আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই?
পোস্ট টপিকঃ কিভাবে টরেন্ট বা অন্যান্য যেকোন সার্ভার থেকে কম গতিতে ডাউনলোড হওয়া ফাইল-গুলো মিরর করে দ্রুত গতিতে ডাউনলোড করবেন!
বিশেষ করে বেশিরভাগ টরেন্ট সার্ভারেই বাংলাদেশে স্পিড কম পাওয়া যায়, খুব বড় ফাইল ডাউনলোড করতে গিয়ে অনেক বিরক্ত হয়ে যেতে হয়। বেশিরভাগ টরেন্ট সার্ভারে আবার (200-300kb) প্রতি সেকেন্ডে ডাউনলোড হয় যেটা অনেক বড় ফাইল ডাউনলোডের ক্ষেত্রে অনেক বিরক্তিকর। তাছাড়া (Pause-Resume) লিংক এক্সপায়ার হয়ে যাওয়া নতুন করে লিঙ্ক জেনারেট করা এগুলো অনেকটা বিরক্তিকর কাজ। সে ক্ষেত্রে অন্যান্য সার্ভার যেমন Google, MegaNZ, OneDrive এসব সার্ভারে ফাইল মিরর করে ডাউনলোড করলে অনেক স্পিড পাওয়া যায়। আর বাংলাদেশে গুগলের সার্ভার থাকার কারণে ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে গুগলের সার্ভার অনেক ফাস্ট।
আচ্ছা আজাইরা বকবক বাদ দিয়ে পোস্টে চলে যাই।
চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে খুব সহজে যেকোনো ফাইল মিরর করবেন।
সর্বপ্রথম পিসিতে অথবা স্মার্টফোনে আপনাদের টেলিগ্রাম ইন্সটল এবং টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন কারন আমরা টেলিগ্রামে গ্রুপ এর মাধ্যমে মিরর করবো ।
বিদ্র: আমি এখানে কোন টেলিগ্রাম গ্রুপের প্রমোশন করাচ্ছি না!
Telegram Group Link: https://t.me/GdriveMirrorCloud
আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন, এই যে নিচের যে গ্রুপ টা দেখছেন এটাই।
মূলত এটা একটা গ্রুপ আর গ্রুপের ভিতর একটি বট এড দেয়া আছে! জয়েন এ ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যান সিম্পল!
তারপর নিচের ছবির মত টাইপের জায়গায় স্লেস অথবা শর্টকাট থেকে স্লেস এ ক্লিক করুন।
ক্লিক করার পর নিচের ছবির মত একটি লিস্ট দেখতে পাবেন, লিষ্টে কমান্ড সহ কেমন টাইপের ফাইল মিরর করতে পারবেন এবং জিপ কে আনজিপ (Zip to Unzip) করেও আপনারা ডাউনলোড করতে পারবেন।
নিচের ছবিতে কমান্ড গুলো দেখে নিন।
ধরেন এখন আমি একটি গেম টরেন্ট সাইট থেকে ডাউনলোড করব। নিচের মত টরেন্ট সাইটে গিয়ে যে ফাইলটি ডাউনলোড করবেন তার ম্যাগনেট লিংক অ্যাড্রেস কপি করে নিন।
কপি করার পর টেলিগ্রাম গ্রুপে চলে যান এবং type এ গিয়ে /mirror <space> আপনার ফাইল এর লিঙ্ক পেস্ট করুন।
আপনার ফাইল এর লিঙ্ক নিচের ছবির মত পেস্ট করুন।
তারপর সেন্ড বাটনে ক্লিক করুন।
সেন্ড করার পর কিছুক্ষণের মধ্যে ফাইলটি তাদের ভার্চুয়াল সার্ভারে ডাউনলোড হবে এবং কিছুক্ষণের মধ্যে গুগোল ড্রাইভ এ আপলোড হয়ে যাবে।
তারপর ফাইলটি মিরর হয়ে গেলে বট আপনাকে মেনসন করে দিবে।
তারপর আপনি ইচ্ছামত ড্রাইভ লিনক অথবা ইন্ডেক্স লিংকে ক্লিক করে হাই স্পিডে ডাউনলোড করে নিতে পারবেন কোন বাড়তি ঝামেলা ছাড়াই।
√ আশাকরি কিছু না কিছু হলেও উপকৃত হবেন, বুঝতে না পারলে কমেন্ট করে জানান সাহায্য করবো ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকেন সেই কামনা করি।
আসসালামু আলাইকুম।
The post Mirror The Torrent Server Files And Download At High Speed! ( টরেন্ট বা অন্যান্য সার্ভার থেকে যেকোনো ফাইল মিরর করে দ্রুতগতিতে ডাউনলোড করুন) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2StkWot
via IFTTT
No comments:
Post a Comment