• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, September 18, 2021

    New

    আমরা সবাই চাই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে।
    আর সেজন্য আমরা বিভিন্ন ভিপিএন ব্যবহার করে থাকি।
    কিন্তু আজ দেখাবো কীভাবে বাংলালিংকে পয়েন্ট দিয়ে এমবি বোনাস নিবেন।
    যেহেতু পয়েন্ট দিয়ে বোনাস নিবেন সেহেতু আপনার কোনো টাকার প্রয়োজন হবে না।
    আপনি আপনার ফোনে মাসিক নির্দিষ্ট পরিমানে টাকা ব্যবহারের ফলে পয়েন্ট পেয়ে থাকেন।
    আর যদি সেই পয়েন্ট ভাঙ্গান তবে পাবেন ইন্টারনেট বোনাস।

    তো কীভাবে নিবেনঃ
    প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যান।
    তারপর ডায়াল করুন *121*6# এবং আপনার বাংলালিংক সিম দিয়ে ডায়াল করুন।

    তারপর দেখুন কিছু মেনু এসেছে।
    এবার স্টেটাস চেক করার জন্য 1 দিন।
    তারপর আপনার পয়েন্টের পরিমান দেখতে পাবেন।
    যদি আপনার ১০০পয়েন্ট থাকে তবে আপনি ১০০ এমবি পাবেন।
    যদি ৫০ এমবি থাকে তাহলে আপনি ৪০এমবি পাবেন।
    দেখুন আমার ২০০ পয়েন্টের বেশি আছে।
    কিন্তু আমি ১০০ এমবি নিবো।
    এখন আবার ব্যাকে যান অথবা আবার *121*6# করুন এবং 2 নং টা দিন।

    Gift For you টি দিন মানে ২ নং।
    তারপর আপনি যত এমবি নিতে চান সেটি সিলেক্ট করুন।
    আমি ১০০ এমবি নিবো তাই ১ দিবো।

    তারপর ১ দেওয়ার পর কন্ফার্ম করার জন্য আবার ১ দিন।

    ব্যাস আপনার কাজ শেষ এবার কিছুক্ষনের মাধ্যে একটা ম্যাসেজে আপনাকে জানিয়ে দিবে আপনি ১০০ এমবি পেয়েছেন।
    দেখুন আমার ম্যাসেজ দিয়েছে ১০০ এমবি পেয়েছি।

    ব্যাস আপনিও নিশ্চয় পেয়ে যাবেন।
    আপনার সিমে যতবার পয়েন্ট জমা হবে আপনি ততবান নিতে পারবেন।
    ১০০ এমবির মেয়াদ থাকবে ৪দিন।
    তো পোষ্টটি আপনার নিশ্চয় ভালো লেগেছে।
    আর এই পোষ্টটি জাবা ইউচাররা অবশ্যই দেখবেন।

    এটি আমার প্রথম পোষ্ট ট্রিক বিডিতে যদি কোথাও কোনো ভুল থাকে তবে অনুগ্রহ করে ভুলটা ধরিয়ে দিবেন।
    প্রথম পোষ্ট তো তাই সামান্য কিছু ভুল হতেই পারে।

    আমার নিজের ও একটা ব্লগ সাইট আছে।
    আপনারা ইচ্ছা করলে ভিজিট করতে পারেন।
    Visit my blog site

    প্রতিদিন wapkiz এবং wapaxo থিম নিয়ে পোষ্ট করে থাকি।

    The post বাংলালিংক সিমে পয়েন্ট দিয়ে নিয়ে নিন ১০০ এমবি বোনাস জাবা ইউজার মাস্ট সি appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/39ffkTD
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel