        কীভাবে একাউন্ট খুলতে হবে তা বিকাশের ওয়েবসাইট থেকেই দেখে নেন।

        ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন

        যেকোনো প্রয়োজনে____

        ফেসবুক আইডি লিংকঃ-
        ফেসবুক আইডি পেতে এখানে ক্লিক করুন

    The post [Must See] মোবাইলে সিম ইনসার্ট না করেই ব্যবহার করুন বিকাশ, রকেট ও নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এপ্লিকেশন। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/3qQxS4w
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel