• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Thursday, February 15, 2024

    New

    আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

    তো আজকে আমি আপনাদের কে দেখাবো কিভাবে Android 7 থেকে android 10 এ wireless debugging enable এর মাধ্যমে Shizuku রান করবেন কোন কম্পিউটার ছাড়াই। তো আগে থেকে বলেনেই এই ট্রিক্সটা আপনি কোথাও পাবেন না। আমি ইউটিউবে অনেক খুজেছি কিন্তু পাইনি।

    Requirements

    1.OTG adapter/ single cable/ Dual cable

    2. অন্য একটি ফোন যেটাতে ওটিজি সাপোর্ট করে। (ANDROID 7 or 7+)

    3.TADB app

    OTG


    তো ওটিজি অনেক ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ডুয়েল ক্যাবল আর একটা হচ্ছে এডাপ্টার।

    ওটিজি এডাপ্টার

    ওটিজি সিঙ্গেল ক্যাবল

    ওটিজি ডুয়েল ক্যাবল

    যেটা শুধু অ্যাডাপটার ওইটার দাম ২০ থেকে ৩০ টাকা পড়বে। আর সিঙ্গেল টার দাম ৩০ থেকে ৫০ টাকা হবে। তো কথা হচ্ছে যেই ফোন থেকে কমান্ড দেওয়া হবে অর্থাৎ যে ফোনটি কম্পিউটার হিসেবে ব্যবহার করবেন ওই ফোনটিতে যেই চার্জিং পোর্ট থাকবে সেই পোর্ট অনুযায়ী এডাপ্টার কিনবেন। আপনার এলাকায় পাবেন বা অনলাইনে অর্ডার করতে পারেন। যদি ওই ফোনটিতে টাইপ সি থাকে তাহলে টাইপ সি এডাপ্টার কিনবেন। আর টাইপ বি থাকলে টাইপ বি এডাপ্টার কিনবেন। অর্থাৎ বাটন ফোনের পোর্টের মত।

    Guide

    1. প্রথমে যেই ফোন থেকে কমান্ড দেওয়া হবে ওই ফোনে tadb app টি ইন্সটল করে নিন।

    Google play

    2. তারপর ওই ফোনের সাথে এডাপ্টারটি কানেক্ট করে নিন।

    3.এটা হচ্ছে আমার কম্পিউটার হিসেবে ব্যবহৃত ফোন। যার সাথে অ্যাডাপটার টি কানেক্ট করা আছে।

    4. এখন যেই ফোনে ওয়ারলেস ডিবাগিং এনাবেল করতে চান ওই ফোনের চার্জিং কেবলটি কানেক্ট করুন।

    5. তারপর কাঙ্ক্ষিত ফোনে চার্জার পিনটি কানেক্ট করুন।

    6. এখন আমাদের কাঙ্খিত ফোনে
    USB debugging option টি চালু করুন, developer option থেকে।

    7. তারপর আমাদেরকে অন্য ফোনটিতে চলে যেতে হবে অর্থাৎ যে ফোনটি আমরা কম্পিউটার হিসেবে ব্যবহার করব ওই ফোনে tadb app অ্যাপটি ওপেন করুন।

    8. এখন tadb অ্যাপে নিচের কমান্ড টি দিন এবং এন্টার প্রেস করুন।

    adb devices

    9. এখন tadb app এ এরকম একটি অপশন আসবে ওকে করে দিন।

    10. আর আপনার কাঙ্খিত ফোনে অর্থাৎ যে ফোনটিতে আপনি ওয়ারলেস ডিবাগিং এনেবল করবেন
    ওখানে এরকম একটি অপশন আসবে। Always allow তে ক্লিক করে allow তে ক্লিক করুন।

    11. এখন tadb অ্যাপে এরকম দেখাবে

    12. আবারও tadb অ্যাপে
    এই কমান্ডটি দিন এবং এন্টার প্রেস করুন।
    adb tcpip 5555

    13. তারপর এরকম দেখাবে

    14. কোন পপআপ আসলে ওকে তে ক্লিক করুন এবং কেবল গুলো ডিসকানেক্ট করে নিন। অর্থাৎ এডাপ্টার এর কাজ শেষ।

    15. এখন আপনার কাঙ্খিত ফোনে সিজুকু অ্যাপটি ওপেন করুন। যদি ওয়ারলেস ডিভাগ অপশনটি অন না হয় তাহলে অ্যাপ টি মিনিমাইজ থেকে ক্লোজ করে আবার রি ওপেন করুন।
    এখন দেখবেন ডিভাগ অপশনটি চলে এসেছে স্টার্ট বাটনে ক্লিক করুন।
    পপআপ আসলে অলওয়েজ এ ক্লিক করে এলাও করে দিন।

    Before 😏😏

    ##এই পদ্ধতি তে ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই বা ডাটা ছাড়াই ওই ফোনটিতে সিজুকু রান করা যাবে😎।যা android 11 or 11 + এ অসম্ভব 😁😁 । তবে ফোন সুইচ অফ করলে ,আবার এডাপ্টারের মাধ্যমে ওয়ারলেস ডিভাগ চালু করতে হবে। আমি যে নিয়ম দেখেয়েছি এই নিয়ম ছাড়া অন্যভাবে করলে আপনাকে always কেবল কানেক্ট করে রাখা লাগবে। 🥴🥴

    তো এরকম নতুন কিছুর মাধ্যমে চালু থাকুক ট্রিকবিডির ট্রিকসের যাত্রা🙂

    তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ। কোন কিছু বুঝতে না পারলে নিচে comment করুন।

    The post 🔥🔥 এখন android 7 থেকে 10 এ Wireless debugging চালু করুন without PC। আর Shizuku এর মাধ্যমে system apps remove, lspatch module ইত্যাদি Features উপভোগ করুন। appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/F4co5G2
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel