আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। স্বাগতম আপনাকে আমার এই পোস্টে!
গেমিংয়ে এক নতুন সম্ভাবনা নিয়ে এসেছে ক্লাউড গেমিং।ক্লাউড গেমিংয়ের ফলে এখন আর ডিভাইস রিকুয়ারমেন্টস প্রয়োজন পরবে না।সকল ডিভাইসে সকল গেম খেলা সম্ভব।এমনকি CyberPunk 2077 এর মতো হাই গ্রাফিক্স গেমও
আর এই ক্লাউড গেমিংকে আরও সম্ভাবনাময়ী করতে Nvidia কোম্পানি তাদের নতুন ব্র্যান্ড উদ্ভাবন করেছে যেটির নাম দেয়া হয়েছে Geforce Now!
Geforce Now বিভিন্ন ডিভাইসে চলতে পারে।যেমনঃ Windows,Android,IOs,MacOs,Linux etc. প্রায় সকল ডিভাইসেই এটি ডাউনলোড করা সম্ভব।বর্তমানে এটি বিটা ভার্সনে আছে।তাই অবশ্যই কিছু বাগ লক্ষ্য করা যেতে পারে তবে সেটা মার্জনীয়।
এখন আসল কথায় আসি!
কিভাবে আপনি Geforce Now ডাউনলোড করবেনঃ
আমি এখানে Geforce Now এর লিংক দিয়ে দিচ্ছি
Link: https://ift.tt/3bKD2YM (android)
কিভাবে খেলবেনঃ
প্রায় সকল ডিভাইসেই আপনি যেকোন গেম রান করাতে পারবেন তবে কম র্যাম বা খারাপ প্রসেসরের ফোনে ব্যবহার না করারই রিকমেন্ডেশন থাকবে। এপটি ডাউনলোড করে ওপেন করবেন তারপর আপনাকে ইপিকগেমস বা স্টিম কানেক্ট করতে হবে যেখানে আপনি গেমগুলো কিনে রেখেছিলেন।
(দ্রঃ আপনাকে অবশ্যই গেম কিনে খেলতে হবে কোন ক্র্যাকড্ ভার্সন রান করবে না)
তারপর আপনি সেখানে গেম চয়েস করে খেলতে পারেন!
কি পরিমাণ ডাটা খরচ হতে পারেঃ
আমার রিকমেন্ডেশন থাকবে আপনি মোবাইল ডাটা ইউস করবেন না। ওয়াইফাই সর্বনিম্ন ১০ এমবিপিএস এবং ল্যাটেন্সি অবশ্যই ভালো হতে হবে
গ্রাফিক্স কেমন হবে?
আপনি মোবাইলে খেলতে গেলে পিসির মতো হয়তো স্বাদ পাবেন না তবে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন যেকোন গেম এবং খেলে অবশ্যই মজা পাবেন।
পোস্টটি ভালো লাগলে কমেন্টে জানান!
ধন্যবাদ
The post মোবাইলে CyberPunk 2077 খেলতে চান? আসুন জেনে নিই কিভাবে! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3r5KVhR
via IFTTT
No comments:
Post a Comment