আশেপাশে এখন অনেক ইমেইল স্পুফিং সাইট রয়েছে,যাদের নেই তাদের জন্য আজকের পোস্ট :’)
সো কথা না লিখে শুরু করা যাক;
প্রথমে আপনাকে ইমেইন স্পুফিং এর স্ক্রিপ্ট ডাউনলোড করে নিতে হবে।
এখান থেকে ডাউনলোড করে দিন
১. এবার ডাউনলোড করা ফাইলটি যেকোনো টেক্সট এডিটর এ চালু করে স্ক্রিপ্ট টা কপি করে নিন,
স্ক্রিপ্ট যেহেতু HTML & JavaScript, তাই যেকোনো ফ্রি হোস্টিং বা ব্লগারেও বানানো সম্ভব।
তাই আমি আপাদত ব্লগারে বানিয়ে দেখাচ্ছি।
২. ব্লগারে বানানোর জন্য প্রথমে Layout অপশন থেকে HTML/JAVASCRIPT অপশন বাছাই করে সেখানে কপি করা স্ক্রিপ্ট পেস্ট করে সেভ করে দিতে হবে,
ব্যাস সেইভ করার পর ব্লগার সাইটে গেলে ইন্টারফেইস পাবেন। যদি প্রবলেম হয় তাহলে View Web Version এ ক্লিক করে দেখে দিবেন।
এখানে একদম বামপাশের উপরের ‘Click to start’ নামে একটা বাটন আছে,ওইটাতে ক্লিক করে স্ক্রিপ্ট রান করান। (বাটন টা ৫ সেকেন্ডের মধ্যে হাইড হয়ে যাবে,স্ক্রিপ্টের ফ্রন্ড এন্ড সৌন্দর্যের জন্য,তাই কেউ প্রথম বার না পারলে আবার রিফ্রেশ করে ক্লিক করবেন তাহলেই হবে)।
৩. From: যেই নাম থেকে পাঠাবেন
Mail: যেই মেইল ইউজ করে পাঠাবেন
Subject: মেইলের সাবজেক্ট
To: যার কাছে পাঠাবেন তার মেইল
Message: আপনার ম্যাসেজ :’)
সব ঠিক ঠাক লেখা হয়ে গেলে Send Email বাটনে ক্লিক করুন। মেইল পাঠানো হয়ে গেলে Success লেখা উঠবে,না হলে ফেইল আসবে।ফেইল হলে আবার পুনরায় চেক করে নিবেন।
কয়েক সেকেন্ডের মধ্যেই মেইল এসে পড়েছে,প্রমাণ; Spam এ না সোজা ইনবক্সে
Demo
এছাড়া আপনার হোস্টিং ইউজ করতে হলে শুধু স্ক্রিপ্ট টি হোস্টিং এর ফাইল ম্যানেজারে আপলোড করে দিলেই হবে (like index.html) তারপর সাইট ভিজিট করলেই পারবেন।
বিঃদ্রঃ এই স্ক্রিপ্ট ব্যবহার করে facebook এবং google ডোমেইন থেকেও মেইল স্পুফিং করা যায়;
তাই কারোর কোনো ক্ষতি বা কোনো রকম বেআইনী কাজ সম্পন্ন করা হলে আমি বা ট্রিকবিডি কোনোভাবেই দায়ী থাকবে না,এটা শুধু Education purpose এর জন্য। ধন্যবাদ <3
The post ব্লগারে বা যেকোনো হোস্টিং এ বানান ইমেইল স্পুফিং সাইট! ফ্রি স্ক্রিপ্ট appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3fhNtCR
via IFTTT
No comments:
Post a Comment