• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, January 31, 2025

    New

    بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

    প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

    আজকে আলোচনা করবো অসাধারণ একটি সফটওয়্যার সম্পর্কে যার মাধ্যমে ল্যাপটপের মতোন পিসির মনিটরে আলো/ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন খুব সহজেই ।

    আমরা কম-বেশি সবাই বিভিন্ন কাজের প্রয়োজনে ল্যাপটপ বা পিসি ব্যাবহার করে থাকি।অনেক মনিটরে আলো বাড়ানোর জন্য যে বোতাম গুলো দেওয়া হয় কয়েক বছর যাওয়ার পর ঐ বোতাম গুলি নষ্ট হয়ে যায় আবার অনেকের কাছে বোতাম টিপে আলো কন্ট্রোল করাকে বিরক্তিকর মনে করেন।
    তাই আমি আজকে যে পোস্ট নিয়ে হাজির হয়েছি তার মাধ্যমে আপনি ল্যাপটপের মতো খুব সজজেই আপনার মনিটরের ব্রাইটনেস সহজেই কন্ট্রোল করতে পারবেন। আর এই সফটওয়্যারটি আপনি আপনার উইন্ডোজ ১০/১১ অপারেটিং সিস্টেমে রান করতে পারবেন।

    কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক।

    প্রথমে এই লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন-twinkletray.com

    ডাউনলোড শেষ হলে ইন্সটলে ক্লিক করে দিন।


    এরপর দেখবেন উপরে ছোট করে এনিমেশনের মাধ্যমে আপনাকে টিউটোরিয়াল দেখানো হবে। ঐ ভিডিওর মতো কাজ করে নিবেন তাহলেই হয়ে যাবে।এরপর Cancel বাটনে ক্লিক করে নিবেন।

    এরপর পিসির নিচে টাস্কবারে আপ এরোতে ক্লিক করবেন।

    এখন এইখান থেকে আপনি আপনার মনিটরের আলো /ব্রাইটনেস মাউসের মাধ্যেমে কন্ট্রোল করতে পারবেন।

    আবার আপনি চাইলে সেটিংস অপশনে ক্লিক করে আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন।

    সেটিংস এ ক্লিক করার পর এই দুই অপশনটি চালু রাখবেন ।তাহলে পিসি অন করার পর এই সফটওয়্যারটি অটো চালু থাকবে।

    আপনি চাইলে টাইমিং এর মাধ্যেমেও আলো কন্ট্রোল করতে পারবেন।Add Time এ ক্লিক করে সময় নির্বাচন করে দিবেন এবং ঐ সময়ে আপনার যতটুকু আলো প্রয়োজন তা সিলেক্ট করে দিবেন।আপনার দেওয়া সময়ে অটোমেটিক আপনার মনিটরের আলো কন্ট্রোল হয়ে যাবে।

    ল্যাপটপের মতো ব্রাইটনেস কন্টোল করার জন্য এই সফটওয়্যারটি আমার কাছে বেস্ট মনে হয়েছে।আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।

    পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি,

    সোহেল আরমান রাজু

    আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

    পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

    সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

    আল্লাহ হাফেজ

     

    The post ল্যাপটপের মতো আপনার পিসির মনিটরের ব্রাইটনেস কন্ট্রোল করুন খুব সহজেই With Twinkle Tray Softwer appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/GAEoaz0
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel