• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, January 30, 2023

    New

    Hello TrickBD Users,

    কেমন আছেন সবাই । তো আজ থেকে আমি স্টার্ট করছি HTML , CSS এবং Js এর একটি লিখিত কোর্স ট্রিকবিডিতে । আশাকরি সবার সাপোর্ট পাবো ।

    কি থাকছে এই লিখিত কোর্স এ ?

    • HTML এর শুরু থেকে যতোটা জানানো সম্ভব এবং একজন ভালো ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা জানা দরকার তার সবকিছু বোঝানোর চেষ্টা করবো ।
    • HTML দিয়ে কমপ্লিট স্ট্রাকচার ডিজাইন করে কিভাবে CSS দিয়ে স্টাইল করতে হয়  ।
    • আবার তারপর শিখবো JavaScript
    • সবকিছুর শেষে আমরা শিখবো কিভাবে এই তিনটি ভাষা ব্যবহার করে একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট বানানো সম্ভব ।

    তো শুরু করা যাক ।

    HTML কী ?

    আপনারা অনেকেই আগে থেকে HTML সম্পর্কে জানেন আবার অনেকে জানেন না । অনেকেই মনে করেন এটি একটি প্রোগ্রামিং ভাষা , কিন্তু আপনাদের ধারনা সম্পূর্ণ ভূল ।

    HTML এর কাজ কী ?

    HTML হচ্ছে একটি মার্কআপ ভাষা । যা দিয়ে মূলত ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় ।

    HTML এর সম্পূর্ণরূপ হলো Hypertext Markup Language.  এটি ওয়েবের ভাষা। এটি ওয়েবসাইট তৈরি করতে ব্যবহৃত হয়। এটি একটি ওয়েবপেজের লেআউট সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়, যার অর্থ এটি একটি বেয়ারবোন ওয়েবপেজ এর অবকাঠামো।

    HTML এর ব্যবহারবিধি

    HTML ওয়েবসাইটের পৃষ্ঠাগুলো তৈরি করতে ব্যবহার হয়ে থাকে , যাকে ওয়েবপেজও বলা হয় । যা আমরা ইন্টারনেটে দেখি ।
    HTML অনেক রকমের ট্যাগের একটি সমাহার । যেখানে অনেক রকমের ট্যাগ রয়েছে । যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো । এবং এই ট্যাগ গুলো একটি ডকুমেন্ট এর মধ্যে থাকে যেই ডকুমেন্ট এর এক্সটেনশন “.html” অথবা “.htm” হয়ে থাকে । যেমনঃ trickbd.html saimum.html ।

    HTML এর ইতিহাস

    1989 সালে, টিম বার্নার্স লি  www  প্রতিষ্ঠা করেন এবং 1991 সালে HTML তৈরি করেন। 1995 থেকে 1997 সাল পর্যন্ত, তিনি HTML এর নতুন ভার্শন নির্মান এর কাজ শুরু করেন।

    1999 সালে, একটি কমিটি সংগঠিত হয়েছিল যেটি HTML4.0 কে একটি স্ট্যান্ডার্ড করে তোলে।

    HTML4.0 আজও অনেকে ব্যবহার করে। যাইহোক, HTML এর স্টেবল / স্থিতিশীল ভার্শন 5.0 যা  HTML5 নামেও পরিচিত।

     

    তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী লিখিত ক্লাসে  । ট্রিকবিডির সাথেই থাকুন ।

     

     

     

    The post সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-01 / HTML পরিচিতি] appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/lI43jEV
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel