• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, July 7, 2021

    New

    আসসালামু আলাইকুম 

    আমরা ‍দিন দিন প্রযুক্তি উপর নির্ভরশীল হয়ে পড়তেছি আর প্রযুক্তি আমাদের জীবনকে করে দিয়েছে আরও সহজ সরল ।
    ট্রিকবিডি আমাদের সুযোগ করে দিয়েছে নিত্য নতুন প্রযুক্তি জানার এবং শেয়ার করার  ।

    আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি তারা অনেকে জানিনা কিভাবে অফিসিয়াল ভাবে ল্যাপটপ বা কম্পিউটারের ড্রাইভার গুলো আপডেট দেওয়া যায়!

    নতুন করে Windows Setup  দিলে গ্রাফিক্স ড্রাইভার সহ অন্যান্য ড্রাইভার গুলো ইনস্টল দিতে অনেক ভেজাল পোহাতে হয়!

    অনেকে বিভিন্ন থার্ট পার্টি ওয়েবসাইট এবং সফট্ওয়ার ব্যবহার করে থাকি যার জন্য সহজে বিভিন্ন ভাইরাস আমাদের কম্পিউটারে বাসা বাধতে পারে!

    এত শত ভেজালে অনেকে Windows Setup দিতেই ভয় পান।

     

    এতশত ভেজালে আর পড়তে হবেনা দেখে নেন কিভাবে সহজে গ্রাফিক্স ড্রাইভার সহ আপডেট ইনস্টল করতে হয়।

    পোস্টটা নতুনদের জন্য।


    প্রথমে আপনার This Pc Or My Computer এর উপর মাউস রেখে মাউসের রাইট বাটন প্রেস করুন।


    তারপর  Manage এ ক্লিক করুন।


    তারপর Device Manager এ ক্লিক করুন।


    তারপর স্কিনশটে দেখানো যায়গায় ক্লিক করুন। [এখানে আমি Graphics Driver টা আপডেট দেওয়া দেখাচ্ছি]


    এটাতে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন।


    তারপর Driver Update এ ক্লিক করুন।


    তারপর এখানে ক্লিক করুন।


    দেখুন আপডেট চেক করতেছে।


    কোনো আপডেট থাকলে সেটা ডাউনলোড হয়ে অটোমেটিক আপডেট হয়ে যাবে।

    আমার এখানে আপডেট দেওয়া আছে তাই এই রকম দেখাচ্ছে।

    এভাবে আপনারা সবগুলো আপডেট করে নিতে পারেন অথবা আপনার যেটা প্রয়োজন সেটা আপডেট করে নিতে পারেন।

    বি-দ্রঃ ‍সেটিং থেকে আপডেট অফ করা থাকলে আগে সেটা অন করে নিবেন।

    আশা করছি পোস্টটা আপনাদের উপকারে আসবে।

    কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানাতে পারেন।

    ভুলত্রুটি হলে ক্ষমার চোখে দেখার চেষ্টা করবেন।

    Stay Home

    Stay Safe

    আল্লাহ হাফেজ

     

     

     

    The post কম্পিটার বা ল্যাপটপের সব ড্রাইভার অফিসিয়াল ভাবে ডাউনলোড এবং আপডেট করুন খুব সহজে। [Windows 10] appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/3dQPpEx
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel