• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Sunday, April 16, 2023

    New

    সার্ভে কাজ কি ? বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি অনলাইন ভিত্তিক আয়ের উৎস হলো এই সার্ভে কাজ। 

     
    সার্ভে কাজ কিঃ আশা করি আপনি দোকান কিংবা শপিংমল অথবা অনলাইন সাইট থেকে প্রোডাক্ট কিনেছেন। অথবা প্রতিমাসেই কিনে যাচ্ছেন।  এখন আপনাকে যদি আপনার বলা হয় যে তাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু প্রশ্ন করবে আপনাকে তার উত্তর দিতে হবে।
     
    আপনি হয়তো বলবেন যে আপনার সময় নেই আপনি অনেক ব্যস্ত কিংবা অন্য কিছু হয়তো কেউ রাজী হয়েও যেতে পারেন।
    কিন্তু আপনাকে যদি বলা হয় যে তারা আপনাকে তাদের প্রডাক্ট সম্পর্কে কিছু প্রশ্ন করবে আর আপনি যদি তার উত্তর দেন তবে আপনাকে তারা তার জন্য অর্থ প্রদান করবে। তাহলে আমি শিউর বেশীরভাগ মানুষ এই জরিপে অংশগ্রহন করবে।
     

     

     



     
    ঠিক তেমনি ভাবে আপনাকে এরকম আরো অনেক ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে চলুন আমি আরো কিছু উদাহরন আপনাদের দেই।
     
    ব্যাংকে একাউন্ট নিয়ে প্রশ্ন করতে পারে যেমন আপনি মাসে কত টাকা খরচ করেন কত টাকা ইনভেস্ট করেন কিংবা আপনি কি কি সার্ভিস গ্রহন করে থাকেন – যেমন ধরুন হতে পারে সেটা নেটফ্লিক্স প্রিমিয়াম মেম্বারশীপ কিংবা অ্যামাজন অথবা অন্য কিছু। হতে পারে সেটা আপনি কি মোবাইল অপারেটর ব্যবহার করেন কিংবা কত টাকা মাসে বিল দেন এই ধরনের।
     
    অথবা আপনাকে সার্ভে কাজ টিতে আরো প্রশ্ন করা হতে পারে যে আপনি বছরে কতবার ভ্রমন করেন। ভ্রমন ,হোটেল, গাড়ি ব্যবহার পর্যন্ত সব ধরনের প্রশ্নই থাকতে পারে। এছাড়াও কোন বিমানবন্দর ব্যবহার করেন কিংবা আর কি কি সার্ভিস গ্রহন করে থাকেন এই সব বিষয় গুলো এর ভিতর অন্তর্ভুক্ত।

     

     
    অথবা জিজ্ঞাসা করবে রাজনীতি, ইনভেস্ট, খেলাধুলা, সেলিব্রেটি, চিকিৎসা, আর্ট, ভিডিও, গেমস কিংবা আপনি দৈনান্দিক জীবনে যা করেন তা নিয়েই মূলত প্রশ্ন করা হয়ে থাকে। আর এই সকল প্রশ্নের উওর দেওয়ার জন্য তারা মোটা অংকের অর্থ প্রদান করে থাকে।
     

     

    প্রতিটি সার্ভে ১ মিনিট থেকে শুরু করে ৬০+ মিনিট পর্যন্ত হয়ে থাকে যত বড় সার্ভে তত বেশী পয়েন্ট বা অর্থ আপনাকে প্রদান করা হবে।
     

     

     
    আপনি একটি সার্ভে পূরন করার মাধ্যমে পেতে পারেন সর্বোচ্চ ৭ ডলার কিংবা আরো বেশী তবে সর্বনিম্ন পয়েন্ট এর সার্ভেও রয়েছে সব সময় যে বেশী পয়েন্ট এর সার্ভে আসবে তা কিন্তু ঠিক নয়। 

     

     
    এই সার্ভে কাজ করে যে কেউ ৩-৪ ঘন্টার মধ্যে ৫ ডলার নিমিষেই আয় করতে সক্ষম হবে। আর যদি আপনার ইংরেজি সম্পর্কে ভালো ধারনা থাকে তবে ১০০-৩০০+ ডলার আয় করা আপনার জন্য কোন সমস্যাই মনে হবেনা মাসে।
     

     

     
    কি আপনিও ভাবছেন নাকি কাজ করার কথা তবে বলে নেই বাংলাদেশ এ এরকম কোন ভালো প্লাটফর্ম নাই আর যেগুলো আছে সেগুলো থেকে আপনার ৫ ডলার আয় করতে গিয়ে উলটা ১০ ডলার খরচ হয়ে যাবে।

     সার্ভে কাজ  কিভাবে করবেন?

    যদিও বলেছি সার্ভে বাংলাদেশের জন্য প্রযোজ্য না তাই বলে কিন্তু এটা ভাববেন না যে  বাংলাদেশ থেকে  কাজ করা সম্ভব না। অবশ্যই সম্ভব কিন্তু এর জন্য আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে এবং কিছু খরচের ব্যাপার ও রয়েছে।
    তবে আমি বলবো যা খরচ হবে তা আপনি ৫-৭ দিনের মধ্যে উঠিয়ে ফেলতে পারবেন এবং বাকী ২৩ দিন যা আয় করবেন তা সম্পূর্ণ খরচ উঠার পর প্রফিট হিসাবে থাকবে আপনার কাছে।
     

     



    সার্ভে কাজ করার জন্য যা প্রয়োজনঃ

    1.  রেসিডেন্সিয়াল আইপি কিংবা ভিপিএস – সর্বনিম্ন খরচ ১০০০ টাকা থেকে শুরু করে ৩০০০+ টাকা
    2. মোবাইল কিংবা পিসি – আশা করি এটা সবার কাছেই আছে যে কোন একটি কিংবা দুটোই
    3. একটি ভেরিফাই করা আমেরিকার ব্যাংক একাউন্ট এবং ডেবিট কার্ড 
    4. ইউএসএ নাম্বার ভেরিফিকেশন ওয়ান টাইম নন ভিওআইপি
    5. ইংরেজীতে দক্ষ হলে তো কথাই নাই। 
    মোটামুটি এ কয়টি জিনিস যদি আপনি ব্যবস্থা করতে পারেন তবে আপনি সার্ভে কাজে অংশগ্রহন করতে পারবেন।
     

     

    সার্ভে কাজের সুবিধাঃ

    সুবিধা না থাকলে কি কেউ কাজ করে নাকি? এখানে সুবিধা হলো আপনি কিছু প্রশ্নের উত্তর প্রদান করার জন্য পাবেন ডলার। সার্ভে কাজ করার জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে এবং সাইট অনুসারে তাদের পলিসি ভিন্ন।
    মোট কথা আপনি ঘরে বসে সহজেই আয় করতে পারবেন এবং ১০০% ট্রাস্টেড।
    আপনি গিফট কার্ড, পেপাল, ব্যাংক ট্রান্সফার , ভার্চুয়াল ভিসা কার্ড ইত্যাদি সিস্টেমে আপনার পেমেন্ট কালেক্ট করতে পারবেন।
    এবং আপনি চাইলে আপনার রি-ওয়ার্ড সেল করে কিংবা সরাসরি ডলার কে টাকায় ও কনভার্ট করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। 
     

     

     

    সার্ভে কাজের অসুবিধাঃ

    সব কিছুতেই সুবিধা এবং অসুবিধা বিরাজমান। সার্ভে কাজেও রয়েছে নানান অসুবিধা তবুও কিন্তু থেমে থাকছেনা কেউ।
    তবে চলুন জেনে নেই কিছু অসুবিধা গুলোঃ-
     
    প্রথমত আপনাকে একটি ইউএসএ ভেরিফাইড ব্যাংক কিংবা পেপাল একাউন্ট যোগাড় করতে হবে।
    আপনাকে ওয়ান টাইম ভেরিফিকেশন প্রসেস এর মাধ্যমে আইডি ভেরিফাই করতে হবে।
    অতিরিক্ত ভুল উত্তরের জন্য আপনার একাউন্ট টি ব্যান হতে পারে।
    আপনাকে রাত ১২ টা থেকে সকাল ৮ পর্যন্ত এই টাইমে কাজ করতে হবে। যদি দিনের বেলায় সার্ভে পূরন করেন তবে আইডির সমস্যা হতে পারে।
    যদি কোন কারনে আইডি নষ্ট হয়ে যায় কিংবা ব্যান হয়ে যায় তবে আপনাকে ব্যাংক এবং পেপাল দুটোই পরিবর্তন করতে হবে।
    আপনাকে সব সমইয় চেক করতে হবে আপনার আইপি এবং ডিএনএস ১০০% ইউএসএ এর লোকেশন হয়েছে কিনা।
    জাস্ট এসব জিনিস গুলো যদি এড়িয়ে চলা যায় তবে আপনি নিশ্চিন্তে কাজ করে যেতে পারবেন।
    আর হ্যা আইপি কিনে কাজ করাটাও আসলে অসুবিধা কিন্তু এটা ছাড়া আপনি অনেক সার্ভে সাইটে প্রবেশ ও করতে পারবেন না।
    তাহলে মূলত এই ছিলো সার্ভে কাজের সম্পর্কে বিস্তারিত।
    আপনার যদি মোবাইল কিংবা পিসি থাকে তবে আপনি সহজেই এই সার্ভে কাজে অংশগ্রহন করতে পারবেন।
    আর পাশাপাশি যে সব জিনিস গুলো আপনাদের দরকার হবেঃ-
    1. USA Real Number For One Time Verification
    2. USA Bank (Example:- Go2Bank, MetaBank)
    3. USA Residential IP (http/Sock 5)
    4. USA Real Citizen Information – SSN
    জি আপনি যদি উপরের সকল জিনিস গুলো ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন।
     

     

    অনেকের মনেই প্রশ্ন জাগে এই সকল সার্ভিস গুলো আসলে কতটা সেফ?

    যদি আপনি নিজের একটি পার্সোনাল আইপি দিয়ে সব সময় কাজ করেন তবে আপনার কোন প্রকার ক্ষতির সম্মুখীন হতে হবে না। 
     
    ধরে নিন আপনি ইউএসএ এর যে কোন একটি ব্যাংক একাউন্ট খুললেন ভিপিএন ব্যবহার করে এবং সফল ও হয়ে গেলেন। কিছুদিন লেনদেন ও খুব সুন্দর ভাবে করলেন। 
     
    কিন্তু যখন আপনার সেই ভিপিএন এর নির্দিষ্ট সার্ভার টি ডাউন থাকবে তখন কি ঘটবে। 
    তারা অবশ্যই তাদের আইপি সার্ভার আপডেট করবে। 
     
    আর যখন আপনি সেই নতুন আইপি দিয়ে আপনার একাউন্টে প্রবেশ করলেন তখন আপনি লোকেশন চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সিকিউরিটি ইস্যুতে পড়ে যাবেন যার ফলে একাউন্ট ভ্যানিশ। 

     

    এবার সার্ভে কাজ সম্পর্কে আমাদের আগে থেকে যা জেনে রাখতে হবেঃ
    এবার পিসি ইউজার যারা আছেন তারা আইপি সেটিংস করার আগে যে সব ব্রাউজার ব্যবহার করবেন।
    মোবাইল কিংবা পিসির ক্ষেত্রে আইপি সেটিংস করার দরকার হয় তবে আর ডি পি হলে দরকার হয় না আর সব থেকে বেস্ট আর ডি পি
    চলো মোবাইল এবং পিসির সেটিংস কিভাবে করতে হয় দেখে নেই
    আমরা যেহেতু সার্ভে কাজে নিজেদের কে ইউএস এর জনগন বানিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমাদের দরকার হবে আইডেন্টিটি তাই না ?
    যেমন নাম , এড্রেস পার্সন এর ইনফরমেশন ইত্যাদি।
    আপনি চাইলে অনলাইন থেকে ইনফো কালেক্ট করে নিজের জন্য বানিয়ে নিতে পারেন আর সেটা কিভাবে করতে হয় তার একটা উদাহরন দিচ্ছিঃ-
    নিচের লিংকে চলে যান এবং একটা নেম জেনারেট করে ফেলুন সেখানে

    আপনি যে দেশের নাম মেক করতে চান সাথে ছেলে নাকি মেয়ে আর কতগুলো জেনারেট করতে চান নির্বাচন করে জেনারেট বাটনে ক্লিক করলে নাম পেয়ে যাবেন।

     
    এবার ঐ নামে আদেও কেউ আছে কিনা সেটা যাচাই করতে চাইলে নিচের লিংক ব্যবহার করুন।
     
    ( তবে উল্লেখিত সাইট ব্যবহার করার জন্য আপনাকে ইউ এস আইপি কিংবা ভিপিএন ব্যবহার করতে হবে। )
     

     

    এরপর আপনি যে নাম টি জেনারেট করেছেন সেটা বসিয়ে দিন আর সাথে দরকার হবে City , State কিংবা Zip সার্চ করার জন্য সেটা কি দিবেন? 

     
     
    চলুন আমরা আগে দেখে নেই কোন City এর ভিতর কোন কোন State রয়েছেঃ 
     

    Alabama:

    • Birmingham
    • Montgomery
    • Mobile
    • Huntsville
    • Tuscaloosa

    Alaska:

    • Anchorage
    • Fairbanks
    • Juneau
    • Sitka
    • Ketchikan

    Arizona:

    • Phoenix
    • Tucson
    • Mesa
    • Chandler
    • Glendale

    Arkansas:

    • Little Rock
    • Fort Smith
    • Fayetteville
    • Springdale
    • Jonesboro

    California:

    • Los Angeles
    • San Francisco
    • San Diego
    • San Jose
    • Sacramento

    Colorado:

    • Denver
    • Colorado Springs
    • Aurora
    • Fort Collins
    • Lakewood

    Connecticut:

    • Bridgeport
    • New Haven
    • Stamford
    • Hartford
    • Waterbury

    Delaware:

    • Wilmington
    • Dover
    • Newark
    • Middletown
    • Smyrna

    Florida:

    • Miami
    • Tampa
    • Orlando
    • Jacksonville
    • St. Petersburg

    Georgia:

    • Atlanta
    • Savannah
    • Augusta
    • Columbus
    • Macon

    Hawaii:

    • Honolulu
    • Hilo
    • Kailua
    • Kaneohe
    • Waipahu

    Idaho:

    • Boise
    • Meridian
    • Nampa
    • Idaho Falls
    • Pocatello

    Illinois:

    • Chicago
    • Springfield
    • Rockford
    • Peoria
    • Aurora

    Indiana:

    • Indianapolis
    • Fort Wayne
    • Evansville
    • South Bend
    • Carmel

    Iowa:

    • Des Moines
    • Cedar Rapids
    • Davenport
    • Sioux City
    • Iowa City

    Kansas:

    • Wichita
    • Overland Park
    • Kansas City
    • Topeka
    • Olathe

    Kentucky:

    • Louisville
    • Lexington
    • Bowling Green
    • Owensboro
    • Covington

    Louisiana:

    • New Orleans
    • Baton Rouge
    • Shreveport
    • Lafayette
    • Lake Charles

    Maine:

    • Portland
    • Lewiston
    • Bangor
    • Auburn
    • Biddeford

    Maryland:

    • Baltimore
    • Columbia
    • Annapolis
    • Frederick
    • Rockville

    Massachusetts:

    • Boston
    • Worcester
    • Springfield
    • Lowell
    • Cambridge

    Michigan:

    • Detroit
    • Grand Rapids
    • Ann Arbor
    • Lansing
    • Kalamazoo

    Minnesota:

    • Minneapolis
    • Saint Paul
    • Duluth
    • Rochester
    • Bloomington

    Mississippi:

    • Jackson
    • Gulfport
    • Hattiesburg
    • Biloxi
    • Southaven

    Missouri:

    • Kansas City
    • St. Louis
    • Springfield
    • Independence
    • Columbia

    Montana:

    • Billings
    • Missoula
    • Great Falls
    • Bozeman
    • Butte

    Nebraska:

    • Omaha
    • Lincoln
    • Bellevue
    • Grand Island
    • Kearney

    Nevada:

    • Las Vegas
    • Reno
    • Henderson
    • North Las Vegas
    • Sparks

    New Hampshire:

    • Manchester
    • Nashua
    • Concord
    • Derry
    • Dover

    New Jersey:

    • Newark
    • Jersey City
    • Paterson
    • Elizabeth
    • Trenton

    New Mexico:

    • Albuquerque
    • Las Cruces
    • Rio Rancho
    • Santa Fe
    • Roswell

    New York:

    • New York City
    • Buffalo
    • Rochester
    • Syracuse
    • Yonkers

    North Carolina:

    • Charlotte
    • Raleigh
    • Greensboro
    • Durham
    • Winston-Salem

    North Dakota:

    • Fargo
    • Bismarck
    • Grand Forks
    • Minot
    • West Fargo

    Ohio:

    • Columbus
    • Cleveland
    • Cincinnati

     

    • Toledo
    • Akron
    • Dayton
    • Parma
    • Canton

    Oklahoma:

    • Oklahoma City
    • Tulsa
    • Norman
    • Broken Arrow
    • Lawton

    Oregon:

    • Portland
    • Eugene
    • Salem
    • Gresham
    • Hillsboro

    Pennsylvania:

    • Philadelphia
    • Pittsburgh
    • Allentown
    • Erie
    • Reading

    Rhode Island:

    • Providence
    • Warwick
    • Cranston
    • Pawtucket
    • East Providence

    South Carolina:

    • Columbia
    • Charleston
    • North Charleston
    • Mount Pleasant
    • Rock Hill

    South Dakota:

    • Sioux Falls
    • Rapid City
    • Aberdeen
    • Brookings
    • Watertown

    Tennessee:

    • Nashville
    • Memphis
    • Knoxville
    • Chattanooga
    • Clarksville

    Texas:

    • Houston
    • San Antonio
    • Dallas
    • Austin
    • Fort Worth

    Utah:

    • Salt Lake City
    • West Valley City
    • Provo
    • West Jordan
    • Orem

    Vermont:

    • Burlington
    • South Burlington
    • Rutland
    • Barre
    • Montpelier

    Virginia:

    • Virginia Beach
    • Norfolk
    • Chesapeake
    • Richmond
    • Newport News

    Washington:

    • Seattle
    • Spokane
    • Tacoma
    • Vancouver
    • Bellevue

    West Virginia:

    • Charleston
    • Huntington
    • Morgantown
    • Parkersburg
    • Wheeling

    Wisconsin:

    • Milwaukee
    • Madison
    • Green Bay
    • Kenosha
    • Racine

    Wyoming:

    • Cheyenne
    • Casper
    • Laramie
    • Gillette
    • Rock Springs
     
     



    আমরা তাহলে এখন সব গুলো City এবং State এর নাম জানি এখন আমরা চাইলেই সেই City বা State এর নাম বসিয়ে সার্চ করতে পারবো।  
     



    দেখুন সার্চ করে একটা পাবলিক রেকোর্ড পাওয়া গিয়েছে সেই নামে এখন আমাদের কালেক্ট করতে হবে তার বয়স , নাম এবং এড্রেস। যা আমরা নোট করে রাখবো। 
     
    এখনে অনেকই মনে করবেন বয়স না হয় পেলাম কিন্তু তারিখ , মাস বছর কিভাবে বের করবো সহজ সমাধান আপনি নিজে থেকে একটা মাস , তারিখ দিয়ে দিন এরপর প্লাস মাইনাস করে ৫৬ বছরের হিসাবে বয়স নির্বাচন করুন।
     
     
    এখন কথা হচ্ছে আমরা কোন City বা State নির্বাচন করবো আর কেন করবো?
     
    আমরা যে আইপি ব্যবহার করবো সেটার সাথে মিল রেখে আমরা আমাদের সিটি কিংবা জিপ নির্বাচন করবো যাতে আইপির সাথে এড্রেস ম্যাচ করে। 
     



     
    ধরে নেন আপনি দিলেন ক্যালিফোর্নিয়া তে থাকেন কিন্তু আইপি লোকেশন ভার্জিনিয়ার তাহলে কেমন হলো সাইটের সিকিউরিটি আপডেট থাকলে আপনার একাউন্ট টাকে তারা আলাদা ভাবে চিহ্নিত করতে পারবে তাই তাদের সেই সুযোগ দেওয়া যাবেনা।
     
    কিছু দরকারী জিনিস আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে কাজের সময় এগুলোর উপর প্রশ্ন আসবে আর সেক্ষেত্রে আমরা যদি এই ব্যসিক জিনিস গুলো সম্পর্কে না জানি তবে সমস্যায় পড়বেন নির্ঘাত।
     
    ধরে নেন আপনাকে প্রশ্ন করা হলো আপনি North US, East US, South US, West US কোথায় থাকেন তখন আপনি চাইলে নিচের লিস্ট টা নোট করে রাখতে পারেন কাজে আসবে। 

    North:

    • Seattle, Washington
    • Minneapolis, Minnesota
    • Chicago, Illinois
    • Boston, Massachusetts
    • Toronto, Ontario (Canada)

    East:

    • New York City, New York
    • Philadelphia, Pennsylvania
    • Washington, D.C.
    • Miami, Florida
    • Nassau, Bahamas

    South:

    • Mexico City, Mexico
    • Houston, Texas
    • New Orleans, Louisiana
    • Atlanta, Georgia
    • San Juan, Puerto Rico

    West:

    • Los Angeles, California
    • San Francisco, California
    • Denver, Colorado
    • Las Vegas, Nevada
    • Honolulu, Hawaii

    শুধু লোকেশন সম্পর্কে আইডিয়া রাখলেই হবেনা আমাদের আর কিছু জানতে হবে চলুন এক নজরে দেখে নেই। 

     
    যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কোথা থেকে আপনার যাবতীয় কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনাকে জানতে সেখানের জনপ্রিয় কিছু শপ এবং অনলাইন প্লাটফর্ম সম্পর্কে। 
     

     

     

    1. Amazon
    2. Walmart
    3. eBay
    4. Target
    5. Best Buy
    6. Macy’s
    7. Home Depot
    8. Lowe’s
    9. Wayfair
    10. Zappos
    11. Nordstrom
    12. Sephora
    13. Apple
    14. Kohl’s
    15. Costco
    16. Etsy
    17. Nike
    18. Adidas
    19. REI
    20. Chewy
    যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন কিংবা অফিশিয়ালি আপনার প্রাইমারি ব্যাংক কোন টি সেক্ষত্রে আপনার ব্যাংকের নাম জানা অনেক জরুরী।
    1. JPMorgan Chase & Co.
    2. Bank of America Corp.
    3. Wells Fargo & Co.
    4. Citigroup Inc.
    5. U.S. Bancorp
    6. Truist Financial Corp.
    7. PNC Financial Services Group Inc.
    8. Capital One Financial Corp.
    9. TD Group US Holdings LLC
    10. HSBC North America Holdings Inc.
    11. Fifth Third Bancorp
    12. BMO Harris Bank NA
    13. KeyBank NA
    14. BBVA USA Bancshares Inc.
    15. Huntington Bancshares Inc.
    16. M&T Bank Corp.
    17. Regions Financial Corp.
    18. SunTrust Banks Inc.
    19. Comerica Inc.
    20. Ally Financial Inc.
    এবার যদি বলা হয় কোথায় আপনার ডলার ইনভেস্ট করেছেন ?
    1. Robinhood
    2. Acorns
    3. Stash
    4. SoFi Invest
    5. Wealthfront
    6. Betterment
    7. TD Ameritrade Mobile
    8. E*TRADE
    9. Fidelity Investments
    10. Charles Schwab
    11. Webull
    12. M1 Finance
    13. Public
    14. Ally Invest
    15. Stockpile
    16. Vanguard
    17. Coinbase
    18. Cash App
    19. Fidelity Investments
    20. Interactive Brokers
    যদি বলা হয় আপনি কোন কোম্পানীর গাড়ি ব্যবহার করেন ।

     

    1. Ford
    2. Toyota
    3. Chevrolet
    4. Honda
    5. Nissan
    6. Jeep
    7. RAM
    8. GMC
    9. Hyundai
    10. Subaru
    11. Kia
    12. Volkswagen
    13. Lexus
    14. BMW
    15. Mercedes-Benz
    16. Mazda
    17. Audi
    18. Buick
    19. Acura
    20. Tesla
    আপনাকে যদি বলা হয় আপনার বাৎসরিক আয় কত তবে সেক্ষেত্রে আপনি বলে দিতে পারেন ১ লক্ষ ডলার থেকে ২ লক্ষ ৫০ হাজার ডলার পর্যন্ত।
     
    যদি জিজ্ঞাসা করা হয় বাচ্চা আছে কিনা সেক্ষেত্রে হ্যা কিংবা নাতেও উত্তর দিতে পারেন আর হ্যা দিলে অবশ্যই বাচ্চাদে তথ্য আগে থেকে নিজের মত যুক্ত করে নিতে পারেন।
     

     

    পড়াশুনো কতদূর এখানে Postgraduate Degree ( MA ) কিংবা অন্যটা আপনি নিজের মত নির্বাচন করতে পারেন।
     
    আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার অফিসে কতজন কাজ করে সেক্ষেত্রে ২৫০০-৫০০০ দিতে পারেন চাইলে কম বেশী করতে পারেন।
     
    আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোথায় থাকে Urban, suburban or else অবশ্যই Urban/ City সিলেক্ট করবেন।
     
    বাসা ভাড়া থাকেন সেটাও দিতে পারেন নয়তো Own House নির্বাচন করতে পারেন। 
     
    কি কাজ করেন সেক্ষেত্রে আপনি রিয়েল লাইফে কোন কাজ করেন বা করতেন সেই ক্যাটাগরী নির্বাচন করতে পারেন যেমন আমাকে জিজ্ঞাসা করলে আমি এগুলো সিলেক্ট করবো IT , Software , Hardware, Consultant , Sales, Personal Services কারন এগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা রয়েছে তাহলে উত্তর দিতে কষ্ট কম হবে।
     
    এবার যদি জিজ্ঞাসা করা হয় আপনি ট্রাভেল করেছেন তখন এয়ারপোর্ট এর নাম লাগবে 
     
    1. Hartsfield-Jackson Atlanta International Airport (ATL)
    2. Los Angeles International Airport (LAX)
    3. Dallas/Fort Worth International Airport (DFW)
    4. Denver International Airport (DEN)
    5. O’Hare International Airport (ORD)
    6. John F. Kennedy International Airport (JFK)
    7. San Francisco International Airport (SFO)
    8. Seattle-Tacoma International Airport (SEA)
    9. McCarran International Airport (LAS)
    10. Orlando International Airport (MCO)
    11. Charlotte Douglas International Airport (CLT)
    12. Phoenix Sky Harbor International Airport (PHX)
    13. Miami International Airport (MIA)
    14. Newark Liberty International Airport (EWR)
    15. George Bush Intercontinental Airport (IAH)
    16. Minneapolis-Saint Paul International Airport (MSP)
    17. Philadelphia International Airport (PHL)
    18. Logan International Airport (BOS)
    19. San Diego International Airport (SAN)
    20. LaGuardia Airport (LGA)
    এরপর জিজ্ঞাসা করতেই পারে কোন হোটেলে ছিলেন 
    1. Marriott International
    2. Hilton Worldwide Holdings Inc.
    3. InterContinental Hotels Group
    4. Wyndham Worldwide Corporation
    5. Choice Hotels International Inc.
    6. Best Western International Inc.
    7. Accor SA
    8. Hyatt Hotels Corporation
    9. IHG Hotels & Resorts
    10. Carlson Rezidor Hotel Group
    11. Red Lion Hotels Corporation
    12. Extended Stay America, Inc.
    13. Four Seasons Hotels and Resorts
    14. Mandarin Oriental Hotel Group
    15. Rosewood Hotel Group
    16. The Ritz-Carlton Hotel Company
    17. Starwood Hotels & Resorts Worldwide, Inc.
    18. Leading Hotels of the World
    19. Fairmont Hotels & Resorts
    20. Loews Hotels & Co
     
    হয়তো এর পরের প্রশ্নের জিজ্ঞাসা করবে কোন ফাস্ট ফুড বা রেস্টুরেন্ট থেকে আপনি খাওয়া দাওয়া করেছেন?
     
    1. McDonald’s
    2. Starbucks
    3. Subway
    4. Taco Bell
    5. Chick-fil-A
    6. Burger King
    7. Wendy’s
    8. Dunkin’ Donuts
    9. Domino’s Pizza
    10. KFC
    11. Pizza Hut
    12. Chipotle Mexican Grill
    13. Panera Bread
    14. Sonic Drive-In
    15. Dairy Queen
    16. Little Caesars Pizza
    17. Popeyes Louisiana Kitchen
    18. Arby’s
    19. Five Guys Burgers and Fries
    20. Jimmy John’s
     
    এরপর হয়তো প্রশ্ন করতে পারে আপনি অনলাইনে কিছু অর্ডার করেছেন কিনা আর করে থাকলে ডেলিভারী মাধ্যম কি ছিলো 
    1. Uber Eats
    2. DoorDash
    3. Grubhub
    4. Postmates
    5. Instacart
    6. Seamless
    7. Caviar
    8. goPuff
    9. Favor Delivery
    10. Delivery.com
    এরপর যদি জিজ্ঞাসা করে বসে আপনি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন?
    1. Verizon Wireless
    2. AT&T Mobility
    3. T-Mobile US
    4. Tracfone Wireless
    5. Sprint Corporation
    6. US Cellular
    7. Cricket Wireless
    8. Boost Mobile
    9. MetroPCS
    10. Straight Talk Wireless
    11. Consumer Cellular
    12. C Spire Wireless
    13. Xfinity Mobile
    14. Ting Mobile
    15. Republic Wireless
    16. Google Fi
    17. Visible Wireless
    18. Mint Mobile
    19. H2O Wireless
    20. FreedomPop
    আপনি পলিটিক কোন টিম সাপোর্ট করেন?

     

    • The Democratic Party (জো বিডেন)
    • The Republican Party ( ডোনাল্ড ট্রাম্প )

     

    আপনার Reason জিজ্ঞাসা করলে আপনার জিপ এবং সিটি মিলিয়ে তারপর উত্তর দিতে হবে

     

    Northeast Region – This region includes the states of Maine, New Hampshire, Vermont, Massachusetts, Rhode Island, Connecticut, New York, New Jersey, and Pennsylvania.

    South Region – This region includes the states of Virginia, West Virginia, Kentucky, Tennessee, North Carolina, South Carolina, Georgia, Alabama, Mississippi, Arkansas, Louisiana, Florida, and Texas.

    Midwest Region – This region includes the states of Ohio, Indiana, Illinois, Michigan, Wisconsin, Minnesota, Iowa, Missouri, North Dakota, South Dakota, Nebraska, and Kansas.

    West Region – This region includes the states of Montana, Wyoming, Colorado, New Mexico, Idaho, Utah, Arizona, Nevada, Washington, Oregon, California, Hawaii, and Alaska.

     
    তবে অন্য ভাবেও প্রশ্ন টা করতে পারে সেক্ষেত্রে নিচের অংশ কাজে আসবে


    Northeast Region: New England – This sub-region includes the states of Maine, Vermont, New Hampshire, Massachusetts, Connecticut, and Rhode Island.
    Mid-Atlantic – This sub-region includes the states of New York, New Jersey, and Pennsylvania.

    South Region: Southeast – This sub-region includes the states of Virginia, West Virginia, Kentucky, Tennessee, North Carolina, South Carolina, Georgia, and Florida.
    Gulf Coast – This sub-region includes the states of Louisiana, Mississippi, Alabama, and Texas.

    Midwest Region: Great Lakes – This sub-region includes the states of Ohio, Indiana, Illinois, Michigan, and Wisconsin.
    Plains – This sub-region includes the states of Minnesota, Iowa, Missouri, North Dakota, South Dakota, Kansas, and Nebraska.

    West Region: Pacific States – This sub-region includes the states of Washington, Oregon, California, Hawaii, and Alaska.
    Mountain States – This sub-region includes the states of Montana, Wyoming, Colorado, New Mexico, Idaho, Utah, Arizona, and Nevada.

     
    আচ্ছা বাই দা ওয়ে উত্তর দিন আপনি বিয়ে করেছেন? যদি এমন প্রশ্ন করে 

     

    New England: Connecticut, Maine, Massachusetts, New Hampshire, Rhode Island, Vermont.
    Mid-Atlantic: New Jersey, New York, Pennsylvania.
    East North Central: Illinois, Indiana, Michigan, Ohio, Wisconsin.
    West North Central: Iowa, Kansas, Minnesota, Missouri, Nebraska, North Dakota, South Dakota.
    South Atlantic: Delaware, Florida, Georgia, Maryland, North Carolina, South Carolina, Virginia, West Virginia.
    East South Central: Alabama, Kentucky, Mississippi, Tennessee.
    West South Central: Arkansas, Louisiana, Oklahoma, Texas.
    Mountain: Arizona, Colorado, Idaho, Montana, Nevada, New Mexico, Utah, Wyoming.
    Pacific: Alaska, California, Hawaii, Oregon, Washington.

     

     

    আপনার বয়স বুঝে এসব উত্তর দিবেন নিজের না বানান আইডেন্টিটি অনুযায়ী। 

    এই প্রশ্ন টা কমন প্রশ্ন Race দিবেন White / Caucasian আর Hispanic এবং Latino  তে No.

    আর যদি জিজ্ঞাসা করে আপনি কি করেন Director , Executive Officer, দিবেন এগুলোতে ম্যাচ ভালো হয় 

    অন্যদিকে যদি কোম্পানীর বাৎসরিক আয়ের কথা আসে দিতে পারেন ৫ থেকে ১০০ মিলিয়ন পর্যন্ত কিন্তু ম্যাচ কম আসলে একটু আকটু চেঞ্জ করে দেখা ভালো।

     
    সার্ভে যদি কেটে যায় কিংবা আপনাকে অর্ধেক পথেই বের করে দেয় আর কারন কি হতে পারে? 
     
    সার্ভে কাটার সব থেকে বড় সমস্যা হলো প্রশ্নের ট্রাপ বুঝতে না পারা এমন কিছু প্রশ্ন করবে যেগুলো আপনি ভুলেও সিলেক্ট করলে আপনাকে সার্ভে থেকে বের করে দিবে তাবে কিছু দিন কাজ করলে নিজেই ট্রাপ গুলো বুঝে ফেলবেন।
     

    তবে ট্রাপে পড়তে না চাইলে আপনাকে উত্তর দেওয়ার আগে প্রশ্ন গুলো দেখে উত্তর দিতে দিতে হবে নয়তো দেখা যাবে সার্ভে আপনি ৯০% শেষ করে ফেলছেন কিন্তু ট্রাপ প্রশ্নে গিয়ে উলটাপালটা উত্তর দেওয়ার কারনে পুরো পরিশ্রম বৃথা হয়ে যাবে এবং সার্ভে টা থেকে পয়েন্ট পাওয়ার বদলে কেটে যাবে। যেমন ধরুন সারি বাধা একটা প্রশ্নের ভিতর থেকে যে কোন এক জায়গায় লেখা থাকতে পারে সিলেক্ট 3 কিংবা Red অথবা এমন টাইপের প্রশ্নই বেশী ভাগ করে তবে সেটা হতেও পারে যে ছবি দেখে জিনিস টার নাম বলুন ভিডিও তে কোন কোম্পানীর এড দেখানো হয়েছিলো অথবা ধরে নিন আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কবে চাঁদ থেকে পৃথিবীতে ল্যান্ড করলেন।

     
    আর অবশ্যই মনে রাখবেন সার্ভে প্রশ্নের ভিতরে সব সময় সেম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন বয়স , সাল , ফ্যামিলিতে কত জন আছে , বিয়ে করেছেন কিনা এই প্রশ্ন গুলো সার্ভের শেষে এসে যাচাই করে তাই উত্তর চেঞ্জ হলেও বের করে দিবে।
     
     
    সার্ভে কাটার মূল কারণ গুলো জেনে নিন বিস্তারিত ভাবে এবং এড়িয়ে চলুন এই বিষয় গুলো।

     

     

    1. Third-Party Termination
    2. Security
    3. GeoMissmatch
    4. VPN
    5. Profiling
    6. Survey Expired
     
    থার্ড পার্টি টার্মিনেশনঃ
    এটা হলো ধরে নিন আপনি সার্ভে করছেন এন্ড ফাস্ট স্টেপ কোয়ালিফাই হয়ে গেলেন তারপর অনেক সময় দেখা যায় অন্য একটা লিংকে রিডাইরেক্ট করে তাই না।
    আর ঐ টা হলো থার্ড পার্টি সাইট আর যখন আপনি থার্ড পার্টি সাইটে ভুল উত্তর দিয়ে বসেন আর সার্ভে যদি কেটে যায় সেটাকেই মূলত থার্ড পার্টি টার্মিনেশন বলা হয়।
     
    Security:
    সিকিউরিটি ইস্যু অনেক ধরনের হতে পারে সেটা প্রক্সির কারনে হতে পারে কিংবা প্রক্সিটি আপনাকে সর্বোচ্চ ভাবে হাইড করতে পারেনি তার ফলে বেশী হয়ে থাকে। সো প্রক্সি নির্বাচন জরুরী একটা ধাপ
     
    GeoMissmatch:
    এটা খুব সাধারন ভুলের কারনে হয়ে থাকে আর তা হলো আমাদের আইপি কিংবা প্রক্সির সাথে আমাদের ডিভাইসের টাইম জোন আলাদা থাকার কারনে আবার অনেকেই আছেন যে তারা লোকেশন চালু রাখেন যার ফলে আইপি ব্যবহার করলেও আপনার মেইল লোকেশন ঠিক দিয়ে দিচ্ছেন অজান্তেই।
     
    VPN
    ভিপিএন দিয়ে কাজ করলে বেশীর ভাগ সমস্যা হবে কিন্তু এর পরেও কাজ করতে চাইলে ভালো ভিপিএন ব্যবহার করতে হবে আপনাকে।
     
    চাইলে Express Vpn , Hammer Vpn , Mysterium Vpn , Mymobile Secure ব্যবহার করতে পারেন।
     
    Profiling
    এটা হলো সার্ভে অনুযায়ী আপনার প্রোফাইল ম্যাচ না হওয়ার কারনে সার্ভে কেটে যাওয়া। ধরে নিন সার্ভে টা আসলো প্লেনের আর আপনার প্রোফাইলে আপনি উত্তর দিয়েছিলেন আপনি জীবনে প্লেনে ভ্রমন করেন নি সেক্ষেত্রে আপনার সার্ভে টা কেটে যাবে।
     
    Survey Expired
    সার্ভের একটা লিমিটেশন থাকে রিসার্চার রা ধরে নিন ২০০ মানুষের মতামত নিবেন সেক্ষেত্র ২০০ জনের মতামত নেওয়া শেষ হয়ে গেলে সার্ভে টা Expired হয়ে যাবে যার মানে তাদের আর কারো মতামত প্রয়োজন নেই।
     
    আজকের পর্ব এখানেই শেষ করছি এত বড় দেখে ভয় পাবার কিছু নেই এটা ব্যসিক তথ্য ছিলো এগুলো যা বেশিরভাগ সময় আসে ।
     
    তাহলে দেখা হচ্ছে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

     





    The post সার্ভে কাজ শুরু করার আগে আপনার যে বিষয় গুলো সম্পর্কে ধারনা থাকা উচিৎ চলুন এক নজরে দেখে নেই ( সার্ভে সিরিজ পর্ব – ১০) appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/Dkhf2Nw
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel