• এসএসসি রেজাল্ট ২০১৯ । নাম্বার সহ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯Breaking News

    Saturday, April 11, 2020

    New

    *Call/SMS/Balance details!! 

    একবার কোড নিতে পারলেই যথেষ্ট! 

    আসসালামু আলাইকুম।

    আশা করছি আপনারা সকলেই অনেক ভাল আছেন।

    এর আগে আমি দেখিয়েছিলাম অন্যের গ্রামীনফোন সিমের কল/মেসেজ হিস্টোরি কীভাবে চেক করতে হয়। সেখানে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন অন্যান্য অপারেটরগুলোর জন্য এরকম ট্রিক নিয়ে আসতে।

    পূর্বের পোস্টটি না দেখে থাকলে নিচের লিংক থেকে দেখে নিতে পারেন।

    👉 পূর্বের পোস্ট 

    আজ আপনাদেরকে দেখাব রবি সিমের কল/মেসেজ/ব্যালেন্স ডিটেইলস দেখার ট্রিক।

    *এক্ষেত্রে যার কল/মেসেজ হিস্টরি দেখবেন তার কাছে থেকে আপনাকে এককালীন একটি কোড সংগ্রহ করতে হবে। কীভাবে কালেক্ট করবেন সেটা আপনার ব্যাপার!! 

    তো চলুন শুরু করা যাক।

    *যা যা লাগবে:

    ১.My Robi app

    ২.একটি জিমেইল একাউন্ট

    প্রথমেই প্লেস্টোরে গিয়ে “My Robi ” লিখে সার্চ করে অথবা নিচের লিংকে ক্লিক করে সরাসরি প্লেস্টোর থেকে My Robi এপ টি ডাউনলোড করে নিন।

    My Robi(without Refer)

    My Robi (with Refer)

    এপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন।নিচের মতো ইন্টারফেস আসবে।এবার “Login” এ ক্লিক করবেন।

    লগিনে ক্লিক করলে লগিন করার জন্য তিনটি অপশন আসবে।এক্ষেত্রে আপনারা ” Login with Gmail” এখানে ক্লিক করবেন।

    এখানে ক্লিক করলে একটা পপ আপ পেজ আসবে এবং সেখানে আপনার ফোনে লগিন থাকা জিমেইল একাউন্ট গুলো দেখাবে। এক্ষেত্রে যে ইমেইল টা আগে কখনো My Robi একাউন্টে ব্যবহার করা হয়নি সেই একাউন্ট টা সিলেক্ট করবেন।

    এরপর নিচের মতো আসলে এখানে আপনারা যে নাম্বারের হিস্টোরি চেক করতে চান সেই নাম্বারটি বসিয়ে দিয়ে “Send OTP” তে ক্লিক করবেন।

    সেন্ড ওটিপি তে ক্লিক করলে ঐ নাম্বারে একটি কোড যাবে সেই কোড টি কালেক্ট করে বসিয়ে দিন   এবং “Login”  এ ক্লিক করুন।Login হয়ে যাওয়ার পর এপটি পারমিশন চাইলে Allow এ ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন।

     

    ব্যাস কাজ শেষ!

    এবার আসুন তার কল/মেসেজ হিস্টরি চেক করি!😇

    কল হিস্টোরি দেখার জন্য নিচে চিহ্নিত  Call History আইকোন এ ক্লিক করুন এবং পরবর্তী স্ক্রিনশট গুলো ফলো করুন।

    >

    >

    এখান থেকে আপনারা কল,মেসেজ,ইন্টারনেট হিস্টোরি দেখতে পারবেন।

    *লগিন করার সময় তো কোড নিলাম! পরে যদি লগ আউট করে আবার লগিন করতে যাই সেক্ষেত্রে কি আবার কোড লাগবে?

    না ভাই আর কোড লাগবে না। আসেন সেটা প্রমাণিত করে দেখিয়ে দিচ্ছি।

    তো চলেন সাইন আউট (লগ আউট)  করি আগে।

    লগ আউট করতে প্রথমেই নিচে ডান কর্ণারে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

    থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে একেবারে শেষে দেখতে পাবেন “Sign Out” লেখা আছে। সেখানে ক্লিক করুন।

    “Log out” এ ক্লিক করলেই  লগ আউট হয়ে যাবে।

    লগ আউট হয়ে গেলে সেই প্রথমের মত ইন্টারফেস আসবে। এবার লগিন এ ক্লিক করুন।

    লগিন এ ক্লিক করলে আবারও আগের মতো তিনটি অপশন আসবে এবং সেখানে আপনারা আবারও “Login with Gmail” এ ক্লিক করবেন।

    এবার পূর্বের মতো লগিন থাকা জিমেইল একাউন্ট গুলো আসলে যেই একাউন্টটি ব্যবহার করে একটু আগে My Robi এপ এ একাউন্ট খুলেছেন সেই একাউন্ট টি সিলেক্ট করুন।

    আগের জিমেইলটি সিলেক্ট করলে দেখবেন এবার কোনো প্রকার ঝামেলা ছাড়াই সরাসরি ড্যাশবোর্ড এ চলে আসবেন!

    এভাবে প্রত্যেকবার আপনারা কোনো প্রকার কোডের ঝামেলা ছাড়াই লগিন করে কল/মেসেজ হিস্টোরি দেখতে পারবেন এবং সাথে মেইন একাউন্ট ব্যালেন্স ও চেক করতে পারবেন।

    আশা করছি পোস্ট টা আপনাদের অনেক ভাল লেগেছে।কোনো সমস্যা হলে কমেন্টে জানান আমি অবশ্যই রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করব।

    সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি। 

    আল্লাহ হাফেজ😊 

    The post Gf/Bf এর কল/মেসেজ/ব্যালেন্স হিস্টোরি চেক করুন (Using My Robi app)[Requested Post] appeared first on Trickbd.com.



    from Trickbd.com https://ift.tt/2JVh5bP
    via IFTTT

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel