• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Wednesday, October 7, 2020

    New

    প্রিয় TrickBD জাভা
    ইউজার বাসী আসসালামু আলাইকুম
    আশা করি সকলে ভালো
    আছেন।
    আমিও ভালো আছি।
    ট্রিকবিডিতে
    আমার প্রথম পোষ্ট ভূল ত্রুটি
    হলে ক্ষমার দৃষ্টিতে
    দেখবেন

    ট্রিকবিডির আজকের এই
    পোষ্টে সকলকে স্বাগতম।

    তো বন্ধুরা শুরু করা যাক

    টাইটেল দেখে হয়ত অনেকে চমকে গেছেন এটা কিভাবে সম্ভব। হ্যা এটা সম্ভব।


    Androyed মোবাইল ইউজার রা খুব সহজে ফটো তুলে ইডিট করে কিন্তু আমরা জাভা ইউজার রা তা পারি না।


    কিন্তু আজ তা শিখব অফলাইন একটা এপ দিয়ে। ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা খুবই সহজ তবে এখানে একটা কাজ খুব ধীরে করতে হবে।
    আমরা যে এপটা ব্যবহার করব
    PaintCAD

    হয়ত অনেকে ব্যবহার করছেন।
    বা কেউ জানেন না
    বেশি কথা না বলে
    সরাসরি টিউন এ চলে আসি


    প্রথমত এপটা না থাকলে
    নিচের লিংক থেকে
    ডাউনলোড করুন

    App টি Downlode করতে এখানে ক্লিক করুন


    এপটি ডাউনলোড শেষ হলে
    ইনস্টল করুন…..

    এখন নিচের
    ScreenShot গুলো দেখুন।


    App টি ইনষ্টল করে ঢুকলে এই
    পেজটি আসবে এখানে 1-9
    যেকোনো একটি বাটন
    চাপুন

    তারপর নিচের পেজটি আসবে
    বাম পাশের English
    লেখাতে চাপুন

    তার পর এই পেজ আসবে নিচের
    পিকের দেখানো Ok তে
    ক্লিক করুন

    একটি কথা
    এপটিতে একটু উল্টো উল্টি আছে আমরা সচরাচর মোবাইলে যেটি ব্যাক বাটন হিসেবে ব্যাবহার করি এখানে অনেক সময় সেটা ওকে তাই স্ক্রিনে দেখে বাটন প্রেস করবেন
    এখন দেখুন 8bpp একটা লেখা আসছে আপনি ৬ বাটনটি চাপুন দেখুন নিচের স্ক্রিনশটের মতো পেজ আসছে Ok চাপুন

    এবার দেখুন একটা পেজ আসছে Screen & Custom
    এখানে আপনি যে ফটোটি অপেন করতে পারবেন 240×320 এর বেশি রেজুলেশন এর ফটো অপেন হবে না… তাহলে আপনার ব্যাকগ্রাউন ও ফটোটি উক্ত শর্ত মোতাবেক হতে হবে আর যদি Custom এ ঢুকে
    রেজুলেশন বাড়িয়ে দেন তাহলে কেটে যাবে তাই এখানে কিছু না করে Ok
    চাপুন

    দেখুন Creat File একটা অপশন
    আসবে ৬ চাপুন নিচের মতো
    আসবে Ok চাপুন

    এবার নিচের স্ক্রিনশটে
    দেখানো Menu আসবে
    ওখানে চাপলে Browse…
    আসবে ওখানে চাপুন
    এখানে অনেক সময় Permission চাইবে সবসময়
    Yes করবেন


    তারপর C:/ আসবে ওটাতে
    চাপুন অনেক অপশন আসবে Select
    Disk এ চাপূন

    TFCard এ যান

    যে ফোল্ডারে ফটো আছে
    সেখানে যান… আমি
    PaintCAD নামে ফোল্ডারে
    ফটো রেখেছি

    যে ফটোটি অপেন করবে
    ওটাতে চাপুন

    যদি ফটোটি সাপোর্ট করে
    তাহলে অপেন হবে

    দেখুন আমার ফটোটি অপেন
    হয়েছে…..


    Attention
    ফটো অপেন হলো আপনার মুল কাজ এখানে ধৈর্য ধরে করতে পারলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড এক মিনিটে পরিবর্তন করতে পারবেন

    তারজন্য আপনাকে
    যা করতে হবে আপনি যে
    ফটোটি অপেন করেছেন তার
    ব্যাকগ্রাউন্ডটি অর্থাৎ আমি
    যে পিকটি অপেন করেছি
    তার পিছনে যে গাছ দেখা
    যাচ্ছে সেগুলো এক কলার
    করতে হবে অর্থাৎ ছবিটা
    রেখে সব এক কালার
    সাদা,সবুজ কালো লাল যে
    কোনো এক কালার
    যেভাবে করবেন নিচে
    তাকান

    ফটো অপেন হওয়ার পর ব্যাক
    বাটন চাপুন দেখুন এই অপশন
    আসবে Fill Frem এ ক্লিক করুন

    ফাইল ফ্রেম এ ক্লিক করার পর
    ওকে বাটন চেপে
    যেকোনো কালার সিলেক্ট
    করুন তার পর যেদিকে ফাকা
    ঐ যায়গা গুলো ৫ টিপে শুরু
    করে ১,৩,৭,৯বাটন এর মাধ্যমে
    ব্যাক যেদিক যেদিক এক
    কালার করা যায় ধীরে
    ধীরে করতে থাকুন লাল
    গোলক টা যেদিকে নিয়ে
    যাবেন ঐ দিক হবে আবার
    ৫টিপে স্টপ নিচের স্ক্রিনশট
    এর মতো



    এবার আবার ব্যাক বাটন
    চাপুন তাহলে দেখবেন
    ওখানে Poly Line নামে
    একটা অপশন আছে ওটাতে
    চাপুন আর লাল গোলক টা
    আপনার শুধু ছবিটার সাইট
    গুলো অর্থাৎ
    কান.চুল.হাত.ইত্যাদি
    সাইটের চারপাশে দাগ
    টেনে নিন এতে সুবিধা
    হবে

    এভাবে Fill Frem & Poly Line
    এর দ্বারা পুরো
    ব্যাকগ্রাউন্ডটা নিচের
    স্ক্রিনশটের মতো এক কালার
    করুন

    তাহলে আপনার মূল কাজ শেষ
    এখন অন্য যেকোনো
    ব্যাকগ্রাউন্ড মূহুর্তেই লাগা
    যাবে
    এবার লাল গোলক টা এক
    কালার ব্যাকগ্রাউন্ডে এনে
    অন্য একটি কালার সিলেক্ট
    করে ব্যাক বাটন প্রেস করে
    Fill অপশনে ক্লিক করে ৫ চাপুন
    দেখুন নিচের পিকের মতো
    ব্যাকগ্রাউন্ডের কালার অন্য
    হয়েছে এতে সুবিধা কী
    যদি কোথায় এক কালার
    হওয়া বাকী থাকে বোঝা
    যাবে

    এবার # বাটন চেপে Select
    অপশনে চাপুন

    এবার আপনি পিকটা যতটুকু
    ব্যাকগ্রাউন্ডে লাগাবেন
    লাল গোলকটা একমাথায়
    এনে ৫চেপে ৭ বা ৯ কিংবা
    ২ ও৮ এর মাধ্যমে নিচের
    পিকের মতো সিলেক্ট করে
    নিন

    এবার # চাপুন ওখানে Copy
    নামক অপশনে ক্লিক করুন দেখুন
    পিক কপি হবে তারপর 0
    চাপুন

    0 চাপলে নিচের অপশন
    পাবেন Open এ ক্লিক
    করে ??? অপশনে যান

    এই অপশনে ওকে করে আবার
    আগের নিয়মে TFCard এ যান
    যে ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড
    রাখছেন অপেন করুন
    তবে পিক ও ব্যাকগ্রাউন্ড একই
    ফোল্ডার রাখবেন তাহলে
    সুবিধা হবে

    দেখুন আমার ব্যাকগ্রান্ড
    অপেন হইছে

    এবার # চাপুন আর Super
    Paste অপশনে ক্লিক করুন

    এবার দেখুন আপনার কপি করা
    পিকটি ব্যাকগ্রাউন্ডের
    উপরে এসেছে কিন্তু ঐ আগের
    এক কালার ব্যাক টা আছে
    ওকে চাপুন

    ওকে চাপুন

    দেখুন আবার ফটোটা শো
    করেছে এবার ৯ টিপে লাল
    গোলকটা এক কালার
    ব্যাকগ্রাউন্ডে এনে ৫ চাপুন
    আর ওকে চাপুন

    সুপার পেষ্ট হচ্ছে

    আরে দেখুন ব্যাকগ্রাউন্ড
    চেঞ্জ হইছে

    এবার 0 চাপুন Save অপশনে
    ক্লিক করুন

    Bmp24/png তে দিয়ে পিক
    সেভ করতে পারবেন Bmp24
    এ দিলে Bmp কেটে Jpg
    দিন

    ফটোটার একটা নতুন নাম
    দিন

    ফটো সেভ হচ্ছে কাজ শেষ



    Succesfull…!!
    বন্ধুরা এভাবেই অফলাইনে PaintCAD এপ এর মাধ্যমে সুন্দরভাবে ফটো ইডিট করতে পারবেন
    প্রথমত যদি সমস্যা হয় ট্রাই
    করবেন তাহলে হবে
    এই পেইন্টাকাডের আরোও
    অনেকে ব্যবহার আছে
    আপনারা চাইলে লিখব
    ফটো ব্যাক ব্লুর করা… ফটোতে টেক্সট…ক্রোপ…রিসাইজ…ফটোতে লোগো লাগানো….আপনার ফটোতে টেক্সট লিখে
    স্ট্যাটাস ইত্যাদি

    বিঃদ্রঃ উপরে ফটো গুলো পেইন্টকাড দিয়ে ইডিট করা
    ব্যাকগ্রাউন্ড পেতে গুগলে
    সার্চ করুন Background Photo

    তো বুন্ধুরা পোষ্টি কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় বুঝতে অসুবিধা হলে স্ক্রিনশট নাম্বার লিখে কমেন্টে
    সমস্যার কথা বলবেন পোষ্টি জাভা ইউজার বন্ধুদের কাছে শেয়ার করবেন

    আর ততক্ষনে সবসময়

    করে ট্রিকবিডির সাথে
    থাকবেন
    …..
    আপনারা চাইলে পেইন্টকাডের বাকী ব্যবহার সমন্ধে লিখব

    আর আমার সাথে ফেসবুকে
    যোগাযোগ করতে আমার
    Facebook ID
    MD Jahid Hassan
    ধন্যবাদ সবাইকে ট্রিকবিডির সাথেই থাকুন

    The post PHOTO EDITING JAVA আপনার হাতে থাকা জাভা ফোন দিয়ে ফটো ইডিট করে ব্যাকগ্রাউন্ড পাল্টান তাও অফলাইন এপের সাহায্যে ScreenShot সহ বিস্তারিত পোষ্টে পড়ুন [সব জাভা ও সিম্বায়ন ফোনে ১০০% কাজ করবে] appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/3d9Ich3
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel