আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি বাঁধন।
আজকে মূলত আপনাদের সঙ্গে কথা বলব একটি রাউটারের Firwaware আপডেট বা সফটওয়্যার আপডেট দেয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এটির জন্য আপনাকে কি কি করতে হবে এবং কিভাবে রাউটার সফটওয়্যার আপডেট করতে পারবেন এবং ঠিক কত ধরনের সফটওয়্যার আপডেট রয়েছে বর্তমানে মার্কেটে।
তো সেই সকল বিষয়ে কথা বলব আজকে আপনাদের সঙ্গে তাই অবশ্যই পোস্টটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ুন।
আসলেই একটি রাউটার এর জন্য বা প্রত্যেকটি ডিভাইজের জন্যই আপডেট কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। যারা মূলত স্মার্টফোন ইউজার তারা খুবই ভালো ভাবে বলতে পারবেন যে নতুন নতুন আপডেট যখন আসে নতুন নতুন ফিচার নিয়ে আসে।
বা বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো থাকে মেনুফেকচারিং এর সময় যে জিনিস গুলো সফটওয়ারের লেগিংস গুলো থাকে সে গুলোকে বা বিভিন্ন ধরনের বাঁক গুলোকে ফিক্স করার জন্য কিন্তু নতুন নতুন আপডেট সমূহ আমাদের যে ডিভাইস গুলো অ্যাক্সেস করি সেই প্রোভাইডাররা আমাদেরকে দিয়ে থাকেন।
এখানে লাভ বলতে ধরুন মেনুফেকচারিং এর সময় জেট ত্রুটি গুলো ছিল রাউটারের সেই ত্রুটিগুলোকে ফিক্স করার জন্য বা যে বাঁকগুলো ছিল সে গুলোকে কমপ্লিটলি ফিক্স করার জন্য তারা তাদের ইঞ্জিনিয়াররা চিন্তা করেন যে না এগুলো ফিক্স করার জন্য নতুন একটি আপডেট দেয়ার দরকার আপনাদের জন্য।
তখন কি করে তারা নতুন একটি সফটওয়্যার আপডেট তাদের ওয়েবসাইটে প্রোভাইড করে এবং সেটি আমাদেরকে ডাউনলোড করে এবং যেটি আমাদেরকে ডাউনলোড করে আমাদের রাউটারের মধ্যে সেটাপ করে নিতে হয়।
রাউটার টি আপডেট করার সময় যদি আপনার রাউটার কি কোন প্রবলেম হয় সেক্ষেত্রে আমি একদমই দায়ী নই।
এটা আগেই বলে রাখছি কারণ আপনি যদি সম্পূর্ণ step-by-step ফলো না করেন সেক্ষেত্রে আপনার রাউটারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তাই অবশ্যই রাউটারটি আপডেট করার সময় খেয়াল রাখবেন যেন কোন কারনেই পাওয়ার কাট না হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি যদি চলে যাই আপনার রাউটারের থেকে সফটওয়্যার আপডেট হওয়ার সময় তবে সে ক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটি ডেট পর্যন্ত হয়ে যেতে পারে।
তাই অবশ্যই চেষ্টা করবেন যখন রাউটারের সফটওয়্যার আপডেট করবেন অবশ্যই যেন আপনার ইলেকট্রিসিটি অ্যাভেলেবল থাকে বিদ্যুৎ যাওয়ার কোন সম্ভাবনা যেন না থাকে।
আর অবশ্যই আরেকটি জিনিস চেষ্টা করবেন সবসময় রাউটারের কাছে থেকে সফটওয়্যার আপডেট দেওয়ার অর্থাৎ অনেক দূর মোবাইল ফোন নিয়ে কম্পিউটার থেকে অনেক দূরে থাকা অবস্থায় যদি সফটওয়্যার আপডেট দিতে চান। তবে সে ক্ষেত্রে অনেক সময় সব ফাইল আপডেট নাও হতে পারে তাই সে ক্ষেত্রেও কিন্তু আপনার রাউটারটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই সফটওয়্যার আপডেট দেয়ার সময় অবশ্যই রাউটারের কাছে থেকে দেয়ার চেষ্টা করবেন আর সবথেকে ভালো হয় যদি কম্পিউটারের লাগিয়ে ল্যান্ড ক্যাবলের মাধ্যমে রাউটারের সফটওয়্যার আপডেট করেন।
সফটওয়্যার আপডেট করার জন্য রাউটারের প্রত্যেকটি মেনুফেকচারিং কোম্পানি তাদের ওয়েবসাইটে নতুন নতুন আপডেট ভার্সন দিয়ে থাকেন।
তো তার আগে আপনাকে যেটি করতে হবে আপনার রাউটারটি কোন ভার্সনের সেটি দেখে নেয়া অত্যন্ত জরুরি, প্রত্যেকটি রাউটারের পিছনে কিন্তু একটি স্টিকার থাকে হয়তো আপনারা সবাই জানেন।
তো সেই স্টিকার আপনারা দেখতে পাবেন ডাইন কর্নার রে বা বাম কর্নারে যে কোন একটি জায়গায় লেখা আছে মডেল নাম্বার টি এবং তার পাশাপাশি থাকবে ভার্শন তাই সেটা আপনাকে গুরুত্ব সহকারে দেখে নিতে হবে আগেই।
প্রত্যেকটি রাউটারের সফটওয়্যার আপডেট সিস্টেম টি কিন্তু একই নিয়মে এবং আপনাকে প্রত্যেকটি রাউটারের সফটওয়্যার টি ডাউনলোড ও করতে হবে। মানে আপনি যে কোম্পানির রাউটার ব্যবহার করছেন সেই কোম্পানির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
এ জিনিসটা অবশ্যই মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি।
আমি মূলত টিপি লিংক এর একটি রাউটার আপডেট করে দেখাচ্ছি আপনাদেরকে কারণ আমার কাছে অন্য কোন ব্র্যান্ডের রাউটার আপাতত নাই।
সেজন্য অন্য কোম্পানিগুলোর রাউটার আপডেট করিয়ে দেখাতে পারছি না তবে প্রসেস কিন্তু একদম সেম, তাই আপনি চাইলেই যে কোন রাউটারে আজকের এই প্রসেস ফলো করে করেন তাহলে যেকোন রাউটারের সফটওয়্যার আপডেট করতে পারবেন।
তো যাই হোক এজন্য আমাদেরকে যেটি করতে হবে সরাসরি যে কোন একটি ব্রাউজার এ চলে যাব।
এবং সার্চ অপশনে টাইপ করবো TP link software update তারপর এন্টার করবেন।
এবার দেখতে পাবেন প্রথমে একটি লিংক রয়েছে ডাউনলোড সেন্টার নামে তো ওখানে ক্লিক করে দিবেন।
এবার আমার যে রাউটারটি যেটিতে সফটওয়্যার আপডেট করছি সেটি হচ্ছে একটি হোম রাউটার তাই আপনাকে অবশ্যই হোম নির্বাচন করতে হবে।
তো এবার আপনি আপনার রাউটারের মডেল নাম্বারটি লিখে সরাসরি সফটওয়্যার আপডেট টি খুঁজে বের করতে পারবেন।
আমি আপনাদেরকে আগেই বলেছি রাউটারের ভার্সন থেকে অবশ্যই আপডেট করতে হবে। তাই এখনও না জেনে থাকলে অতি দ্রুত রাউটারের ভার্সনটি জেনে নিন।
আপনার হয়তো নিচে দেখতে পারছেন আমার আউটের জন্য একটি নতুন আপডেট এসেছে।
তো এবার ফির্মওয়ারে নাম দেয়া আছে ওর উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।
এবার দেখতে পাবেন আপনার কম্পিউটারের মধ্যে একটি জিপ ফাইল শো করবে, তো আপনাদেরকে এই জিপ ফাইলটি ভেঙে ভেতরের মসলা বের করে নিতে হবে।
তো যেভাবে করবেন।
এবার আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সরাসরি চলে যেতে হবে আপনার রাউটারের এডমিন প্যানেলে।
তো এবার একদম বাম কর্নারে নিচের দিকে দেখতে পারছেন সিস্টেম টুলস নামে একটি অপশন আছে এটি মূলত প্রত্যেকটি রাউটার এই থাকে।
তো ই সিম্প্লি সেই সিস্টেম টুলে চলে যান।
তারপর নিচের দিকে দেখতে পারছেন firmware update আপডেট নামে একটি অপশন রয়েছে ওটার ওপর ক্লিক করুন।
তো এবার চয়েজ ফাইল এ ক্লিক করুন এবং আপনি একটু আগে যে জিপ ফাইলটি ভেঙে একটি নতুন ফাইল তৈরি করলেন ওই টা নির্বাচন করুন।
এবার আপনি সরাসরি আপডেট এ ক্লিক করবেন।
তো দেখতে পারছেন আপডেট প্রসেসিং অলরেডী শুরু হয়ে গেছে,
তো সম্পূর্ণ আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এবং আপডেট হয়ে গেলে আপনার রাউটারটি আবার পুনরায় সেটাপ করতে হবে।
Router Firmware Update ওয়েবসাইটগুলো।
1. TP-LINK : https://www.tp-link.com/us/support/download/
2. NETGEAR : https://www.netgear.com/support/download/
3. D-LINK : https://support.dlink.com/mobile/main/mhome.aspx
4. ASUS: https://www.asus.com/support/FAQ/1008000/
5. Mercusys: https://www.mercusys.com/en/download/mw305r
6. TENDA: https://www.tendacn.com/en/service/download-cata-11.html
7. Xiaomi: https://c.mi.com/thread-1416385-1-0.html
8. Netis: http://www.netis-systems.com/Suppory/down.html
তো ঠিক এইভাবে আসলে যেকোন রাউটারের সফটওয়্যার আপডেট করতে হয়, পোস্টটি কেমন লাগল তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
সবাই ভালো থাকুন টাটা
The post যেকোন রাউটারের Firmware Update করুন খুবই সহজে! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/33GVjBW
via IFTTT
No comments:
Post a Comment