আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি ।
যাই হোক আমি কথা বাড়াবো না । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আবার অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে । যাই হোক সম্পূণ পোস্টটি পড়লেই আপনারা সবকিছু বুঝতে পারবেন । আমি আশা করি যে আপনারা সম্পূণ পোস্টটি পড়বেন ।
আজ আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি ওপেরা মিনির থিম ফাইল আকারে সংগ্রহ করবেন ।ওপেরা মিনির থিম সম্পকে কিছু কথা :-
ওপেরা মিনির থিম বলতে বোঝানো হয় ওপেরা মিনির কালার,ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সকল কিছু ফাইল আকারে সংরক্ষণ করা । ওপেরা মিনির থিম .col আকারে থাকে । তো চলুন শিখে নিন ওপেরা মিনির থিম ফাইল আকারে সংরক্ষণ করা ।
আপনি শুধুমাত্র ওপেরা মিনি ৪.২১ অথবা ওপেরা মিনি ৪.২০ অথবা বঙ্গবন্ধু ব্রাউজারের থিম সংগ্রহ করতে পারেন । আর এই থিম শুধুমাত্র এই সকল ব্রাউজারে ব্যাবহার করতে পারেন । অন্য কোন ওপেরা মিনি থেকে থিম সংগ্রহ করতে পারবেন না ।
ওপেরা মিনির থিম সংগ্রহ করবেন যেভাবে:-
» প্রথমে অ্যাপগুলোর যেকোন একটিতে প্রবেশ করুন ।» তারপর ফোনের মেনু বাটনে ক্লিক করুন । তারপর টুলস অপশনে ক্লিক করুন । তারপর সেটিংস অপশনে ক্লিক করুন । তারপর জেনারেল অপশনে ক্লিক করুন ।
» তারপর “change skin” অপশনে ক্লিক করুন ।
» তারপর সরাসরি মেমোরিতে চলে যাবেন । একটি ফোল্ডারে প্রবেশ করবেন {যে ফোল্ডারে থিমটি রাখতে চান} । তারপর আবার ফোনের মেনু বাটনে ক্লিক করে “save here” অপশনে ক্লিক করুন ।
» তারপর ফাইটির নাম লিখুন ।
[বিশেষ দ্রষ্টব্য :- ফাইলটির নামের শেষে “.col” অবশ্যয় রেখে দিবেন ।]তাহলে থিমটি ফাইল আকারে পেয়ে যাবেন । নিচের ছবিতে তার প্রমাণ দেখালাম ।
কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন । যে কোন প্রকার ট্রিক পেতে আমার ফেসবুক গ্রুপে জয়েন করুন । ফেসবুক গ্রুপ ।
The post সংরক্ষণ করুন ওপেরা মিনির থিম ফাইল আকারে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3zu724M
via IFTTT
No comments:
Post a Comment