• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Friday, October 1, 2021

    New

    ফ্রিতে ওয়েবসাইট ডিজাইন, ডোমেইন এবং হোস্টিং করুন।

    আসসালামুআলাইকুম,

    আজকে দেখাব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার ইচ্ছামত ওয়েবসাইট ডিজাইন করবেন, সেটার ডোমেইন নেম ঠিক করবেন এবং  ফ্রিতে লাইফ টাইম এর জন্য হোস্টিং করবেন। ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে সি প্যানেলে ফাইল আপলোড দেওয়া সবকিছুই মোবাইল দিয়ে করতে পারবেন।

     

    Demo Website

     

    এই পর্বে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করবেন এবং হোস্টিং কিনবেন, এবং সিপ্যানেলের ফাইল ম্যানেজারে আপনার ডিজাইন করা ফাইল আপলোড দিবেন।

     

    ১. প্রথমে এই লিংকে যান

    ২. ডানপাশে থ্রি ডট মেনুতে গিয়ে একটা একাউন্ট ক্রিয়েট করুন।

    ১

     

    ৩. আপনার ইমেইলে একটা মেইল যাবে। সেটাতে ক্লিক করে আপনার একাউন্ট কনফার্ম করুন।

    ২

     

    ৪. এরপর আপনার একাউন্টে লগইন করে স্ক্রিনশটে দেখানো যায়গায় ক্লিক করুন।

    ৩

     

    ৫. ফাঁকা ঘরে আপনার পছন্দমত নাম লিখুন এবং নিচের বক্স থেকে আপনার সাব ডোমেইন সিলেক্ট করুন, তাহলে দেখতে পারবেন আপনার ডোমেইন নেমটি এভেলেবেল আছে কিনা।

    অবশ্যই ফ্রি ডোমেইন বক্সে টিক মার্ক দিবেন। এরপর টিক চিহ্নে ক্লিক করে আপনার ডোমেইন নেম রেজিস্ট্রেশন করুন। কিছুক্ষণ সময় লাগবে। আপনার অ্যাকাউন্ট সফলভাবে ক্রিয়েট হলে আপনার ইমেইলে মেইল যাবে।

    আপনার ডোমেইনটি সফলভাবে ক্রিয়ট হওয়ার পরে আপনি আবার সাইটে লগইন করবেন।

     

    ৫. এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করে স্ক্রিনশট দেখানো জায়গায় ক্লিক করবেন।

     

    ৬. এখন আপনি দেখতে পারবেন যে আপনি কয়টা একাউন্ট খুলেছেন। মানে আপনি কয়টার ডোমেইন নেম ক্রিয়েট করেছেন।

    একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিনটা ডোমেইন নেম ক্রিয়েট করা যাবে

    আপনার ক্রিয়েট করা ডোমেইন এর নিচে Manage আইকনে ক্লিক করুন। তাহলে আপনার ডোমেইন হোস্টিং এর সবকিছু ম্যানেজ করতে পারবেন।

     

    ৬. এর পরে আপনি Control Panel লেখাতে ক্লিক করুন। আপনাকে রি-ডাইরেক্ট করে কন্ট্রোল প্যানেলে নিয়ে যাওয়া হবে।

     

     

     

     

     

    ৭. এরপরে আপনার ফাইল ম্যানেজার এ ঢুকে htdocs ফোল্ডারে ঢুকে স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করে আপনার ডিজাইন করা ফাইল অথবা ফোল্ডার অথবা জিপ ফাইল আপলোড করুন।

    ব্যাস। আপলোড করা শেষ হলে নতুন একটা ট্যাবে আপনার ওয়েবসাইটের লিংকে প্রবেশ করুন। দেখবেন আপনার ওয়েবসাইট সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে।

     

    বি:দ্র: আমি যে ডেমো ওয়েবসাইট টা তৈরি করেছি সেটা শুধুমাত্র ইন্টারনেট থেকে একটি মাত্র html ফাইলে তৈরি করা। অর্থাৎ আমি ইন্টারনেট থেকে একটা থিম চয়েস করে সেইটার এইচটিএমএল কোড নিজের মতো এডিট করে তারপরে .html এক্সটেনশন এ সেভ করেছি। এরপর সেটা আমার ওয়েবসাইটের সিপ্যানেলে আপলোড দিয়েছি।

    আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন যে কিভাবে একটি মাত্র এইচটিএমএল ফাইলে Boostrap, CSS কোড এডিট করে খুব সহজে একটি ওয়েবসাইট বানানো যায়। তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ডিজাইনটাই আপনি মোবাইল দিয়ে করতে পারবেন।

     

    আরো দেখুন: টেলিগ্রামে আপনার পছন্দের ইউজারনেম যদি আগে থেকেই কারোর ব্যবহার করা থাকে তাহলে কি করবেন ?

     

    ট্রিকবিডিতে আমি নতুন তাই কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পোস্ট টি ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটি সুন্দর মন্তব্যই আমাদের নতুনদের জন্য অনুপ্রেরণা। আজকে এ পর্যন্তই।

    ❤ ধন্যবাদ ❤

    The post মোবাইল দিয়ে সম্পূর্ন ফ্রিতে নিজের ইচ্ছেমতো ডিজাইনের ওয়েবসাইট তৈরি করুন appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/2YbBPqk
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel