• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Monday, November 29, 2021

    New

    আসসালামুওলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আজকে আমরা একটি ইনটারেস্টিং (intersting) বিষয়ে জানব? এটা অনেকে জানে আবার অনেকে জানেন না। যারা জানে তারা মাসে ভালো পরিমানে একটি এমাউন্ট (amount) অনলাইন থেকে ইনকাম করে। আর যারা জানে না তারা ইনকাম করতে পারে না। এই আর্টিকেল টি পড়ার পর আপনি জানতে পারবেন: ব্লগ (blog) কি? ব্লগ কিভাবে তৈরি করবেন? ব্লগ তৈরি করে লাভ কি এ টু জে (a-z) জানতে পারবেন । তো চলুন শুরু করা যাক । প্রথমে আমরা জানব ব্লগ কি?

    ব্লগ (blog) কি?

    ব্লগ (blog) হলো একটি খাতা বা ডাইরির মতো যেখানে আপনি আপনার তথ্য বা লেখা লিখে রাখতে পারেন।


    এই লেখার মাধ্যমেই আপনিও পারবেন ইনকাম করতে কিভাবে ইনকাম করবেন সেটা আমি নিচে বলব।

    ব্লগ (blog) তৈরি করবেন কিভাবে?

    ব্লগ তৈরি করে বেশী একটা কঠিন না। আপনারা ব্লগ দুইভাবে তৈরি করতে পারবেন একটা ফ্রি তে আরেকটা টাকা দিয়ে কিভাবে টাকা দিয়ে এবং ফ্রিতে তৈরি করবেন তা আমি নিচে বলে দিচ্ছি?

    ফ্রিতে তৈরি

    ফ্রিতে কিভাবে তৈরি করবেন এবং ফ্রতে তৈরি করার সবিধা ও অসুবিধা আমি নিচে বলে দিব।

    Step-1: প্রথমে blogger.com এ যান ।

    Step-2: তারপর একটু নিচে এসে দেখুন “Singup” লেখা আছে ওখানে ক্লিক করুন।

    Step-3: তারপর গুগল একাউন্ট দিয়ে সাইন আপ করে নিন। তারপর একটি ডোমেইন নাম দিয়ে একটি ব্লগ তৈরি করে নিন।

    ফ্রিতে ব্লগ তৈরি করার সুবিধা

  • মাসে হোস্টিং এর টাকা দেওয়া লাগে না। (free hosting)
    • ডোমেইন রিনিউ করা লাগে না (free sub domain)
    • এটা গুগল দ্বারা পরিচালিত তাই সাইট হ্যাক হওয়ার কোনো ভয় নেই।

      ফ্রিতে ব্লগ তৈরি করার অসুবিধা

    • এডসেন্স পেতে দেরি হয়।
    • সাব ডোমেইন তাই ভিজিটটর কম আসে

      টাকা দিয়ে ব্লগ তৈরি?

      টাকা দিয়ে মূলত ওয়ার্ডপ্রেস (WordPress) ব্লগ তৈরি করা সহজ হবে । ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করার জন্য প্রথমে দরকার “ডোমেইন” এবং “হোস্টিং”
      এই ডোমেইন হোস্টিং আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। আপনার
      “ডোমেইন” এবং “হোস্টিং” “BDtophost.com” থেকে কিনে নিতে পারেন কিভাবে কিনতে হয় তা ইউটিওব এ দেখে নিবেন। “ডোমেইন” “হোস্টিং” কেনা হলে নিচের স্টেপ ফলো করুন।

      Step-1: প্রথমে Yourdomain/cpanel Your Domain এর যায়গায় আপনার সাইট লিংক দিবেন ।

      Step-2: তারপর আপনি যেখান থেকে হোস্টিং কিনেছেন শেখান থেকে মেইল এ একটি ইউজার নাম ও পার্সওয়ার্ড দিবে ওটা কপি করে নিয়ে সিপ্যানেল এ লগিন করুন।

      Step-3: তারপর একটু নিচে এসে Softcolus নামে একটি অপশন পাবেন ওখানে ক্লিক করুন তারপর “ওয়ার্ডপ্রেস দেখতে পারবেন” ওখানে ইনস্টল এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ইনস্টল করুন। ব্যাস আপনার ব্লগ তৈরি। এখন ইউটিওব এ দেখে সাইট সেট আপ করে নিন।

      টাকা দিয়ে ব্লগ তৈরি করার সবিধা

    • তারাতারি এডসেন্স দেয়।
    • সুন্দর সুন্দর থিম ফ্রিতে পাওয়া যায়।
    • ভিজিটটর আসে বেশী

      টাকা দিয়ে ব্লগ বানানোর অসুবিধা

    • প্রতি মাসে হোস্টিং এর টাকা দিতে হয়।
    • ১ বছর পর পর ডোমেইন রিনিউ করতে হয়।

      ব্লগ তৈরি করে লাভ কি?

      ব্লগ মূলত সবাই একটি উদ্দশ্য তৈরি করে তাহলো ইনকাম করার জন্য ব্লগ থেকে ইনকাম করতে সবাই গুগল এডসেন্ষ ব্যাবহার করে এটা বিশ্বের সবচেয়ে ভালো একটি পাবলিশার নেটওয়ার্ক এটার মাধ্যমে সবাই মাসে 500$ পর্যন্ত ইনকাম করে। এই এডসেন্স পাওয়ার জন্য আপনাকে কিছু সত্য পুরন করতে হবে তাহলো।

    • ব্লগে মিনিমাম (২৫টি ৫০০-১০০০ শব্দের আর্টিকেল থাকতে হবে।
    • ব্লগ টি গুগলে রেংক করাতে হবে
    • সকল পোষ্ট গুগলে Index করতে হবে
    • নিয়মিত আর্টিকেল লিখতে হবে
    • ব্লগে About Us, Contact Us, Privacy, Dmca এই চারটি পেজ তৈরি করতে হবে।
    • 18+ আর্টিকেল লিখা যাবে না।
    • গুগল থেকে ডাউনলোড করে ছবি ইউজ করা যাবে না।
    • অন্য কারো ব্লগের আর্টিকেল কপি করা যাবে না।

      এই শর্ত গুলো মানলেই আপনি এডসেন্স পাবেন। তাছাড়া এডসেন্স ছাড়া আরো কিছু ছোট ছোট এডস নেটওয়ার্ক আছে সেগুলো ব্যাবহার করে ইনকাম করতে পারেন যেমনঃ

      ১. A-ads.com

      ২. Green-red.com

      ৩. Popads

      তো বন্ধুরা, আর্টিকেল টি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে
      যদি? ভালো লাগে
      তাহলে একটি কমেন্ট
      করে যাবেন।
      I

  • The post ব্লগ কি? ব্লগ কিভাবে তৈরি করতে হয়? ব্লগ তৈরি করে লাভ কি? appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/3FXrA9E
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel